কলকাতা 22 ফেব্রুয়ারি: সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC directs stay order on investigation process against Soumendu Adhikari)। আগামী 4 মার্চ পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ ৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্ত । কাঁথি পিকে কলেজে দুর্নীতির অভিযোগে গত 17 ফেব্রুয়ারি সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কাঁথি মহকুমা আদালত।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। কাঁথি প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান থাকাকালীন ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল কাঁথি আদালতে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিলেন।
আরও পড়ুন : Contai Municipality Fraud Case : সৌমেন্দু অধিকারীর আমলে কাঁথি পৌরসভায় কোটি টাকার দুর্নীতি ! থানায় অভিযোগ
অভিযোগ, পরিচালন সমিতির চেয়ারম্যান থাকাকালীন কোনও পরিকল্পনা ছাড়াই কাঁথি পিকে কলেজের চারটি ভবন তৈরি হয় সৌমেন্দুর উদ্যোগে ৷ ভবনগুলি তৈরির ক্ষেত্রে কোনও আইনি পথও অবলম্বন করা হয়নি ৷ কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা এই মামলায় আইসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছিলেন সৌমেন্দু ৷