ETV Bharat / city

TMC Politics : বাংলা হাতছাড়া হয়েছে, দিল্লিও হারাতে হবে বিজেপিকে, হুঁশিয়ারি পার্থর - 21 জুলাই

বিজেপি বাংলা দখল করতে পারেনি ৷ এবার দিল্লিও হাতছাড়়া হবে ৷ বুধবার একুশে জুলাইয়ের কর্মসূচি সেরে একথা বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় ৷ এদিন একুশে জুলাই উপলক্ষে ধর্মতলার শহিদ বেদিতে মাল্যদান করেন তিনি ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ অন্যরা ৷

BJP will loose Delhi in future, says Partha Chatterjee
বাংলা হাতছাড়া হয়েছে, দিল্লিও হারাতে হবে বিজেপিকে, হুঁশিয়ারি পার্থর
author img

By

Published : Jul 21, 2021, 8:25 PM IST

কলকাতা, 21 জুলাই : ‘‘বাংলা দখল করতে পারেনি ৷ এবার দিল্লিও হাতছাড়়া হবে ৷’’ কার্যত এই ভাষাতেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বুধবার একুশে জুলাই উপলক্ষে ভার্চুয়াল সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ কালীঘাটের সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এর পাশাপাশি, ধর্মতলার শহিদ বেদিতেও মাল্যদান করেন দলের নেতা ও কর্মীরা ৷ সেখানে পার্থ চট্টোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ অন্যরা ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

শহিদ বেদিতে মাল্যদানের পর অনুষ্ঠানস্থল থেকেই ‘‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’’য়ের স্লোগান তোলেন তৃণমূলের নেতা ও কর্মীরা ৷ কর্মসূচি সেরে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ ৷ এদিকে, ত্রিপুরায় করোনাবিধি না মানার অভিযোগে তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় এদিন ৷ দলের একাধিক কর্মীকে গ্রেফতারও করা হয় ৷ এই প্রসঙ্গেই পার্থর বক্তব্য জানতে চান সাংবাদিকরা ৷ জবাবে পার্থ বলেন, ‘‘এভাবে গ্রেফতার করে কিছু হবে না ৷ বিজেপি বাংলা দখল করতে পারেনি ৷ আগামী দিনে দিল্লিও হাতছাড়া হবে তাদের ৷’’

প্রসঙ্গত, 2024 সালেই অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী লোকসভা নির্বাচন ৷ আপাতত সেই ভোটকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তৃতীয়বারের জন্য বাংলার মসনদ দখল করার পর এবার দিল্লিতেও রাজনীতির ময়দানে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ বিজেপিকে হঠাতে এদিনও দেশব্যাপী বিরোধী শিবিরকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

প্রায় একই সুর শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের গলাতেও ৷ তাঁর সাফ কথা, বিজেপি হাজার চেষ্টা করেও বাংলা থেকে তৃণমূলকে হঠাতে পারেনি ৷ তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে উল্টে দিল্লি থেকেও সরে যেতে হবে গেরুয়া শিবিরকে ৷

কলকাতা, 21 জুলাই : ‘‘বাংলা দখল করতে পারেনি ৷ এবার দিল্লিও হাতছাড়়া হবে ৷’’ কার্যত এই ভাষাতেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বুধবার একুশে জুলাই উপলক্ষে ভার্চুয়াল সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ কালীঘাটের সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এর পাশাপাশি, ধর্মতলার শহিদ বেদিতেও মাল্যদান করেন দলের নেতা ও কর্মীরা ৷ সেখানে পার্থ চট্টোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ অন্যরা ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

শহিদ বেদিতে মাল্যদানের পর অনুষ্ঠানস্থল থেকেই ‘‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’’য়ের স্লোগান তোলেন তৃণমূলের নেতা ও কর্মীরা ৷ কর্মসূচি সেরে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ ৷ এদিকে, ত্রিপুরায় করোনাবিধি না মানার অভিযোগে তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় এদিন ৷ দলের একাধিক কর্মীকে গ্রেফতারও করা হয় ৷ এই প্রসঙ্গেই পার্থর বক্তব্য জানতে চান সাংবাদিকরা ৷ জবাবে পার্থ বলেন, ‘‘এভাবে গ্রেফতার করে কিছু হবে না ৷ বিজেপি বাংলা দখল করতে পারেনি ৷ আগামী দিনে দিল্লিও হাতছাড়া হবে তাদের ৷’’

প্রসঙ্গত, 2024 সালেই অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী লোকসভা নির্বাচন ৷ আপাতত সেই ভোটকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তৃতীয়বারের জন্য বাংলার মসনদ দখল করার পর এবার দিল্লিতেও রাজনীতির ময়দানে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ বিজেপিকে হঠাতে এদিনও দেশব্যাপী বিরোধী শিবিরকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

প্রায় একই সুর শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের গলাতেও ৷ তাঁর সাফ কথা, বিজেপি হাজার চেষ্টা করেও বাংলা থেকে তৃণমূলকে হঠাতে পারেনি ৷ তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে উল্টে দিল্লি থেকেও সরে যেতে হবে গেরুয়া শিবিরকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.