ETV Bharat / city

Alo Rani Sarkar: তৃণমূল প্রার্থী আলোরানি সরকার বাংলাদেশি ! কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ আদালতের - calcutta hc dismissed election Petition of bangaon dakshin tmc candidate alo rani sarkar

তৃণমূল প্রার্থীর নাগরিকত্ব নিয়ে উঠে এল প্রশ্ন ৷ জানা গিয়েছে, ভোটে ঘাসফুলের হয়ে লড়লেও আলোরানি সরকারের আদতে বাংলাদেশের নাগরিক ! এই অভিযোগ পেয়ে ইলেকশন পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷

Alo Rani Sarkar
Alo Rani Sarkar
author img

By

Published : May 20, 2022, 10:45 PM IST

কলকাতা, 20 মে : এতো কেঁচো খুড়তে কেউটে ৷ একুশের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার ৷ আজ ছিল মামলার শুনানি ৷ সেখানে খোদ মামলাকারীই ফ্যাসাদে পড়ে গেলেন ৷ তৃণমূল প্রার্থীর নাগরিকত্ব নিয়ে উঠে এল প্রশ্ন ৷ জানা গিয়েছে, ভোটে ঘাসফুলের হয়ে লড়লেও আলোরানি সরকারের আদতে বাংলাদেশের নাগরিক (TMC Candidate Alo Rani Sarkar is a Bangladeshi citizen) ! এই অভিযোগ পেয়ে ইলেকশন পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷

একুশের ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির স্বপন মজুমদারের বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল আলোরানি সরকারকে ৷ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির মাঝেও বনগাঁ দক্ষিণ কেন্দ্রটিতে পদ্ম ফুটিয়েছিলেন স্বপন মজুমদার ৷ হেরে যান আলোরানি দেবী ৷ সন্তুষ্ট না হওয়ায় ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে স্বপ্ন মজুমদারের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেন পরাজিত তৃণমূল প্রার্থী ৷ এদিকে বিজেপি আগাগোড়াই আলোরানিক সরকারকে বাংলাদেশি বলে দেগে গিয়েছে ৷ নির্বাচন চলাকালীন যা নিয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্বপ্ন মজুমদার ৷ ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হলেও কলকাতা হাইকোর্ট আজ বিষয়টি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার শুনানির সময়ই দেখা যায় আলোরানি সরকার বাংলাদেশের নাগরিক । তৃণমূল প্রার্থীর পরিবারের লোকজনও বাংলাদেশে থাকেন । তিনি বৈবাহিক সূত্রে বর্তমানে এ দেশের বাসিন্দা । কিন্তু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাংলাদেশের ভোটার লিস্টে তাঁর নাম ছিল । এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, "ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না । ফলে এই মামলাটাই অপ্রাসঙ্গিক ।" যে কারণে মামলাটি খারিজ হয়ে যায় ৷ উল্লেখ্য, ভারতীয় নিয়ম অনুযায়ী বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও অন্তত 2 বছর এদেশে থাকার পর ভারতীয় নাগরিক বলে গণ্য হতে পারেন ।

আরও পড়ুন : SSC Recruitment Scam : সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টের কোনও বেঞ্চেই সুরক্ষা পেলেন না পার্থ

আলোরানি সরকার আদৌ ভারতের নাগরিক কি না, তা বিচারপতি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ৷ বিচারপতি বিবেক চৌধুরী বলেন, "তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসকদল ৷ তারা কীভাবে এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করে ! একজনকে বাংলাদেশি নাগরিককে নির্বাচনে প্রার্থী করার আগে খতিয়ে দেখবে না !"

কলকাতা, 20 মে : এতো কেঁচো খুড়তে কেউটে ৷ একুশের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার ৷ আজ ছিল মামলার শুনানি ৷ সেখানে খোদ মামলাকারীই ফ্যাসাদে পড়ে গেলেন ৷ তৃণমূল প্রার্থীর নাগরিকত্ব নিয়ে উঠে এল প্রশ্ন ৷ জানা গিয়েছে, ভোটে ঘাসফুলের হয়ে লড়লেও আলোরানি সরকারের আদতে বাংলাদেশের নাগরিক (TMC Candidate Alo Rani Sarkar is a Bangladeshi citizen) ! এই অভিযোগ পেয়ে ইলেকশন পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷

একুশের ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির স্বপন মজুমদারের বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল আলোরানি সরকারকে ৷ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির মাঝেও বনগাঁ দক্ষিণ কেন্দ্রটিতে পদ্ম ফুটিয়েছিলেন স্বপন মজুমদার ৷ হেরে যান আলোরানি দেবী ৷ সন্তুষ্ট না হওয়ায় ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে স্বপ্ন মজুমদারের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেন পরাজিত তৃণমূল প্রার্থী ৷ এদিকে বিজেপি আগাগোড়াই আলোরানিক সরকারকে বাংলাদেশি বলে দেগে গিয়েছে ৷ নির্বাচন চলাকালীন যা নিয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্বপ্ন মজুমদার ৷ ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হলেও কলকাতা হাইকোর্ট আজ বিষয়টি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার শুনানির সময়ই দেখা যায় আলোরানি সরকার বাংলাদেশের নাগরিক । তৃণমূল প্রার্থীর পরিবারের লোকজনও বাংলাদেশে থাকেন । তিনি বৈবাহিক সূত্রে বর্তমানে এ দেশের বাসিন্দা । কিন্তু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাংলাদেশের ভোটার লিস্টে তাঁর নাম ছিল । এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, "ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না । ফলে এই মামলাটাই অপ্রাসঙ্গিক ।" যে কারণে মামলাটি খারিজ হয়ে যায় ৷ উল্লেখ্য, ভারতীয় নিয়ম অনুযায়ী বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও অন্তত 2 বছর এদেশে থাকার পর ভারতীয় নাগরিক বলে গণ্য হতে পারেন ।

আরও পড়ুন : SSC Recruitment Scam : সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টের কোনও বেঞ্চেই সুরক্ষা পেলেন না পার্থ

আলোরানি সরকার আদৌ ভারতের নাগরিক কি না, তা বিচারপতি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ৷ বিচারপতি বিবেক চৌধুরী বলেন, "তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসকদল ৷ তারা কীভাবে এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করে ! একজনকে বাংলাদেশি নাগরিককে নির্বাচনে প্রার্থী করার আগে খতিয়ে দেখবে না !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.