ETV Bharat / city

নদিয়ার NIBMG-তে একাধিক পদে কর্মী নিয়োগ - কর্মী নিয়োগ

একাধিক পদে কর্মী নিয়োগ করছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্স ৷ বেতন 70,000-এর বেশি ৷

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Aug 10, 2020, 7:00 AM IST

নদিয়ার কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্সে (NIBMG)-এ 9টি পদে নিয়োগ করা হবে ৷ বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার, প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস, কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার ও টেকনিকাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের আট মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ৷ ভবিষ্যতে চাকরির মেয়াদ বাড়তেও পারে ৷ প্রার্থীরা NIBMG- অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে অনলাইনের আবেদন জানাতে পারবেন ৷

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা :

বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার পদে একজন, প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস পদে একজন, কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার পদে একজন ও টেকনিকাল অ্যাসোসিয়েট পদে তিন জনকে নিয়োগ করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা :

  • এই বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBA পাশ করতে হবে ৷
  • প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Com হতে হবে ৷
  • কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিকস বা ইনফরমেটিক্টস বা কম্পিউটেশনাল বায়োলজিতে PhD থাকতে হবে ৷
  • টেকনিকাল অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিনেটিক্স বা জীবন বিজ্ঞান বা বায়ো কেমিস্ট্রিতে BSc ডিগ্রি ও MSc ডিগ্রি থাকতে হবে ৷

বিস্তারিত জানতে NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে 30 জুলাই, 2020 থেকে । আবেদন করা যাবে 18 অগাস্ট, 2020 বিকেল 5টা পর্যন্ত । বিস্তারিত জানতে NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে : 30.07.2020

আবেদনপত্র জমা দেওয়া যাবে : 18.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

নদিয়ার কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্সে (NIBMG)-এ 9টি পদে নিয়োগ করা হবে ৷ বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার, প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস, কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার ও টেকনিকাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের আট মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ৷ ভবিষ্যতে চাকরির মেয়াদ বাড়তেও পারে ৷ প্রার্থীরা NIBMG- অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে অনলাইনের আবেদন জানাতে পারবেন ৷

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা :

বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার পদে একজন, প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস পদে একজন, কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার পদে একজন ও টেকনিকাল অ্যাসোসিয়েট পদে তিন জনকে নিয়োগ করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা :

  • এই বিজ়নেস ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBA পাশ করতে হবে ৷
  • প্রোজেক্ট কোঅর্ডিনেটর ফিনানস পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Com হতে হবে ৷
  • কম্পিউটেশনাল ল্যাবরেটরি ম্যানেজার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিকস বা ইনফরমেটিক্টস বা কম্পিউটেশনাল বায়োলজিতে PhD থাকতে হবে ৷
  • টেকনিকাল অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিনেটিক্স বা জীবন বিজ্ঞান বা বায়ো কেমিস্ট্রিতে BSc ডিগ্রি ও MSc ডিগ্রি থাকতে হবে ৷

বিস্তারিত জানতে NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে 30 জুলাই, 2020 থেকে । আবেদন করা যাবে 18 অগাস্ট, 2020 বিকেল 5টা পর্যন্ত । বিস্তারিত জানতে NIBMG-র অফিসিয়াল ওয়েবসাইটে (apply.nibmg.ac.in) গিয়ে বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে : 30.07.2020

আবেদনপত্র জমা দেওয়া যাবে : 18.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.