কলকাতা, 12 ফেব্রুয়ারি : ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে পৌরনির্বাচন । আর তার আগে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম । পানীয় জল ও বেশ কয়েকটি হাসপাতালের প্রকল্পের কথাও আজ ঘোষণা করেন তিনি ।
পৌরনির্বাচনের আগে আজই ছিল মেয়র পারিষদের শেষ বৈঠক । বৈঠকে 11টি নতুন পাম্পিং স্টেশন তৈরি হওয়ার কথা জানানো হয় । পানীয় জলের সমস্যাকে দূর করতে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পাশাপাশি চেতলায় একটি ডায়ালিসিস কেন্দ্র তৈরি হবে বলেও জানান ফিরহাদ হাকিম । 16 টি শয্যাবিশিষ্ট এই কেন্দ্রে থাকবে প্রাথমিক চিকিৎসার সুবন্দোবস্ত । একইসঙ্গে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি চিকিৎসার জন্য দু'টি হাসপাতাল তৈরি করছে কলকাতা পৌরনিগম । খিদিরপুরে 100 শয্যা বিশিষ্ট একটি ডেঙ্গি হাসপাতাল তৈরি করছে কলকাতা পৌরনিগম । অন্যটি 58 নম্বর ওয়ার্ডে তৈরি করা হচ্ছে ।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, "আগামী কয়েক দিনের মধ্যেই ডায়ালিসিস সেন্টার চালু করে দেওয়া হবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশ মেনে চিকিৎসা করা হবে ডেঙি হাসপাতাল দু'টিতে ।" তিনি আরও জানিয়েছেন, অনেক সময় হাসপাতাল বা নার্সিংহোমে ভরতি হতে হয় না । তবে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হয় । তাই ডায়ালিসিস সেন্টারটি প্রয়োজন ।