ETV Bharat / city

Bombs recovered from Auto : হরিদেবপুরে অটো থেকে উদ্ধার 19টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র - Bombs Found In Abandoned Auto in Haridebpur

41 পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটো থেকে 19টি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । কী কারণে এত বোমা এবং অস্ত্র ওই অটোয় রাখা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Bombs and Firearms recovered from auto) ।

Bombs Found In Abandoned Auto
অটো থেকে উদ্ধার 19টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Apr 23, 2022, 2:49 PM IST

হরিদেবপুর, 23 এপ্রিল : শুক্রবার মধ্যরাতে হরিদেবপুরে অটো থেকে উদ্ধার হল বোমা-সহ আগ্নেয়াস্ত্র । জানা গিয়েছে, 41 পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটো থেকে 19টি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । চক্রবেড়িয়া-বিজয়গড় রুটের ওই অটোটি 41 পল্লি ক্লাবের সামনে রাখা ছিল । যা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । এরপরেই তল্লাশিতে উদ্ধার হয়েছে বোমা এবং আগ্নেয়াস্ত্র (Bombs and Firearms recovered from auto) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোর পিছনের সিটের নীচে থাকা সাউন্ড বক্সের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় এই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । বোমা ভর্তি ওই বস্তা এবং অটোটিকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে । কী কারণে এত বোমা এবং অস্ত্র ওই অটোয় রাখা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

আদৌ সেই বোমা কোথাও পাচার করা হচ্ছিল, না কি নাশকতার ছক ছিল, সবদিক খতিয়ে দেখছে পুলিশ । 41 পল্লি ক্লাব এলাকার মতো জনবহুল রাস্তায় এভাবে বোমা উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ।

হরিদেবপুর, 23 এপ্রিল : শুক্রবার মধ্যরাতে হরিদেবপুরে অটো থেকে উদ্ধার হল বোমা-সহ আগ্নেয়াস্ত্র । জানা গিয়েছে, 41 পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটো থেকে 19টি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । চক্রবেড়িয়া-বিজয়গড় রুটের ওই অটোটি 41 পল্লি ক্লাবের সামনে রাখা ছিল । যা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । এরপরেই তল্লাশিতে উদ্ধার হয়েছে বোমা এবং আগ্নেয়াস্ত্র (Bombs and Firearms recovered from auto) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোর পিছনের সিটের নীচে থাকা সাউন্ড বক্সের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় এই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । বোমা ভর্তি ওই বস্তা এবং অটোটিকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে । কী কারণে এত বোমা এবং অস্ত্র ওই অটোয় রাখা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

আদৌ সেই বোমা কোথাও পাচার করা হচ্ছিল, না কি নাশকতার ছক ছিল, সবদিক খতিয়ে দেখছে পুলিশ । 41 পল্লি ক্লাব এলাকার মতো জনবহুল রাস্তায় এভাবে বোমা উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.