কলকাতা, ৫ জুলাই : লকডাউনে বেসরকারি বাস মালিক সংগঠন বা কর্মীরাই ক্ষতিগ্রস্তহননি, পরিষেবার সঙ্গে জড়িত আনুষঙ্গিক অনেক ব্যবসাও ক্ষতির মুখে, যেমন বাসের টিকিট ছাপানোরছাপাখানাগুলি ।
ভাস্কর মাইতি । কলকাতার বুকে তাঁর ছোটো একটি ছাপাখানা রয়েছে ।বাসের টিকিট ছাপা হয় সেখানে । ভাস্করবাবু জানান, লকডাউনের জেরে তাঁর ব্যবসা তলানিতেঠেকেছে । জুনের শুরুতে বাস পরিষেবা চালু হলেও ব্যবসায় তেমন একটা হয়নি । বলেন, "এখনও পর্যন্ত অনেকবাসই রাস্তায় নামেনি । তাই অন্য সময়ের চেয়ে টিকিটের চাহিদা কম । সাধারণত এক লাখটিকিট ১,৫০০ টাকায় বিক্রি হয় । ছাপাখানায় প্রায় ২৫০ টি বাসের জন্যে মাসেগড়ে ২৫ থেকে ৩০ লাখ টিকিট ছাপা হয় । "
শহরের আরও এক ছাপাখানার মালিক অরুণেশ বসু জানান, কোরোনা সংক্রমণের আগে তিনি মাসে ৪০,০০০ টাকার টিকিট বিক্রি করতেন । খরচের মধ্যে কর্মীদেরবেতন ধরে মাসে গড়ে লাভ হত ১৫,০০০ টাকা । কিন্তু গতমাসে মাত্র দুই থেকে তিন লাখটিকিট ছাপা হয়েছে । এভাবে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ।