ETV Bharat / city

By-elections : সেপ্টেম্বরে রাজ্যে হতে পারে উপনির্বাচন

আগামী মাসেই রাজ্যে উপনির্বাচন হতে পারে ৷ নির্বাচন কমিশন (Election Commission of India ) সূত্রে একথা জানা গেছে ৷ সেই মোতাবেক বলা যায়, রাজ্যের সাতটি কেন্দ্রে নির্বাচনের সম্ভাবনা রয়েছে মাসখানেকের মধ্যেই ৷

author img

By

Published : Aug 11, 2021, 4:22 PM IST

আগামী মাসেই রাজ্যে হতে পারে উপ-নির্বাচন
আগামী মাসেই রাজ্যে হতে পারে উপ-নির্বাচন

কলকাতা, 11 অগস্ট : সেপ্টেম্বরেই হতে পারে উপনির্বাচন । পরের মাসের শেষের দিকে সাতটি কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India) । এমনই জানা যাচ্ছে সূত্র মারফত ।

সূত্রের খবর, ফাঁকা পড়ে থাকা কেন্দ্র- ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, সামসেরগঞ্জ ও জঙ্গীপুরে বিশ্বকর্মা পুজো শেষ হওয়ার পরেই ভোট করানো হতে পারে । নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই সাতটি কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে । দ্রুত নির্বাচন করানোর প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ।

প্রসঙ্গত, এর আগে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে চিঠি দিয়েছিল । জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে বর্তমানে উপনির্বাচন করানো সম্ভব কি না ? সেই পরিপ্রেক্ষিতে নবান্ন জানিয়েছিল যে রাজ্যে বর্তমানে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে । উপনির্বাচন করা যেতে পারে । তাই মনে করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই সেরে ফেলা হবে উপনির্বাচন ।

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস মামলার শুনানি সরাসরি সম্প্রচারের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি

কলকাতা, 11 অগস্ট : সেপ্টেম্বরেই হতে পারে উপনির্বাচন । পরের মাসের শেষের দিকে সাতটি কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India) । এমনই জানা যাচ্ছে সূত্র মারফত ।

সূত্রের খবর, ফাঁকা পড়ে থাকা কেন্দ্র- ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, সামসেরগঞ্জ ও জঙ্গীপুরে বিশ্বকর্মা পুজো শেষ হওয়ার পরেই ভোট করানো হতে পারে । নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই সাতটি কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে । দ্রুত নির্বাচন করানোর প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ।

প্রসঙ্গত, এর আগে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে চিঠি দিয়েছিল । জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে বর্তমানে উপনির্বাচন করানো সম্ভব কি না ? সেই পরিপ্রেক্ষিতে নবান্ন জানিয়েছিল যে রাজ্যে বর্তমানে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে । উপনির্বাচন করা যেতে পারে । তাই মনে করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই সেরে ফেলা হবে উপনির্বাচন ।

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস মামলার শুনানি সরাসরি সম্প্রচারের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.