কলকাতা, 22 জুলাই : পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙামাটি শ্মশানের জমি বিক্রি এবং বাতিস্তম্ভ সংক্রান্ত মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগামী বুধবার পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও ধরনের কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ ।
বিচারপতি বিবেক চৌধুরী ব্যক্তিগত কারণে মামলাগুলি ছেড়ে দেওয়ার পর এদিন প্রথম মামলাগুলির প্রায় ঘণ্টা দুয়েক ধরে শুনানি হয়। ফের শুনানি হবে আগামী বুধবার । দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারকে নানারকম ভাবে হেনস্তা করা হচ্ছে বলে এদিন একের পর এক ঘটনার উল্লেখ করেন সৌমেন্দু এবং তাঁর পরিবারের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার ।
আদালতে তিনি জানান, সুবল মান্না যিনি রাঙামাটি শ্মশানের জমি বিক্রির অভিযোগ তুলেছেন বর্তমানে কাঁথি পৌরসভার (Contai Municipality) চেয়ারম্যান এবং সৌমেন্দুবাবুকে সরানোর পরই তিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন । এতদিন তিনিও পৌরবোর্ডে ছিলেন ৷ কিন্তু কোনও অভিযোগ করেননি ।
আদালতে সৌমেন্দুর আইনজীবীর আরও দাবি, রত্নদীপ মান্না যিনি কাঁথি পৌরসভা বোর্ডের সদস্য, তিনি 29 মে 2021 সালে ত্রিপল চুরির মিথ্যা অভিযোগ করেছিল সৌমেন্দুর বিরুদ্ধে । পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্তত 6টা অভিযোগ করা হয় 4টে থানায় । শেষ দু’বছরে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভুয়ো অভিযোগ করা হয়েছে হেনস্তা করার জন্য ।
আদালতে রাজদীপ মজুমদার জানান, এখানে অভিযোগ যে রাঙামাটি শ্মশানের দোকান বিভিন্ন ব্যবসায়ীকে দেওয়ার জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি । ফলে বেআইনি ভাবে টাকা হস্তগত করা হয়েছে । একই রকম ভাবে কাঁথি কলেজে (Contai College) ভবন বানানোর জন্যও টেন্ডার না ডাকার অভিযোগ তোলা হয়েছিল । যার কোনও ভিত্তি নেই । সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ।
আরও পড়ুন : Soumendu Adhikari Case: সৌমেন্দু অধিকারীর শ্মশানের জমি সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি