ETV Bharat / city

Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ - Khardah

উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি মন থেকে মানতে নারাজ দিলীপ ঘোষ ৷ কারণ, উপনির্বাচনে বিজেপির এই হার মানুষের রায়ে নয় ৷ তৃণমূলের সন্ত্রাসের ফল ৷ তাই এই জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিনি ৷

bye-election-result-is-not-peoples-verfict-dilip-ghosh-on-deposit-forfeited-of-bjp-candidates
Dilip Ghosh: ভোট কোথায় হল? জমানত বাজেয়াপ্ত প্রসঙ্গে প্রশ্ন দিলীপের
author img

By

Published : Nov 2, 2021, 7:05 PM IST

কলকাতা, 2 নভেম্বর : দ্বিতীয় দফার উপনির্বাচনে শুধু ভরাডুবি নয় ৷ রীতিমতো মাটিতে আছড়ে পড়েছে পদ্মশিবির ৷ আর এই পরাজয়ের পিছনে সাংগঠনিক দুর্বলতা বা মানুষের কাছে পৌঁছতে না পাড়াকে দায়ী করছেন না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথা জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর কাছে এই পরাজয়ের এক এবং একমাত্র কারণ তৃণমূলের সন্ত্রাস ৷ আর তাই তিন কেন্দ্রের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টিকে মানতে নারাজ দিলীপ ৷ তাঁর কথায়, ‘‘ভোট হলে, মানুষের রায়ে পরাজয় হলে তো জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রশ্ন ওঠে ৷’’

আজ দিনহাটা বিধানসভায় দেড় লক্ষের বেশি ও গোসাবা বিধানসভার উপনির্বাচনে প্রায় দেড় লক্ষ ভোটে হেরেছে বিজেপি ৷ অন্যদিকে, খড়দা কেন্দ্রে 93 হাজারের কিছু বেশি ভোটে বিজেপি প্রার্থী জয় সাহাকে হারতে হয়েছে ৷ এই তিন কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ কিন্তু, দিলীপ ঘোষ এই জামানত বাজেয়াপ্ত মেনে নেওয়ার পক্ষে নন ৷ তাঁর কথায়, মানুষের রায়ে তাঁদের প্রার্থীরা হারেননি ৷ তৃণমূলের সন্ত্রাসের কাছে হেরেছে বিজেপি ৷

আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির

আর এই প্রসঙ্গে, গোসাবা ও খড়দা বিধানসভার তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ ৷ গোসাবার প্রার্থী সুব্রত মণ্ডলকে ওই কেন্দ্রের 7টি দ্বীপের ভোটাররা চেনেন কি না, সে নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ৷ পাশাপাশি খড়দা কেন্দ্রের তারকা প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয় নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ৷ শোভনদেব নির্বাচন ঘোষণার পর মানুষের কাছে কতবার গিয়েছেন ? সেই প্রশ্ন তোলেন ৷ আর সেই শোভনদেব এবং সুব্রত জয় তাই মানুষের রায়ে হতে পারে না বলে মনে করেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

এদিন উপনির্বাচনের ফলের পর একটি ভবিষদ্বাণী করতে শোনা যায় দিলীপকে ৷ তিনি বলেন, ‘‘আগামী দিনে রাজ্যে কোনও উপনির্বাচন হলে সেখানে রাজ্যের শাসক শিবির একশো শতাংশ আসন জিতবে ৷’’ দিলীপের এই মন্তব্যকে রাজনীতির কারবারিরা সরাসরি ছাপ্পাভোটের দিকেই ইঙ্গিত বলেই মনে করছেন ৷ তবে, আশ্চর্যজনকভাবে মাত্র 6 মাসের ব্যবধানে 4 বিধানসভা উপনির্বাচনে নিজেদের ভোটের শতাংশ বাড়িয়েছে বামেরা ৷ বিশেষ করে খড়দার বাম প্রার্থী দেবজ্যোতি বিশ্বাস ৷ এনিয়ে দিলীপ ঘোষের তাচ্ছিল্য ভরা জবাব, ‘‘বিজেপি যাতে পুরোপুরি মানুষের সমর্থন না পায়, তাই সিপিএম এবং কংগ্রেসকে টিমটিম করে জ্বালিয়ে রাখতে চাইছে তৃণমূল ৷’’

আরও পড়ুন : Victory Processions Banned: বিজয় মিছিল নিষিদ্ধ, চিঠি পাঠিয়ে মনে করিয়ে দিল কমিশন

