কলকাতা, 30 মার্চ : "আমি তো অনেক ব্রিগেডের সাক্ষী। আমি বলছি এই ব্রিগেড এই সময়ের সবথেকে বড় ব্রিগেড হবে।" আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনে এসে একথা বললেন মুকুল রায়। 3 এপ্রিল ব্রিগেডে সভা নরেন্দ্র মোদির। তার আগে আজ সকাল ১১টা নাগাদ মাঠ পরির্দশন করতে আসেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। সেখানে মুকুল রায় বলেন, "ব্রিগেড সম্পর্কে আমার একটা ধারনা আছে। আমি বলছি, এই ব্রিগেড হবে সবথেকে বড় ব্রিগেড। BJP-র পক্ষ সমস্তরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "অন্য রাজনৈতিক দল দু'মাস আগে থেকে ব্রিগেড ভরানোর পরিকল্পনা করে। কিন্তু BJP মাত্র দশ দিনের নোটিশে এই ব্রিগেডের আয়োজন করছে। এই যে ব্রিগেডের মাঠে সামিয়ানা দেওয়া। এটা বাংলা ছাড়া অন্য সব রাজ্যেই হয়। মেদিনীপুরে হয়েছিল। কিন্তু কলকাতাতে আগে কোনওদিন হয়নি। কোনও রাজনৈতিক দল সাহসও দেখায়নি। দলীয় কর্মীদের কথা মাথায় রেখেই একাজ করার কথা ভাবা হয়েছে।" একটু পরে প্রধানমন্ত্রী হিসাব দাও বলে সোশাল মিডিয়ায় একটি ক্যাম্পেন শুরু করবে তৃণমূল। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "উনি কালই বলেছেন আমি যা করেছেন তার হিসাব দেবেন। পাশাপাশি অন্যদেরও হিসাব দেওয়া দরকার।"
ব্রিগেড প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় জানান, জনসমুদ্র হবে ৩ তারিখ মোদির সভায়। পশ্চিমবঙ্গের লোক ভালো বার্তা নিয়ে যাবে ওইদিন। দেশের উন্নয়ন, সুরক্ষা, বিকাশ মোদির রূপে দেখা যায়। তাই ওঁকে দেখতে সবাই আসবে। বলেন, "মমতাদির জবাব এবার মানুষ দেবে।" পার্থ চ্যাটার্জি বলেছেন, আপনারা ২৩ টা কেন ১টার বেশি সিট পাবেন না। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "পার্থবাবু নকল PHD পেয়ে তো বুদ্ধিজীবী হয়ে যাননি।"