ETV Bharat / city

Suvendu Adhikari: আবেদনের সারবত্তা নেই, শুভেন্দুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে - জনস্বার্থ মামলা

সারদা কাণ্ডে (Saradha Scam) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ তারই প্রেক্ষিতে রুজু হওয়া জনস্বার্থ মামলা (PIL) বুধবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Calcutta High Court Dismisses PIL against Suvendu Adhikari
Suvendu Adhikari: আবেদনের সারবত্তা নেই, শুভেন্দুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
author img

By

Published : Aug 10, 2022, 4:56 PM IST

কলকাতা, 10 অগস্ট: রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রুজু হওয়া জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সারদা কাণ্ডে (Saradha Scam) শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বহুবার ৷ তারই প্রেক্ষিতে এই জনস্বার্থ মামলা করা হয় ৷ কিন্তু, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ হল, এই মামলার কোনও সারবত্তা নেই ৷ তাই আদালত এই মামলাকে গুরুত্ব দিতে নারাজ ৷ সেই কারণেই বুধবার মামলাটি খারিজ করে দেওয়া হয় ৷

সারদা কাণ্ডে দীর্ঘ কয়েক বছর ধরে হাজতবাস করছেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন (Sudipto Sen) ৷ তাঁর অভিযোগ, সারদা থেকে নানাভাবে টাকা আত্মসাৎ করেছেন শুভেন্দু ৷ এই বিষয়ে বিচরপতিকে চিঠি লিখেও অভিযোগ করেছেন সুদীপ্ত ৷ তার প্রেক্ষিতেই শুভেন্দুর বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল ৷ সংশ্লিষ্ট মামলাকারীর আইনজীবীর প্রশ্ন ছিল, যদি সুদীপ্ত সেনের বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়, তাহলে শুভেন্দুর বিরুদ্ধেই বা একই পদক্ষেপ করা হবে না কেন ? কিন্তু, বিচারপতিরা এই যুক্তি মানেননি ৷

আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশের মদতেই গরুপাচার হয়েছে ! তদন্তের দাবিতে সরব শুভেন্দু

এ দিন মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন তাঁর চিঠিতে উল্লেখ করেছিলেন, শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন ৷ জমি সংক্রান্ত কারণে নগদে এই টাকা তাঁকে দেওয়া হয়েছিল ৷ এই ঘটনায় দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ কিন্তু, শুভেন্দু অধিকারীকে তারা জিজ্ঞাসাবাদ করছে না ৷ অথচ, সারদাকর্তা নিজেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ! কেন এই বিষয়টিকে সিবিআই ধর্তব্যের মধ্যে আনছে না, সেই প্রশ্নও তোলেন মামলাকারীর আইনজীবী ৷

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর তরফে বলা হয়, সুদীপ্ত সেন চিঠি লিখেছিলেন রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে ৷ সেই চিঠির কথা সর্বসমক্ষে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এই কুণাল ঘোষ নিজেই সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত ৷ পরবর্তীকালে রাজীব কুমার-সহ তৃণমূলের বহু নেতাকে এই তদন্তে সংযুক্ত করে সিবিআই ৷ কিন্তু, সেই প্রক্রিয়ায় কখনই শুভেন্দু অধিকারীর নাম আসেনি ৷ বিধানসভা নির্বাচনের আগে সুদীপ্ত সেনের এই চিঠির প্রসঙ্গ উত্থাপনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্য়া করেন শুভেন্দুর আইনজীবী ৷

কলকাতা, 10 অগস্ট: রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রুজু হওয়া জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সারদা কাণ্ডে (Saradha Scam) শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বহুবার ৷ তারই প্রেক্ষিতে এই জনস্বার্থ মামলা করা হয় ৷ কিন্তু, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ হল, এই মামলার কোনও সারবত্তা নেই ৷ তাই আদালত এই মামলাকে গুরুত্ব দিতে নারাজ ৷ সেই কারণেই বুধবার মামলাটি খারিজ করে দেওয়া হয় ৷

সারদা কাণ্ডে দীর্ঘ কয়েক বছর ধরে হাজতবাস করছেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন (Sudipto Sen) ৷ তাঁর অভিযোগ, সারদা থেকে নানাভাবে টাকা আত্মসাৎ করেছেন শুভেন্দু ৷ এই বিষয়ে বিচরপতিকে চিঠি লিখেও অভিযোগ করেছেন সুদীপ্ত ৷ তার প্রেক্ষিতেই শুভেন্দুর বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল ৷ সংশ্লিষ্ট মামলাকারীর আইনজীবীর প্রশ্ন ছিল, যদি সুদীপ্ত সেনের বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়, তাহলে শুভেন্দুর বিরুদ্ধেই বা একই পদক্ষেপ করা হবে না কেন ? কিন্তু, বিচারপতিরা এই যুক্তি মানেননি ৷

আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশের মদতেই গরুপাচার হয়েছে ! তদন্তের দাবিতে সরব শুভেন্দু

এ দিন মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন তাঁর চিঠিতে উল্লেখ করেছিলেন, শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন ৷ জমি সংক্রান্ত কারণে নগদে এই টাকা তাঁকে দেওয়া হয়েছিল ৷ এই ঘটনায় দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ কিন্তু, শুভেন্দু অধিকারীকে তারা জিজ্ঞাসাবাদ করছে না ৷ অথচ, সারদাকর্তা নিজেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ! কেন এই বিষয়টিকে সিবিআই ধর্তব্যের মধ্যে আনছে না, সেই প্রশ্নও তোলেন মামলাকারীর আইনজীবী ৷

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর তরফে বলা হয়, সুদীপ্ত সেন চিঠি লিখেছিলেন রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে ৷ সেই চিঠির কথা সর্বসমক্ষে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এই কুণাল ঘোষ নিজেই সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত ৷ পরবর্তীকালে রাজীব কুমার-সহ তৃণমূলের বহু নেতাকে এই তদন্তে সংযুক্ত করে সিবিআই ৷ কিন্তু, সেই প্রক্রিয়ায় কখনই শুভেন্দু অধিকারীর নাম আসেনি ৷ বিধানসভা নির্বাচনের আগে সুদীপ্ত সেনের এই চিঠির প্রসঙ্গ উত্থাপনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্য়া করেন শুভেন্দুর আইনজীবী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.