কলকাতা, 9 অক্টোবর : ফের গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন । কয়েকদিন ধরে শুধু তরল খাবার খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । চোখ মেলে তাকাচ্ছেনও না । পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইপ্যাপ দেওয়ার পরেও অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি । যদিও তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে ৷ বরাবরই হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অনীহা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ যদিও মাসখানেক আগেই বেশ কিছুদিন হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে ৷
ষষ্ঠীর দিনও বুদ্ধবাবু খবর নিয়েছিলেন তাঁর সদ্য প্রকাশিত বই 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা' কেমন বিক্রি হচ্ছে । এখনও পর্যন্ত দলীয় স্টল থেকে পুজোর সময় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তাঁর সদ্য প্রকাশিত বইটি । সম্প্রতি পরিচিত এক ব্যক্তির সঙ্গে তিনি দীর্ঘক্ষণ দেশ ও রাজ্য-রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন ৷ মহালয়ার দিন এবং পঞ্চমীতেও নিজের লেখা বই নিয়ে আলোচনা করেছেন ৷
কিন্তু দু'দিন আগে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । আজ বিশেষজ্ঞ চিকিৎসক বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছেন । হাসপাতালে ভরতি করা হবে কি না, সে বিষয়ে পরিবারের কেউ এখনও কিছু জানাননি ।
6 সেপ্টেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ৷ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় 9 সেপ্টেম্বর চিকিৎসকদের পরামর্শেই বাড়ি ফেরেন বুদ্ধবাবু ৷