ETV Bharat / city

বিজেপিকে দমদম পৌরসভার সভাগৃহে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের - বিজেপি

ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিজেপি কর্মী সমর্থকদের সভার অনুমতি দিয়েও তা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

calcutta high court gives the permission to bjp for organis the meeting in dumdum municipality hall
বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 11, 2021, 9:14 PM IST

কলকাতা 11 জানুয়ারি: ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিজেপি কর্মী সমর্থকদের সভার অনুমতি দিয়েও তা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বাধ্য হয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করে নির্দেশ দিলেন, উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে 11 জানুয়ারির পরিবর্তে 27 জানুয়ারি ভারতীয় জনতা পার্টিকে সভা-সমাবেশ করতে দিতে হবে নর্থ দমদম মিউনিসিপ্যালিটিকে।

মামলা সম্পর্কে বিজেপির তরফে মণি কাঞ্চন পাল জানান, “আজকে সভার জন্য আমরা উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবন বুক করেছিলাম। ওই হলে সব রাজনৈতিক দলই সভা-সমাবেশ করে। কিন্তু আমাদের অনুমতি দেওয়ার পরেও তা বাতিল করা হয় কোভিড সংক্রান্ত কোনও ট্রেনিং প্রোগ্রাম আছে অজুহাত দিয়ে। বাধ্য হয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ।বিচারপতি নির্দেশ দিয়েছেন 27 জানুয়ারি সভা করতে দিতে হবে। ক্ষমতার দম্ভে শাসকদল আমাদের এই কর্মসূচি বাতিল করায় সচেষ্ট ছিল । আজ আদালতে জিতলাম এরপরে ভোটে জিতব।”

কলকাতা 11 জানুয়ারি: ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিজেপি কর্মী সমর্থকদের সভার অনুমতি দিয়েও তা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বাধ্য হয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করে নির্দেশ দিলেন, উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে 11 জানুয়ারির পরিবর্তে 27 জানুয়ারি ভারতীয় জনতা পার্টিকে সভা-সমাবেশ করতে দিতে হবে নর্থ দমদম মিউনিসিপ্যালিটিকে।

মামলা সম্পর্কে বিজেপির তরফে মণি কাঞ্চন পাল জানান, “আজকে সভার জন্য আমরা উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবন বুক করেছিলাম। ওই হলে সব রাজনৈতিক দলই সভা-সমাবেশ করে। কিন্তু আমাদের অনুমতি দেওয়ার পরেও তা বাতিল করা হয় কোভিড সংক্রান্ত কোনও ট্রেনিং প্রোগ্রাম আছে অজুহাত দিয়ে। বাধ্য হয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ।বিচারপতি নির্দেশ দিয়েছেন 27 জানুয়ারি সভা করতে দিতে হবে। ক্ষমতার দম্ভে শাসকদল আমাদের এই কর্মসূচি বাতিল করায় সচেষ্ট ছিল । আজ আদালতে জিতলাম এরপরে ভোটে জিতব।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.