তবে, হারের চুলচেরা বিশ্লেষণ দলের মধ্যে হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ কিন্তু, পরাজয়ের প্রধান এবং একমাত্র কারণ তৃণমূলের সন্ত্রাস ৷ যা দিনহাটা ও গোসাবাতে যথেচ্ছভাবে করেছে বলে অভিযোগ বিজেপির ৷

কলকাতা, 2 নভেম্বর : দ্বিতীয় দফার উপনির্বাচনে শুধু ভরাডুবি নয় ৷ রীতিমতো মাটিতে আছড়ে পড়েছে পদ্মশিবির ৷ আর এই পরাজয়ের পিছনে সাংগঠনিক দুর্বলতা বা মানুষের কাছে পৌঁছতে না পাড়াকে দায়ী করছেন না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথা জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর কাছে এই পরাজয়ের এক এবং একমাত্র কারণ তৃণমূলের সন্ত্রাস ৷ আর তাই তিন কেন্দ্রের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টিকে মানতে নারাজ দিলীপ ৷ তাঁর কথায়, ‘‘ভোট হলে, মানুষের রায়ে পরাজয় হলে তো জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রশ্ন ওঠে ৷’’

আজ দিনহাটা বিধানসভায় দেড় লক্ষের বেশি ও গোসাবা বিধানসভার উপনির্বাচনে প্রায় দেড় লক্ষ ভোটে হেরেছে বিজেপি ৷ অন্যদিকে, খড়দা কেন্দ্রে 93 হাজারের কিছু বেশি ভোটে বিজেপি প্রার্থী জয় সাহাকে হারতে হয়েছে ৷ এই তিন কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ কিন্তু, দিলীপ ঘোষ এই জামানত বাজেয়াপ্ত মেনে নেওয়ার পক্ষে নন ৷ তাঁর কথায়, মানুষের রায়ে তাঁদের প্রার্থীরা হারেননি ৷ তৃণমূলের সন্ত্রাসের কাছে হেরেছে বিজেপি ৷

আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির

আর এই প্রসঙ্গে, গোসাবা ও খড়দা বিধানসভার তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ ৷ গোসাবার প্রার্থী সুব্রত মণ্ডলকে ওই কেন্দ্রের 7টি দ্বীপের ভোটাররা চেনেন কি না, সে নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ৷ পাশাপাশি খড়দা কেন্দ্রের তারকা প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয় নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ৷ শোভনদেব নির্বাচন ঘোষণার পর মানুষের কাছে কতবার গিয়েছেন ? সেই প্রশ্ন তোলেন ৷ আর সেই শোভনদেব এবং সুব্রত জয় তাই মানুষের রায়ে হতে পারে না বলে মনে করেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

এদিন উপনির্বাচনের ফলের পর একটি ভবিষদ্বাণী করতে শোনা যায় দিলীপকে ৷ তিনি বলেন, ‘‘আগামী দিনে রাজ্যে কোনও উপনির্বাচন হলে সেখানে রাজ্যের শাসক শিবির একশো শতাংশ আসন জিতবে ৷’’ দিলীপের এই মন্তব্যকে রাজনীতির কারবারিরা সরাসরি ছাপ্পাভোটের দিকেই ইঙ্গিত বলেই মনে করছেন ৷ তবে, আশ্চর্যজনকভাবে মাত্র 6 মাসের ব্যবধানে 4 বিধানসভা উপনির্বাচনে নিজেদের ভোটের শতাংশ বাড়িয়েছে বামেরা ৷ বিশেষ করে খড়দার বাম প্রার্থী দেবজ্যোতি বিশ্বাস ৷ এনিয়ে দিলীপ ঘোষের তাচ্ছিল্য ভরা জবাব, ‘‘বিজেপি যাতে পুরোপুরি মানুষের সমর্থন না পায়, তাই সিপিএম এবং কংগ্রেসকে টিমটিম করে জ্বালিয়ে রাখতে চাইছে তৃণমূল ৷’’

আরও পড়ুন : Victory Processions Banned: বিজয় মিছিল নিষিদ্ধ, চিঠি পাঠিয়ে মনে করিয়ে দিল কমিশন

তবে, হারের চুলচেরা বিশ্লেষণ দলের মধ্যে হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ কিন্তু, পরাজয়ের প্রধান এবং একমাত্র কারণ তৃণমূলের সন্ত্রাস ৷ যা দিনহাটা ও গোসাবাতে যথেচ্ছভাবে করেছে বলে অভিযোগ বিজেপির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.