কলকাতা, 10 ডিসেম্বর : লোকসভায় পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB)। আর এই বিলের প্রতিবাদে আজ পথে নামে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-এর সদস্যরা । ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও ।
আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI ইউনিটের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় । সেই অনুযায়ী আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা । SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সেক্রেটারি দেবনীল পাল বলেন, "আমাদের সংবিধানের যে ভিত্তি ধর্মনিরপেক্ষতা, তাকে খর্ব করার জন্য রাস্তা তৈরি করার যে চেষ্টা, তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি । এই বিলকে আমরা ধিক্কার জানাই ৷ এই বিল রাজ্যসভায় পাশ হয়ে যদি আগামীদিনে প্রয়োগের দিকে এগোয় তাহলে আমরা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলব । " CAB বিল পুড়িয়ে আজ প্রতিবাদ জানায় প্রেসিডেন্সির SFI ইউনিট ।
![by burning CAB copy Jadavpur And Presidency university Students show their protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-protest-against-cab-copy-7204411_10122019213839_1012f_1575994119_229.jpg)
CAB-র বিরুদ্ধে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়নের (AFSU) সদস্যরাও । তারা আজ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে শুরু করে গোটা ক্যাম্পাসে মিছিল করে ৷ স্লোগান দেয় । AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, " আমাদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটা আমাদের দেশের যে সাংবিধানিক অধিকার তার বিরুদ্ধে । ধর্মনিরপেক্ষতা সংবিধান আমাদের প্রদান করেছে । বাকি মৌলবাদী যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের দেশের সীমান্তে অবস্থিত দু'টো দেশের রাষ্ট্রধর্ম আছে । তার সঙ্গে আমাদের দেশের একটা পার্থক্য আছে । সেই পার্থক্যটা স্বীকার না করে যদি একটা বিল পাশ করিয়ে সংবিধানের অধিকারটা খর্ব করার চেষ্টা করা হয়, তাহলে সেটা ভয়ানক অপরাধ । তাই জনবিরোধী এই বিল ৷ সেটাকে যে ভাবে পাশ করানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা । BJP-কে না থামানো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ থামাব না । "