কলকাতা, 29 জুলাই: ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম ৷ যার বিরুদ্ধে রাজ্যজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি । 4 অগাস্ট থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করবে তারা ।
বেসরকারি বাস মালিক সংগঠনগুলির অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম ৷ তারপরও BJP সরকার জ্বালানি তেলের দাম কমানোর বদলে প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে । জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে 27 জুলাই শহর ও রাজ্যের কোনও পেট্রল পাম্প থেকে বাস মালিকরা জ্বালানি তেল কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । সেই মতোই প্রতিবাদ হয়েছিল ৷ নতুন সিদ্ধান্ত হল, আগামী 4 আগস্ট থেকে প্রতি সোমবার একইভাবে প্রতিবাদ জানানো হবে রাজ্যজুড়ে । লাগাতার চলবে কর্মসূচি ৷
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "4 অগাস্ট থেকে কর্মসূচি শুরু করব । রাজ্যের প্রতিটি পেট্রল পাম্পে আমাদের সংগঠনের তরফে একজন করে প্রতিনিধি থাকবেন । যাঁরাই তেল কিনতে আসবেন তাঁদের তেল কিনতে বারণ করা হবে । কেন্দ্রীয় সরকার যেভাবে তেলের দাম বাড়িয়ে চলেছে সে বিষয় সবাইকে জানানো হবে । এছাড়াও প্রতিটি বাসের ভেতরে পোস্টার লাগানো হবে ৷ একটি বাস চালাতে কত খরচ হয়, তেলের দামের জন্য মালিকদের কত টাকার লোকসান হচ্ছে সে বিষয় লেখা হবে পোস্টারে ।"
তিনি আরও বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর সম্ভবত এই প্রথমবার ডিজ়েল ও পেট্রলের দাম এতটা বেশি । 27 জুলাই কলকাতার ও রাজ্যের কোনও পেট্রল পাম্প থেকে বাস মালিকরা ডিজ়েল কেনেননি । এভাবেই সপ্তাহের প্রতি সোমবার বাস মালিকরা ডিজ়েল কিনবেন না । আমরা ধর্মঘটের ডাক দিচ্ছি না ৷ কোনও বিক্ষোভ মিছিলও বের করছি না । শান্তিপূর্ণভাবে যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে অবিগত করব ।"
গত মার্চ মাস থেকে এখনও অবধি মোট 20 বার জ্বালানি তেলের দাম বেড়েছে । বর্তমানে লিটার প্রতি ডিজ়েলের দাম 77.04 টাকা ।