কলকাতা, 1 জুলাই : বামেদের পথেই এবার ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে 5 জুলাই কলকাতা পৌরনিগম ঘেরাও কর্মসূচির ডাক দিল বিজেপির যুব মোর্চা । এই ঘেরাও কর্মসূচিতে বিজেপির বিধায়করাও উপস্থিত থাকবেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর ।
যুব মোর্চার মূল দাবি, দেবাঞ্জন দেব আইএএস অফিসার সেজে বহু মানুষকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে । তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করলেও কলকাতা পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে । এছাড়া এই ভ্যাকসিন কেলেঙ্কারির মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, বিধায়ক দেবাশিস কুমারের মতো যে সমস্ত হেভিওয়েট নেতা-মন্ত্রীরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ।
আরও পড়ুন : জাল ভ্যাকসিন-কাণ্ডে গ্রেফতার আরও এক ব্যক্তি
তাছাড়া কলকাতা পৌরনিগমের অধীনে যে সমস্ত সেন্টারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে । তৃণমূলের কর্মীরা নয়, কলকাতার নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে কোভিড টিকা নিতে পারেন, তার জন্য পৌরনিগমকে ব্যবস্থা করতে হবে । অবিলম্বে কলকাতা পৌরনিগমকে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছে বিজেপির যুব মোর্চা ৷
বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, "যেহেতু 15 জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ আছে । সেই বিধিনিষেধকে মেনেই আমরা শান্তিপূর্ণভাবে 5 জুলাই পৌরনিগম অভিযান কর্মসূচি করছি । তবে পুলিশ-প্রশাসন যদি বাধা দেয়, তা হলে আমরা বৃহত্তম আন্দোলনে সামিল হব ৷"
আরও পড়ুন : ভুয়ো আইএএস দেবাঞ্জন মামলায় লালবাজারের কাছে তথ্য তলব ইডির
প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে এর আগেও সরব হয়েছে বিজেপি ৷ তারা বিক্ষোভ দেখিয়েছে ৷ বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে ৷ এবার দলের যুব শাখা এই নিয়ে পথে নামতে চলেছে ৷