ETV Bharat / city

8 arrested in Haridevpur bomb recovery case: হরিদেবপুরে অটোয় বিস্ফোরক রাখার ঘটনায় গ্রেফতার 8 - হরিদেবপুরে অটো ভর্তি বিস্ফোরক

হরিদেবপুরে অটোয় বিস্ফোরক (bomb recovery in auto) রাখার ঘটনায় 8 জনকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের প্রধান শাখার গোয়েন্দারা (8 arrested in Haridevpur bomb recovery case)৷

bomb recovery in auto, 8 arrested from Haridevpur
হরিদেবপুরে অটোয় বিস্ফোরক রাখার ঘটনায় গ্রেফতার 8
author img

By

Published : Apr 24, 2022, 9:59 AM IST

কলকাতা, 24 এপ্রিল: হরিদেবপুর 41 পল্লি ক্লাবের পাশে অটোর ভিতরে বিস্ফোরক (bomb recovery in auto) রাখার ঘটনায় সাফল্য পেল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে কলকাতা পুলিশের প্রধান শাখার গোয়েন্দারা মোট 8 জনকে গ্রেফতার করেছে । আজ ভোর রাতেই গ্রেফতার হয় 6 জন ৷ তাদের জিজ্ঞাসাবাদের পর সকালে আরও দু জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান পেতে চাইছেন গোয়েন্দারা (8 arrested in Haridevpur bomb recovery case)। এই এলাকা এবং তার পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তদন্তকারী আধিকারিকরা (Haridevpur arrest)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত 18 তারিখ রাতে একটি বাইকে করে কয়েকজন যুবক আসে ৷ তাদের মুখে মাস্ক ও কালো কাপড় দেওয়া ছিল । হাতে ছিল ব্যাগ । পুলিশের অনুমান, সেই ব্যাগে করে অস্ত্র মজুত করে ওই অটোতে তারা রাখছিল । এর পরেই গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা 6 জনকে গ্রেফতার করে । তবে তদন্তের স্বার্থে এই 6 জনের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি । তাদের আজ আলিপুর আদালতে পেশ করবেন কলকাতা পুলিশের প্রধান শাখার গোয়েন্দারা । তাদের নিজেদের হেফাজতে নিয়ে এর পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Bombs recovered from Auto : হরিদেবপুরে অটো থেকে উদ্ধার 19টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র

গতকাল সকালে হরিদেবপুর থানা এলাকায় 41 পল্লি ক্লাবের ঠিক সামনে একটি অটো থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক । কী উদ্দেশ্যে ওই অটোতে বিস্ফোরকগুলি রাখা হয়েছিল, তা বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা । অতি সম্প্রতি বেহালা থানা এলাকার চড়কতলা লেনে পুলিশের সামনেই দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে এবং একে অপরকে দেখে গুলি চালানোর ঘটনা সামনে আসে । সেই ঘটনার পর ফের হরিদেবপুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি অটো উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন: TMC Inner Clash at Behala : মেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালার চড়কতলা, আটক 9

কলকাতা, 24 এপ্রিল: হরিদেবপুর 41 পল্লি ক্লাবের পাশে অটোর ভিতরে বিস্ফোরক (bomb recovery in auto) রাখার ঘটনায় সাফল্য পেল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে কলকাতা পুলিশের প্রধান শাখার গোয়েন্দারা মোট 8 জনকে গ্রেফতার করেছে । আজ ভোর রাতেই গ্রেফতার হয় 6 জন ৷ তাদের জিজ্ঞাসাবাদের পর সকালে আরও দু জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান পেতে চাইছেন গোয়েন্দারা (8 arrested in Haridevpur bomb recovery case)। এই এলাকা এবং তার পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তদন্তকারী আধিকারিকরা (Haridevpur arrest)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত 18 তারিখ রাতে একটি বাইকে করে কয়েকজন যুবক আসে ৷ তাদের মুখে মাস্ক ও কালো কাপড় দেওয়া ছিল । হাতে ছিল ব্যাগ । পুলিশের অনুমান, সেই ব্যাগে করে অস্ত্র মজুত করে ওই অটোতে তারা রাখছিল । এর পরেই গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা 6 জনকে গ্রেফতার করে । তবে তদন্তের স্বার্থে এই 6 জনের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি । তাদের আজ আলিপুর আদালতে পেশ করবেন কলকাতা পুলিশের প্রধান শাখার গোয়েন্দারা । তাদের নিজেদের হেফাজতে নিয়ে এর পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Bombs recovered from Auto : হরিদেবপুরে অটো থেকে উদ্ধার 19টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র

গতকাল সকালে হরিদেবপুর থানা এলাকায় 41 পল্লি ক্লাবের ঠিক সামনে একটি অটো থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক । কী উদ্দেশ্যে ওই অটোতে বিস্ফোরকগুলি রাখা হয়েছিল, তা বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা । অতি সম্প্রতি বেহালা থানা এলাকার চড়কতলা লেনে পুলিশের সামনেই দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে এবং একে অপরকে দেখে গুলি চালানোর ঘটনা সামনে আসে । সেই ঘটনার পর ফের হরিদেবপুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি অটো উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন: TMC Inner Clash at Behala : মেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালার চড়কতলা, আটক 9

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.