ETV Bharat / city

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ প্রেসিডেন্সিতে, বিক্ষোভ যাদবপুরেও - Jadavpur University

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ পথে নামে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ আজ বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-এর সদস্যরা । ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও ।

by burning CAB copy Jadavpur And Presidency university Students show their protest
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ
author img

By

Published : Dec 10, 2019, 11:39 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : লোকসভায় পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB)। আর এই বিলের প্রতিবাদে আজ পথে নামে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-এর সদস্যরা । ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও ।

আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI ইউনিটের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় । সেই অনুযায়ী আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা । SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সেক্রেটারি দেবনীল পাল বলেন, "আমাদের সংবিধানের যে ভিত্তি ধর্মনিরপেক্ষতা, তাকে খর্ব করার জন্য রাস্তা তৈরি করার যে চেষ্টা, তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি । এই বিলকে আমরা ধিক্কার জানাই ৷ এই বিল রাজ্যসভায় পাশ হয়ে যদি আগামীদিনে প্রয়োগের দিকে এগোয় তাহলে আমরা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলব । " CAB বিল পুড়িয়ে আজ প্রতিবাদ জানায় প্রেসিডেন্সির SFI ইউনিট ।

by burning CAB copy Jadavpur And Presidency university Students show their protest
CAB-র বিরুদ্ধে প্রতিবাদ প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

CAB-র বিরুদ্ধে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও । তারা আজ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে শুরু করে গোটা ক্যাম্পাসে মিছিল করে ৷ স্লোগান দেয় । AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, " আমাদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটা আমাদের দেশের যে সাংবিধানিক অধিকার তার বিরুদ্ধে । ধর্মনিরপেক্ষতা সংবিধান আমাদের প্রদান করেছে । বাকি মৌলবাদী যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের দেশের সীমান্তে অবস্থিত দু'টো দেশের রাষ্ট্রধর্ম আছে । তার সঙ্গে আমাদের দেশের একটা পার্থক্য আছে । সেই পার্থক্যটা স্বীকার না করে যদি একটা বিল পাশ করিয়ে সংবিধানের অধিকারটা খর্ব করার চেষ্টা করা হয়, তাহলে সেটা ভয়ানক অপরাধ । তাই জনবিরোধী এই বিল ৷ সেটাকে যে ভাবে পাশ করানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা । BJP-কে না থামানো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ থামাব না । "

কলকাতা, 10 ডিসেম্বর : লোকসভায় পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB)। আর এই বিলের প্রতিবাদে আজ পথে নামে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-এর সদস্যরা । ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও ।

আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI ইউনিটের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় । সেই অনুযায়ী আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা । SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সেক্রেটারি দেবনীল পাল বলেন, "আমাদের সংবিধানের যে ভিত্তি ধর্মনিরপেক্ষতা, তাকে খর্ব করার জন্য রাস্তা তৈরি করার যে চেষ্টা, তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি । এই বিলকে আমরা ধিক্কার জানাই ৷ এই বিল রাজ্যসভায় পাশ হয়ে যদি আগামীদিনে প্রয়োগের দিকে এগোয় তাহলে আমরা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলব । " CAB বিল পুড়িয়ে আজ প্রতিবাদ জানায় প্রেসিডেন্সির SFI ইউনিট ।

by burning CAB copy Jadavpur And Presidency university Students show their protest
CAB-র বিরুদ্ধে প্রতিবাদ প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

CAB-র বিরুদ্ধে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও । তারা আজ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে শুরু করে গোটা ক্যাম্পাসে মিছিল করে ৷ স্লোগান দেয় । AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, " আমাদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটা আমাদের দেশের যে সাংবিধানিক অধিকার তার বিরুদ্ধে । ধর্মনিরপেক্ষতা সংবিধান আমাদের প্রদান করেছে । বাকি মৌলবাদী যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের দেশের সীমান্তে অবস্থিত দু'টো দেশের রাষ্ট্রধর্ম আছে । তার সঙ্গে আমাদের দেশের একটা পার্থক্য আছে । সেই পার্থক্যটা স্বীকার না করে যদি একটা বিল পাশ করিয়ে সংবিধানের অধিকারটা খর্ব করার চেষ্টা করা হয়, তাহলে সেটা ভয়ানক অপরাধ । তাই জনবিরোধী এই বিল ৷ সেটাকে যে ভাবে পাশ করানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা । BJP-কে না থামানো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ থামাব না । "

Intro:কলকাতা, ১০ ডিসেম্বর: গতকাল মধ্যরাতে লোকসভায় পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB)। আর এই CAB-র প্রতিবাদে আজ পথে নামলেন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ CAB বিল পুড়িয়ে প্রতিবাদ জানান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-এর সদস্যরা। ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও।
Body:আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI ইউনিটের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। সেই অনুযায়ী আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সেক্রেটারি দেবনীল পাল বলেন, "আমাদের সংবিধানের যে ভিত্তি ধর্মনিরপেক্ষতা, তাকে খর্ব করার জন্য রাস্তা তৈরি করার যে চেষ্টা, তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি। এই বিলকে আমরা ধিক্কার জানাই এবং এই বিল রাজ্যসভায় পাশ হয়ে যদি আগামীদিনে প্রয়োগের দিকে এগোয় তাহলে আমরা সারা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলব।" CAB বিল পুড়িয়ে আজ প্রতিবাদ জানান প্রেসিডেন্সির SFI ইউনিট।

CAB-র বিরুদ্ধে প্রতিবাদ জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও। তাঁরা আজ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে শুরু করে গোটা ক্যাম্পাসে মিছিল করেন স্লোগান দিয়ে। AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, "আমাদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটা আমাদের দেশের যে সাংবিধানিক অধিকার তার বিরুদ্ধে। ধর্মনিরপেক্ষতা সংবিধান আমাদের প্রদান করেছে। বাকি মৌলবাদী যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের দেশের সীমান্তে অবস্থিত দুটো দেশের রাষ্ট্রধর্ম আছে। তার সঙ্গে আমাদের দেশের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা অ্যাকনলেজ না করে যদি একটা বিল পাশ করিয়ে সংবিধানের অধিকারটা খর্ব করার চেষ্টা করি তাহলে সেটা ভয়ানক অপরাধ। তাই আমরা জনবিরোধী এই CAB বিল ও সেটাকে যেভাবে পাশ করানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বিজেপিকে না থামানো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ থামাবো না।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.