ETV Bharat / city

Health Volunteer : করোনা মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে বঙ্গ বিজেপি - Suvendu Adhikari

বিজেপির তরফে জানা গিয়েছে, এই সমস্ত স্বেচ্ছাসেবক শুধু করোনার বিষয়ে নয়, রাজ্যে করোনা টিকাকরণ সংক্রান্ত যেকোনও তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করবেন ।

bjp-will-appoint-1-dot-5-lakhs-health-volunteer-for-covid-assistance
Health Volunteer : করোনা মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য সেচ্ছাসেবক নিয়োগ করছে বঙ্গ-বিজেপি
author img

By

Published : Aug 5, 2021, 7:28 PM IST

কলকাতা, 5 অগস্ট : করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক (Health Volunteer) নিয়োগ করছে বঙ্গ বিজেপি । বিজেপির তরফে জানা গিয়েছে, এই সমস্ত স্বেচ্ছাসেবক শুধু করোনার বিষয়ে নয়, রাজ্যে করোনা টিকাকরণ (Covid Vaccination) সংক্রান্ত যেকোনও তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করবেন ।

আজ বিজেপির (BJP) হেস্টিংস অফিসে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের সূচনা হল । উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক শ্রীমতি ডগ্গুবতী পূর্যান্ডশ্বরী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, রাজ্য বিজেপি সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ডাঃ জয়ন্ত রায় ।

আরও পড়ুন : nobel laureate abhijit : দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

বিজেপি সূত্রে খবর, কোভিড মোকাবিলায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবক অভিযান রাজ্যে শুরু হল । কোভিড সংক্রান্ত যে কোনও সমস্যায় 24 ঘণ্টাই রাজ্যের সাধারণ মানুষের জন্য দু’টি বিশেষ হেল্পলাইন নম্বরও আজ চালু হল । তার মধ্যে একটি টোল-ফ্রি ৷ সেই নম্বরটি হল- 9227492274 । এই নম্বরে ফোন করে কোভিড ও করোনা সংক্রান্ত যে কোনও তথ্য জানতে পারবেন রাজ্যের মানুষ ।

এছাড়া একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু হল-8700539531 । এই নম্বরে হোয়াটস অ্যাপ করলেও স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে ৷ সূত্রের খবর, পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই 24 পরগনার শহরতলির এলাকাগুলিতে এই পরিষেবা চালু হবে । পরে ধাপে ধাপে রাজ্যের 78 হাজার বুথেই এই পরিষেবা চালু করতে চাইছে বিজেপি ।

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

জাতীয় স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের রাজ্যের কনভেনার ডাঃ ইন্দ্রনীল খাঁ বলেন, "কেন্দ্রের মোদি সরকারের উদ্যোগে দেশে 48 কোটি মানুষ এখনও অবধি ভ্যাকসিন পেয়ে গিয়েছেন । যাতে ভ্যাকসিনের সুবিধা আরও সহজে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাই এই উদ্যোগ । এছাড়া করোনার যে তৃতীয় ঢেউ আসছে, তার মোকাবিলায় বিজেপির রাজ্যে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে । সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই রাজ্যজুড়ে এই পরিকাঠামো তৈরি করছি । পশ্চিমবঙ্গে আমরা দেড় লক্ষ এই ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করব । ইতিমধ্যেই দেশজুড়ে 4 লক্ষ এই ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে ।’’

আজ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি করার অপরাধে ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ । তাঁরা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি ।’’

আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

তিনি জানান, রেলের হাসপাতালগুলোতে যাতে সাধারণ বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়, সেই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ৷ এছাড়া তিনি জানান, জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছেন, যাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন জায়গা যেমন বিমানবন্দর, রেল হাসপাতাল, ইএসআই হাসপাতালে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় ৷

কলকাতা, 5 অগস্ট : করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক (Health Volunteer) নিয়োগ করছে বঙ্গ বিজেপি । বিজেপির তরফে জানা গিয়েছে, এই সমস্ত স্বেচ্ছাসেবক শুধু করোনার বিষয়ে নয়, রাজ্যে করোনা টিকাকরণ (Covid Vaccination) সংক্রান্ত যেকোনও তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করবেন ।

আজ বিজেপির (BJP) হেস্টিংস অফিসে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের সূচনা হল । উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক শ্রীমতি ডগ্গুবতী পূর্যান্ডশ্বরী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, রাজ্য বিজেপি সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ডাঃ জয়ন্ত রায় ।

আরও পড়ুন : nobel laureate abhijit : দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

বিজেপি সূত্রে খবর, কোভিড মোকাবিলায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবক অভিযান রাজ্যে শুরু হল । কোভিড সংক্রান্ত যে কোনও সমস্যায় 24 ঘণ্টাই রাজ্যের সাধারণ মানুষের জন্য দু’টি বিশেষ হেল্পলাইন নম্বরও আজ চালু হল । তার মধ্যে একটি টোল-ফ্রি ৷ সেই নম্বরটি হল- 9227492274 । এই নম্বরে ফোন করে কোভিড ও করোনা সংক্রান্ত যে কোনও তথ্য জানতে পারবেন রাজ্যের মানুষ ।

এছাড়া একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু হল-8700539531 । এই নম্বরে হোয়াটস অ্যাপ করলেও স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে ৷ সূত্রের খবর, পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই 24 পরগনার শহরতলির এলাকাগুলিতে এই পরিষেবা চালু হবে । পরে ধাপে ধাপে রাজ্যের 78 হাজার বুথেই এই পরিষেবা চালু করতে চাইছে বিজেপি ।

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

জাতীয় স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের রাজ্যের কনভেনার ডাঃ ইন্দ্রনীল খাঁ বলেন, "কেন্দ্রের মোদি সরকারের উদ্যোগে দেশে 48 কোটি মানুষ এখনও অবধি ভ্যাকসিন পেয়ে গিয়েছেন । যাতে ভ্যাকসিনের সুবিধা আরও সহজে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাই এই উদ্যোগ । এছাড়া করোনার যে তৃতীয় ঢেউ আসছে, তার মোকাবিলায় বিজেপির রাজ্যে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে । সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই রাজ্যজুড়ে এই পরিকাঠামো তৈরি করছি । পশ্চিমবঙ্গে আমরা দেড় লক্ষ এই ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করব । ইতিমধ্যেই দেশজুড়ে 4 লক্ষ এই ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে ।’’

আজ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি করার অপরাধে ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ । তাঁরা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি ।’’

আরও পড়ুন : Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

তিনি জানান, রেলের হাসপাতালগুলোতে যাতে সাধারণ বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়, সেই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ৷ এছাড়া তিনি জানান, জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছেন, যাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন জায়গা যেমন বিমানবন্দর, রেল হাসপাতাল, ইএসআই হাসপাতালে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.