কলকাতা, 29 মার্চ : দেশের অবিজেপি নেতৃত্বকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) দেশের আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । মঙ্গলবার রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Slams Mamata on her Letter to Opposition Leaders) ।
তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভারতীয় সংবিধানের রীতি নীতিকে ভেঙেছেন । তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিশ্বাস করে না । তৃণমূল কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ।’’
মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছে । মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, রাজ্যপাল-সহ সাংবিধানিক পদের বিরোধিতা করেছেন । মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রমাণ করল, তৃণমূল সার্বিকভাবে আইনি প্রক্রিয়া তথা আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ।’’ তিনি স্পষ্ট বলেন, ‘‘রাজ্যে সিবিআই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে ।’’
প্রসঙ্গত, বিরোধীদের এককাট্টা করতে অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিজেপি বিরোধী দলের নেতাদের চিঠি দিয়েছেন মুখ্য়মন্ত্রী । চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করছে বিজেপি । তিনি সব বিরোধীদের বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ।
সূত্রের খবর, কেসিআর, অরবিন্দ কেজরিওয়াল-সহ সব অবিজেপি মুখ্যমন্ত্রীকেই এই চিঠি পাঠিয়েছেন তিনি (Mamata Sends Letter to anti BJP Leaders of India) । এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সারদা কাণ্ডের তদন্তের আবেদনকারী কে ছিলেন? প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান । তাঁর আইনজীবী ছিলেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য ।”
মুখ্যমন্ত্রী যে অবিজেপি শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়ে চিঠি দিয়েছেন, সেই প্রসঙ্গে শমীকের বক্তব্য, ‘‘এই চিঠির কি উত্তর দেবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড় কিংবা কেরলের মুখ্যমন্ত্রী ? যেখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, বাংলার মানুষের স্বার্থে 355 ধারা প্রয়োগ করতে হবে ৷ আজ কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে তিনি কী প্রমাণ করতে চাইছেন ? বিচার ব্যবস্থার বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে পরোক্ষভাবে বাংলার আন্দোলনের কথা বলছেন । বাংলায় একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে ।’’