কলকাতা, 10 জুন: কলকাতায় উদ্ধার হল এক প্রৌঢ়ের পচা, গলা দেহ (Kolkata Body Recover)। মৃতের নাম সুজিত মজুমদার ৷ বয়স 57 বছর ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) হরিদেবপুর (Haridevpur) থানা এলাকার বিবেকানন্দ পার্কে ৷ শুক্রবার ভোরে তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত এই বাড়িতে একাই থাকতেন ৷ তাঁর আত্মীয় বলতে দুই বোন এবং দুই দাদার কথা জানেন প্রতিবেশীরা ৷ কিন্তু, তাঁরা কেউই সুজিতের সঙ্গে থাকতেন না ৷ এলাকাবাসীর সঙ্গে সুজিতের সম্পর্ক ভালোই ছিল ৷ তাঁদের সঙ্গে মেলামেশাও করতেন তিনি ৷ এই এলাকাতেই দোকান চালান স্থানীয় বাসিন্দা রঞ্জিত পাল ৷ মাঝেমধ্যেই তাঁর দোকানে গিয়ে গল্পগুজব করতেন সুজিত ৷ কিন্তু, গত প্রায় 10-12 দিন তিনি রঞ্জিতের দোকানে যাচ্ছিলেন না ৷ অন্যদিকে, এলাকারই এক যুবকের কাছ থেকে প্রতি সপ্তাহে খবরের কাগজ নিতেন সুজিত ৷ সেই যুবক এ দিন এসে দেখেন, গত সপ্তাহে তিনি যে খবরের কাগজটি দরজার বাইরে আটকে রেখে গিয়েছিলেন, সেটি তখনও দরজায় আটকানো রয়েছে ৷
আরও পড়ুন: Teacher molests girl: পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা
এই সব দেখেই স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ হয় ৷ তাঁরা সকলে জড়ো হয়ে প্রথমে সুজিতকে নাম ধরে ডাকাডাকি করেন ৷ তাতে কারও সাড়া পাওয়া যায়নি ৷ এরপরই জানলা দিয়ে সুজিতের দেহ দেখতে পারেন তাঁরা ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহটি বাড়ির শৌচালয়ে পড়ে ছিল ৷ তাতে পচন ধরে গিয়েছে ৷ এমনকী, দেহের উপর পোকাও চড়ে বেড়াতে দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অন্তত সপ্তাহ খানেক আগেই সুজিতের মৃত্যু হয়েছে ৷ তবে, তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি এর পিছনে কোনও রহস্য আছে, সেটা স্পষ্ট নয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্য়ে এলেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা সুজিতের দুই দাদা ও দুই বোনকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ৷ কিন্তু, তাঁরা কেউ দেহ নিতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