ETV Bharat / city

Blackmailing Uses Logo of KP: কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে ব্ল্যাকমেলিং, গ্রেফতার 2

কলকাতা পুলিশের(Kolkata Police) লোগো ব্যবহার করে হচ্ছে ব্ল্যাকমেলিং (Blackmailing)। কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানায় এই প্রকারের লিখিত অভিযোগ দায়ের হয় ।

author img

By

Published : Jun 27, 2022, 9:33 PM IST

Blackmailing uses logo of Kolkata Police
Blackmailing Uses Logo of KP

কলকাতা, 27 জুন: কলকাতা পুলিশের(Kolkata Police) লোগো(Logo) ব্যবহার করে হচ্ছিল ব্ল্যাকমেলিং(Blackmailing)। কিন্তু বেশিদিন সেই কাজ স্থায়ী হল না। অবশেষে ভিন রাজ্য থেকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম উৎপল সিং এবং রীতেশ সিং। তাদের রবিবার রাতে বিহার থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা (Two arrested from Bihar)।

লালবাজার(Lalbazar) সূত্রের খবর, ধৃত দুই যুবক একাধিক সিম ব্যবহার করে বিভিন্ন মানুষকে ভিডিয়ো কল করত । অভিযোগ, তাদের করা সেই ভিডিয়ো কল রিসিভ করা মাত্রই ফোনের ওপারে ভেসে উঠত এক তরুণীর নগ্ন দেহ । সেই ভিডিয়ো কল অভিযুক্তরা নিজেদের মোবাইল রেকর্ড করত ৷ পরবর্তীকালে কলকাতা পুলিশের লোগো দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই ভিডিয়ো পাঠানো হত ৷ নিজেদের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তা বলে পরিচয় দিত তারা ৷

মেসেজ করে বলা হত সেই ব্যক্তি এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছেন । ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ । যদি সেই আইনগত ব্যবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান তাহলে পুলিশের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে হবে।

সম্প্রতি কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানায় এই প্রকারের লিখিত অভিযোগ দায়ের হয় । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল কলকাতা পুলিশের সাইবারক্রাইম বিভাগের গোয়েন্দারা । জানা গিয়েছিল, বিহারে বসে একটি বিশেষ দল এই কাজ করছে । সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের লোগো তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে । সেই মতই বিহার পুলিশের(Bihar Police) সাহায্য নিয়ে সেখানকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : Bodyguard Jacket for KP: কলকাতা পুলিশের জন্য অত্যাধুনিক বডিগার্ড জ্যাকেট

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু ল্যাপটপ, মোবাইল সিমকার্ড, হার্ডডিস্ক, একাধিক ব্যক্তির জাল পাসপোর্ট, আধার কার্ড-সহ একাধিক নথিপত্র(Blackmailing uses logo of Kolkata Police)। দ্রুত তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার খোঁজ চালাবে কলকাতা পুলিশ ।

কলকাতা, 27 জুন: কলকাতা পুলিশের(Kolkata Police) লোগো(Logo) ব্যবহার করে হচ্ছিল ব্ল্যাকমেলিং(Blackmailing)। কিন্তু বেশিদিন সেই কাজ স্থায়ী হল না। অবশেষে ভিন রাজ্য থেকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম উৎপল সিং এবং রীতেশ সিং। তাদের রবিবার রাতে বিহার থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা (Two arrested from Bihar)।

লালবাজার(Lalbazar) সূত্রের খবর, ধৃত দুই যুবক একাধিক সিম ব্যবহার করে বিভিন্ন মানুষকে ভিডিয়ো কল করত । অভিযোগ, তাদের করা সেই ভিডিয়ো কল রিসিভ করা মাত্রই ফোনের ওপারে ভেসে উঠত এক তরুণীর নগ্ন দেহ । সেই ভিডিয়ো কল অভিযুক্তরা নিজেদের মোবাইল রেকর্ড করত ৷ পরবর্তীকালে কলকাতা পুলিশের লোগো দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই ভিডিয়ো পাঠানো হত ৷ নিজেদের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তা বলে পরিচয় দিত তারা ৷

মেসেজ করে বলা হত সেই ব্যক্তি এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছেন । ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ । যদি সেই আইনগত ব্যবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান তাহলে পুলিশের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে হবে।

সম্প্রতি কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানায় এই প্রকারের লিখিত অভিযোগ দায়ের হয় । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল কলকাতা পুলিশের সাইবারক্রাইম বিভাগের গোয়েন্দারা । জানা গিয়েছিল, বিহারে বসে একটি বিশেষ দল এই কাজ করছে । সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের লোগো তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে । সেই মতই বিহার পুলিশের(Bihar Police) সাহায্য নিয়ে সেখানকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : Bodyguard Jacket for KP: কলকাতা পুলিশের জন্য অত্যাধুনিক বডিগার্ড জ্যাকেট

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু ল্যাপটপ, মোবাইল সিমকার্ড, হার্ডডিস্ক, একাধিক ব্যক্তির জাল পাসপোর্ট, আধার কার্ড-সহ একাধিক নথিপত্র(Blackmailing uses logo of Kolkata Police)। দ্রুত তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার খোঁজ চালাবে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.