ETV Bharat / city

Cattle Smuggling Case: মামলা শুনলই না হাইকোর্ট, ফ্রিজ থাকছে এনামুলের 3 ভাগনের ব্যাংক অ্যাকাউন্ট - গরু পাচার মামলা

এনামুল হকের (Enamul Haque) তিন ভাগনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা শুনলেন না কলকাতা হাইকোর্টের (Calcutta HC) বিচারপতি জয়মাল্য বাগচী ৷

Calcutta HC does not hear case of 3 nephews of Enamul Haque in cattle smuggling case
মামলা শুনলই না হাইকোর্ট, ফ্রিজই থাকছে এনামুলের 3 ভাগনের ব্যাংক অ্যাকাউন্ট
author img

By

Published : Oct 13, 2022, 3:51 PM IST

কলকাতা, 13 অক্টোবর: গরু পাচার চক্রের (Cattle Smuggling Case) মাথা এনামুল হকের (Enamul Haque) 3 ভাগনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে আবেদন এখনই শুনল না কলকাতা হাইকোর্ট (Calcutta HC)৷ আপাতত এটা তেমন জরুরি নয় বলেই মত বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের । এই আবেদন রেগুলার বেঞ্চে করার নির্দেশ দিয়েছে আদালত । এর আগে বিচারপতি রাজা শেখার মান্থা এই মামলা খারিজ করেছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন এনামুলের তিন ভাগনে ।

এ দিন মামলাকারীর তরফে দাবি করা হয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 27 সেপ্টেম্বর গরু পাচার মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে । তাই এখন আর অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার যৌক্তিকতা নেই । আদালত সেই আবেদন অগ্রাহ্য করে মামলাটি ছুটির পরে শুনানি হবে বলে জানিয়ে দেয় ।

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের তিন ভাগনে ৷

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে এনামুলকে তিহারে গিয়ে জেরার জন্য টিম সাজাচ্ছে সিআইডি

উল্লেখ্য, গরু পাচার মামলায় সিআইডি এনামুলের ভাগনেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে । গরু পাচারের কয়েক কোটি টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে । সেই জন্য অ্যাকাউন্ট চালু করার দাবিতে তাঁরা যে আবেদন করেছিলেন তা বিচারপতি মান্থা খারিজ করে দেন । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছেন বর্তমানে ভিন দেশে গা ঢাকা দেওয়া অভিযুক্তরা ।

কলকাতা, 13 অক্টোবর: গরু পাচার চক্রের (Cattle Smuggling Case) মাথা এনামুল হকের (Enamul Haque) 3 ভাগনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে আবেদন এখনই শুনল না কলকাতা হাইকোর্ট (Calcutta HC)৷ আপাতত এটা তেমন জরুরি নয় বলেই মত বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের । এই আবেদন রেগুলার বেঞ্চে করার নির্দেশ দিয়েছে আদালত । এর আগে বিচারপতি রাজা শেখার মান্থা এই মামলা খারিজ করেছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন এনামুলের তিন ভাগনে ।

এ দিন মামলাকারীর তরফে দাবি করা হয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 27 সেপ্টেম্বর গরু পাচার মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে । তাই এখন আর অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার যৌক্তিকতা নেই । আদালত সেই আবেদন অগ্রাহ্য করে মামলাটি ছুটির পরে শুনানি হবে বলে জানিয়ে দেয় ।

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের তিন ভাগনে ৷

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে এনামুলকে তিহারে গিয়ে জেরার জন্য টিম সাজাচ্ছে সিআইডি

উল্লেখ্য, গরু পাচার মামলায় সিআইডি এনামুলের ভাগনেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে । গরু পাচারের কয়েক কোটি টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে । সেই জন্য অ্যাকাউন্ট চালু করার দাবিতে তাঁরা যে আবেদন করেছিলেন তা বিচারপতি মান্থা খারিজ করে দেন । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছেন বর্তমানে ভিন দেশে গা ঢাকা দেওয়া অভিযুক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.