ETV Bharat / city

Bhawanipur Double Murder : ভবানীপুরে খুন বৃদ্ধ দম্পতি, দেহে গুলি ও ধারাল অস্ত্রের ক্ষত - body of aged couple found in bhawanipur flat

এই জোড়া খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Bhawanipur Double Murder) ৷ প্রশ্ন উঠছে বয়স্কদের নিরাপত্তা নিয়ে ৷

Bhawanipur couple murder
ভবানীপুরে খুন বৃদ্ধ দম্পতি
author img

By

Published : Jun 6, 2022, 10:15 PM IST

কলকাতা, 6 জুন : ফের তিলোত্তমায় খুনের ঘটনা ৷ জোড়া খুন ৷ ঘটনাস্থল ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট (Bhawanipur Double Murder) । সোমবার রাতে সেখান থেকে উদ্ধার হয় এক দম্পতির রক্তাক্ত দেহ । পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমি শাহ ৷ দু'জনের দেহেই গুলির ক্ষত এবং ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাঁদের ৷

খবর পেয়েই এই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ । যায় কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল ৷ যান ডিসি আকাশ মাঘারিয়া । নিয়ে আসা হয় স্নিফার ডগকেও । পুলিশ কুকুর ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় 600মিটার দূরে হরিশ মুখার্জী পার্কের দিকে যায় । অনুমান করা হচ্ছে আতোতায়ীরা খুনের পর ওই রাস্তা ধরেই পালিয়ে গিয়েছে ।

আরও পড়ুন : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে । সম্ভবত কেউ গুলি করেছে । অপরাধীরা ধরা পড়বেই ।’’ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্ত হলে বোঝা যাবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে শাহ দম্পতির । তিনি জানান, মৃতদের ফ্ল্যাট থেকে হরিশ মুখার্জি পার্ক পর্যন্ত এলাকায় আবাসন ও ট্রাফিক পুলিশের একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 6 জুন : ফের তিলোত্তমায় খুনের ঘটনা ৷ জোড়া খুন ৷ ঘটনাস্থল ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট (Bhawanipur Double Murder) । সোমবার রাতে সেখান থেকে উদ্ধার হয় এক দম্পতির রক্তাক্ত দেহ । পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমি শাহ ৷ দু'জনের দেহেই গুলির ক্ষত এবং ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাঁদের ৷

খবর পেয়েই এই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ । যায় কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল ৷ যান ডিসি আকাশ মাঘারিয়া । নিয়ে আসা হয় স্নিফার ডগকেও । পুলিশ কুকুর ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় 600মিটার দূরে হরিশ মুখার্জী পার্কের দিকে যায় । অনুমান করা হচ্ছে আতোতায়ীরা খুনের পর ওই রাস্তা ধরেই পালিয়ে গিয়েছে ।

আরও পড়ুন : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে । সম্ভবত কেউ গুলি করেছে । অপরাধীরা ধরা পড়বেই ।’’ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্ত হলে বোঝা যাবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে শাহ দম্পতির । তিনি জানান, মৃতদের ফ্ল্যাট থেকে হরিশ মুখার্জি পার্ক পর্যন্ত এলাকায় আবাসন ও ট্রাফিক পুলিশের একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.