ETV Bharat / city

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়জয়কার BJP-র

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে 15টি আসনের মধ্যে 8টি আসনে জিতে জয়জয়কার BJP-র ।

হাইকোর্টের বার এসোসিয়েশনের
author img

By

Published : Jul 23, 2019, 7:25 PM IST

Updated : Jul 23, 2019, 7:37 PM IST

কলকাতা, 23 জুলাই : কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । 15টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন তাঁরা । বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন নির্দল প্রার্থী অশোক কুমার ধানধানিয়া । তিনি 682 ভোটে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ।

এদিকে ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে জিতেছেন BJP সমর্থিত প্রার্থীরা । 100 ভোটে জিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অজয় চৌবে । সেক্রেটারি পদে ধীরজ ত্রিবেদী জিতেছেন 90 ভোটে । অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন দু'জন । তাঁদের মধ্যে অপর্ণা বন্দ্যোপাধ্যায় BJP সমর্থিত প্রার্থী ও ঋজু ঘোষাল কংগ্রেস সমর্থিত প্রার্থী ।

এগজ়িকিউটিভ কমিটির 9টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । ট্রেজ়ারার দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় সহ 5 জন তৃণমূল সমর্থিত প্রার্থী নির্বাচনে জিতে এগজ়িকিউটিভ কমিটির সদস্য হচ্ছেন ।

কলকাতা, 23 জুলাই : কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । 15টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন তাঁরা । বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন নির্দল প্রার্থী অশোক কুমার ধানধানিয়া । তিনি 682 ভোটে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ।

এদিকে ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে জিতেছেন BJP সমর্থিত প্রার্থীরা । 100 ভোটে জিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অজয় চৌবে । সেক্রেটারি পদে ধীরজ ত্রিবেদী জিতেছেন 90 ভোটে । অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন দু'জন । তাঁদের মধ্যে অপর্ণা বন্দ্যোপাধ্যায় BJP সমর্থিত প্রার্থী ও ঋজু ঘোষাল কংগ্রেস সমর্থিত প্রার্থী ।

এগজ়িকিউটিভ কমিটির 9টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । ট্রেজ়ারার দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় সহ 5 জন তৃণমূল সমর্থিত প্রার্থী নির্বাচনে জিতে এগজ়িকিউটিভ কমিটির সদস্য হচ্ছেন ।

Intro:হাইকোর্টের বার এসোসিয়েশনের ভোটে জয়ী বিজেপির প্রার্থীরা Body: মানস নস্কর -

হাইকোর্ট বার এসোসিয়েশনের ভোটে জয়জয়কার বিজেপির

কলকাতা ২৩ জুলাইঃ
কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের ভোটেও জয়জয়কার ভারতীয় জনতাপার্টির।
হাইকোর্ট বার এসোসিয়েশনের ভোটে বেশিরভাগ পদে বিজয়ী বিজেপি প্রার্থীরা।
মোট ১৫ টা সিটের মধ্যে ৮ টাতে জয়ী বিজেপি। প্রেসিডেন্ট হলেন অশোক কুমার ধানধানিয়া ৫০০ভোটে জিতেছেন।ভাইস প্রেসিডেন্ট অজয় চৌবে ১০০ ভোটে জিতেছেন।সেক্রেটারি ধীরজ ত্রিবেদী ৯০ ভোটে জিতেছেন। আর এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন দুজন। অপর্ণা ব্যানার্জি বিজেপি প্রার্থী আর কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল।
প্রেসিডেন্ট অশোক কুমার ধানধানিয়া ছিলেন নির্দল প্রার্থী।
ভাইস প্রেসিডেন্ট আর সেক্রেটারি পদে জয়ী বিজেপি।

হাইকোর্ট বার এসোসিয়েশনের ভোটের ফল এক নজরে-

প্রেসিডেন্ট অশোক কুমার ধানধানিয়া (নির্দল)
ভাইস প্রেসিডেন্ট অজয় চৌবে (বিজেপি)
সেক্রেটারি ধীরজ ত্রিবেদী (বিজেপি)
এসিস্ট্যান্ট সেক্রেটারি ২ জন-
১.অপর্ণা ব্যানার্জি (বিজেপি)
২.রিজু ঘোষাল(কংগ্রেস) এক্সিকিউটিভ কমিটির ৯ আসনের মধ্যে ৫ টাতে বিজেপি জয়ী।
ট্রেজারার দ্বারকা নাথ ব্যানার্জি (তৃণমূল)
এক্সিকিউটিভ কমিটিতে ৪টি আসনে জয়ী তৃণমূল।
মোট ১৫ টা আসনের মধ্যে
বিজেপি- ৮
তৃণমূল -৫
নির্দল -১
কংগ্রেস -১
Conclusion:
Last Updated : Jul 23, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.