ETV Bharat / city

মালিকদের প্রস্তাবিত রুটে সায় প্রশাসনের, বুধবার থেকে ফের চলবে বাস - bus service will stop on tala bridge

বুধবার থেকে নতুন রুটে যে বাসগুলি চলবে সেগুলি হল 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 ।

bus
author img

By

Published : Oct 16, 2019, 2:28 AM IST

Updated : Oct 16, 2019, 3:41 PM IST

কলকাতা, 16 অক্টোবর : টালা ব্রিজে বাস চলাচল বন্ধ । তাই একাধিক রুটের বাস ঘুর পথে যাতায়াত করছে । এর জেরে বাড়ছে জ্বালানি খরচ, কমছে ট্রিপের সংখ্যা। তাই লোকসান কমাতে গত রবিবার 9টি রুটে বাস চালানো বন্ধ করেন মালিকরা। ফলে মোট 350টি বাস বসে যায়। রোজগার বন্ধ হয়ে যায় 2,000 পরিবহন শ্রমিকের । তবে তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের ওই 9টি রুটের বাস রাস্তায় নামবে বলে জানা গেছে।


নর্থ কলকাতা বাস মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, "14 অক্টোবর পরিবহন দপ্তরের সঙ্গে আমাদের সংগঠনের ইতিবাচক বৈঠক হয়। আমরা যে সমস্ত নতুন রুটে বাস চালানোর কথা বলেছিলাম, সেটা দপ্তর মেনে নিয়েছে। নতুন রুটের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার থেকে ফের বাস চলবে। নতুন রুটে বাস চালিয়ে দেখব সমস্যা হচ্ছে কিনা।" টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করার পর সেই রুটের বাসগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের কর্তা তপন বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেছিলেন, বাস মালিকদের সঙ্গে পরামর্শ না করেই পরিবহন দপ্তর তাদের মর্জি মতো বাসগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দিয়েছে। এর জেরে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা । সমস্যা হচ্ছে যাত্রীদেরও ।


বুধবার থেকে নতুন রুটে যে বাসগুলি চলবে সেগুলি হল 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 । টালা ব্রিজের হাল নিয়ে মহালয়ার আগে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা পড়েছিল । সেই রিপোর্টের ভিত্তিতে পুজোর আগে ব্রিজ দিয়ে বাস সহ অন্য ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । এখন সেখান দিয়ে শুধু 3 টনের ছোট গাড়ি চলছে।

কলকাতা, 16 অক্টোবর : টালা ব্রিজে বাস চলাচল বন্ধ । তাই একাধিক রুটের বাস ঘুর পথে যাতায়াত করছে । এর জেরে বাড়ছে জ্বালানি খরচ, কমছে ট্রিপের সংখ্যা। তাই লোকসান কমাতে গত রবিবার 9টি রুটে বাস চালানো বন্ধ করেন মালিকরা। ফলে মোট 350টি বাস বসে যায়। রোজগার বন্ধ হয়ে যায় 2,000 পরিবহন শ্রমিকের । তবে তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের ওই 9টি রুটের বাস রাস্তায় নামবে বলে জানা গেছে।


নর্থ কলকাতা বাস মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, "14 অক্টোবর পরিবহন দপ্তরের সঙ্গে আমাদের সংগঠনের ইতিবাচক বৈঠক হয়। আমরা যে সমস্ত নতুন রুটে বাস চালানোর কথা বলেছিলাম, সেটা দপ্তর মেনে নিয়েছে। নতুন রুটের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার থেকে ফের বাস চলবে। নতুন রুটে বাস চালিয়ে দেখব সমস্যা হচ্ছে কিনা।" টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করার পর সেই রুটের বাসগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের কর্তা তপন বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেছিলেন, বাস মালিকদের সঙ্গে পরামর্শ না করেই পরিবহন দপ্তর তাদের মর্জি মতো বাসগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দিয়েছে। এর জেরে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা । সমস্যা হচ্ছে যাত্রীদেরও ।


বুধবার থেকে নতুন রুটে যে বাসগুলি চলবে সেগুলি হল 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 । টালা ব্রিজের হাল নিয়ে মহালয়ার আগে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা পড়েছিল । সেই রিপোর্টের ভিত্তিতে পুজোর আগে ব্রিজ দিয়ে বাস সহ অন্য ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । এখন সেখান দিয়ে শুধু 3 টনের ছোট গাড়ি চলছে।

Intro:ঘুর পথে যাতায়াতের জেরে যেমন বাড়ছে জ্বালানি খরচ অন্য দিকে পাল্লা দিয়ে কমেছে ট্রিপও। তাই পরিস্থিতি সামাল দিয়ে উঠতে না পারায় অবশেষে গত রবিবার 9টি রুটের বাস বন্ধ করে দিতে বাধ্য হয় বাস মালিকরা। ফলে 350টি বাস বসে যায়। পাশাপশি কোপ আসে 2,000 শ্রমিকদের উপরেও। প্রায় 2,000 কর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েন। তবে বুধবার থেকে আবার ওই 9টি বন্ধ হয়ে থাকা রুটে চলবে বাস।


Body:নব সংগঠিত নর্থ কলকাতা বাস মিনিবাস ওয়াইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ ঘোষ বলেন, "14 অক্টোবর পরিবহন দপ্তরের সঙ্গে আমাদের সংগঠনের একটি ইতিবাচক বৈঠক হয়। আমরা যে রুটগুলির কথা বলেছিলাম সেই পরিবর্তিত রুটগুলি তাঁরাও মেনে নিয়েছেন। নতুন রুট রুটের তালিকা প্রকাশ করা হল। বুধবার থেকে 9টি বন্ধ হয়ে থাকা রুটে চলবে বাস। পথে নমবে 350টি বসে যাওয়া বাসও। পাশাপাশি কাজে ফিরবে শ্রমিকরাও। এবার কদিন পরিবর্তিত নতুন রুটেগুলিতে বাস চালিয়ে দেখা হবে আর কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা।"

বাস নাম্বার 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 বুধবার থেকে পরিবর্তিত রুটে যাতায়াত করবে।

মহালয়ার আগে টালা ব্রিজ পরিদর্শনের রিপোর্টের ভিত্তিতে পুজোর ঠিক আগেই টালা ব্রিজের উপর দিয়ে বন্ধ হয়েছে বড় যানবাহন। অনুমতি দেওয়া হয় শুধু 3 টনের ছোট গাড়ি চলাচলের।

টালা ব্রিজ থেকে বাস ঘুরিয়ে দেওয়ার জন্য অসন্তোষ দেখা দিয়েছে যাত্রী তথা বাস মালিকদের মধ্যে। বেঙ্গল বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "বাস মালিকদের সাথে কোন রকম পরামর্শ না করেই পরিবহন দপ্তর রাতারাতি বাস ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।"


Conclusion:এর ফলে শুধু যে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে তাই নয় একাধিক সরকারি, বেসরকারি ও মিনি বাসকে বহু ঘুরে ঘুরে গন্তব্যে পৌছেতে হচ্ছে।
Last Updated : Oct 16, 2019, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.