কলকাতা, 23 জুন : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অনুসন্ধান সংক্রান্ত যাবতীয় নথিপত্র শুক্রবারের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটিকে ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দিয়েছেন, পারমিতা রায় (বাগ কমিটির অন্যতম সদস্য)-এর থেকে বাগ কমিটির সমস্ত নথি নিয়ে আসবে সিবিআই ৷
উল্লেখ্য, বাগ কমিটির হাতে এসএসসি দুর্নীতি অনুসন্ধান সংক্রান্ত যে সমস্ত নথি রয়েছে, সেগুলি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি দেন এবং সেই চিঠির পরেই এই নির্দেশ দেন বিচারপতি । শুক্রবারের মধ্যে সমস্ত নথি নিয়ে আসতে হবে সিবিআই-কে । তবে সম্ভব হলে আজকের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে ।
আরও পড়ুন : 273 জনকে বাড়তি 1 নম্বর দেওয়া নিয়ে যুক্তি দিতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । পরে গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও বাগ কমিটিকেই অনুসন্ধানের দায়িত্ব দেয় আদালত ।