ETV Bharat / city

KMC Election 2021 : বকেয়া পৌরকর মুকুব-সহ একাধিক চমক থাকতে পারে বিজেপি'র ইস্তাহারে - বকেয়া পৌরকর মুকুব-সহ একাধিক চমক থাকতে পারে বিজেপি'র ইস্তাহারে

কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation Election) জন্য নিজেদের ইস্তাহারে একাধিক চমক রাখছে রাজ্য বিজেপি । কর মুকুব, বিদ্যুৎ মাসুল কমানো নিয়ে থাকতে পারে বড় প্রতিশ্রুতি ৷

KMC Election
বকেয়া পৌরকর মুকুব-সহ একাধিক চমক থাকতে পারে বিজেপি'র ইস্তাহারে
author img

By

Published : Dec 4, 2021, 3:11 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : আগামী 8 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation Election) জন্য ইস্তাহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি । জানা গিয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে নিজেদের ইস্তাহারে একধিক চমক ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির ৷

কী কী চমক থাকছে বিজেপির এই ইস্তাহারে? কলকাতার বাসিন্দাদের বকেয়া পৌরকর মুকুব নিয়ে বড় ঘোষণা থাকতে চলেছে বিজেপির ইস্তাহারে ৷ এছাড়াও চমকের তালিকায় থাকছে শহরবাসীর জন্য বিদ্যুৎ মাসুল কমানোর প্রস্তাব ৷ পাশাপাশি পৌরনিগমের 28 হাজার শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতিও থাকছে । বিজেপি কলকাতা পৌরনিগমের ক্ষমতায় এলে মূল কাজ হিসাবে কলকাতার 144টি ওয়ার্ডেই ড্রেন এর সংস্কার ও পৌরনিগমের ধুঁকতে থাকা সমস্ত স্কুলকে মডেল স্কুল তৈরি করার প্রস্তাব থাকছে এই ইস্তাহারে । এর মধ্যে একাধিক স্কুলকে ইংরেজি মাধ্যমে স্কুলে পরিণত করা হবে।

আরও পড়ুন : KMC Elections 2021 : শহরের পুরভোটে বামেদের অস্ত্র কাটমানি, দূষণ আর উঠোনে পাঠশালা

এছাড়াও, পৌর এলাকার প্রতিটি রাস্তা নতুন করে তৈরি করা, এলাকার প্রতিটি ওয়ার্ডে সৌরবিদ্যুৎ যুক্ত আলোর ব্যবস্থা করা, প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌচ্ছে দেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে বিজেপির ইস্তাহারে ৷ কলকাতার 144টি ওয়ার্ডের সমস্ত বস্তি এলাকাগুলির জন্য বিশেষ একটি ম্যাপ তৈরি করা ও প্রতিটি বস্তি এলাকার জন্য বিশেষ প্যাকেজ তৈরি করার কথা ঘোষণা করা হতে পারে । কলকাতা পৌরনিগমে বিজেপির বোর্ড গঠন হওয়ার পরই বস্তি উন্নয়ন-এর জন্য আলাদা একটি বোর্ড তৈরি করা হবে বলে প্রস্তাব থাকছে এই ইস্তাহারে ৷

প্রতিটি ওয়ার্ড অফিসে বিশেষ ড্রপ-বক্স রাখার কথা বলা হচ্ছে বিজেপির ইস্তাহারে ৷ এই বিষয়ে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "8 ডিসেম্বর বিজেপির ইস্তাহার প্রকাশ হবে । এবারের ইস্তাহারে বিশেষ চমক থাকবে ৷"

কলকাতা, 4 ডিসেম্বর : আগামী 8 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation Election) জন্য ইস্তাহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি । জানা গিয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে নিজেদের ইস্তাহারে একধিক চমক ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির ৷

কী কী চমক থাকছে বিজেপির এই ইস্তাহারে? কলকাতার বাসিন্দাদের বকেয়া পৌরকর মুকুব নিয়ে বড় ঘোষণা থাকতে চলেছে বিজেপির ইস্তাহারে ৷ এছাড়াও চমকের তালিকায় থাকছে শহরবাসীর জন্য বিদ্যুৎ মাসুল কমানোর প্রস্তাব ৷ পাশাপাশি পৌরনিগমের 28 হাজার শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতিও থাকছে । বিজেপি কলকাতা পৌরনিগমের ক্ষমতায় এলে মূল কাজ হিসাবে কলকাতার 144টি ওয়ার্ডেই ড্রেন এর সংস্কার ও পৌরনিগমের ধুঁকতে থাকা সমস্ত স্কুলকে মডেল স্কুল তৈরি করার প্রস্তাব থাকছে এই ইস্তাহারে । এর মধ্যে একাধিক স্কুলকে ইংরেজি মাধ্যমে স্কুলে পরিণত করা হবে।

আরও পড়ুন : KMC Elections 2021 : শহরের পুরভোটে বামেদের অস্ত্র কাটমানি, দূষণ আর উঠোনে পাঠশালা

এছাড়াও, পৌর এলাকার প্রতিটি রাস্তা নতুন করে তৈরি করা, এলাকার প্রতিটি ওয়ার্ডে সৌরবিদ্যুৎ যুক্ত আলোর ব্যবস্থা করা, প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌচ্ছে দেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে বিজেপির ইস্তাহারে ৷ কলকাতার 144টি ওয়ার্ডের সমস্ত বস্তি এলাকাগুলির জন্য বিশেষ একটি ম্যাপ তৈরি করা ও প্রতিটি বস্তি এলাকার জন্য বিশেষ প্যাকেজ তৈরি করার কথা ঘোষণা করা হতে পারে । কলকাতা পৌরনিগমে বিজেপির বোর্ড গঠন হওয়ার পরই বস্তি উন্নয়ন-এর জন্য আলাদা একটি বোর্ড তৈরি করা হবে বলে প্রস্তাব থাকছে এই ইস্তাহারে ৷

প্রতিটি ওয়ার্ড অফিসে বিশেষ ড্রপ-বক্স রাখার কথা বলা হচ্ছে বিজেপির ইস্তাহারে ৷ এই বিষয়ে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "8 ডিসেম্বর বিজেপির ইস্তাহার প্রকাশ হবে । এবারের ইস্তাহারে বিশেষ চমক থাকবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.