ETV Bharat / city

সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের - NHRC latest news today

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এই নিয়ে তারা রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই নিয়েই শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া ৷

bjp-slams-mamata-banerjee-on-nhrc-report-about-post-poll-violence
সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের
author img

By

Published : Jul 16, 2021, 4:00 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলল ভারতীয় জনতা পার্টি ৷ এক্ষেত্রে তাদের হাতিয়ার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ৷ শুক্রবার বিজেপির (BJP) তরফে গৌরব ভাটিয়া সাংবাদিক বৈঠক করে অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ব্যবস্থার উপর বিশ্বাস করেন না ৷

গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফলাফল প্রকাশিত হয়েছে ৷ ডাবল সেঞ্চুরি করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু 2 মে-র রাত থেকেই রাজ্য জুড়ে শাসক দলের হাতে বিরোধী নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির অভিযোগ ৷ যদিও তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷

আরও পড়ুন : Post Poll Violence : কমিশনের রিপোর্টে 'কুখ্যাত অপরাধী'দের তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন-সুফিয়ান

ফলে জল গড়ায় আদালতে ৷ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ গতকাল, বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তোলা হয় ৷ এমনকি, বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রীর নামের আগে ‘দুষ্কৃতী’ শব্দটি বসানো হয় ৷

তাই এই নিয়ে গতকাল থেকে হইচই চলছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি তোপ দেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তৃণমূলের তরফেও পালটা অভিযোগ তোলা হয়েছে ৷ আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টিকে একেবারে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এনে ফেলল গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসে সাংবাদিক বৈঠক করেন গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) ৷ জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) রিপোর্টের প্রসঙ্গ টেনে এনে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর অভিযোগ, এমন একটি সরকার ও এমন একজন নেত্রী জনতাকে সুবিচার কীভাবে পাইয়ে দেবেন ? মমতা হয়তো বিজেপির শীর্ষ নেতৃত্বকে ঘৃণা করেন, জয় শ্রীরাম শুনতে ভাল লাগে না তাঁর ৷ কিন্তু সংবিধানের নামে শপথ নিয়েছেন ৷ সেটা তো মনে রাখা উচিত ৷ মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সকল নাগরিকের প্রতি আপনি দায়বদ্ধ ৷ তিনি কাকে ভোট দিয়েছেন, তা বিচার্য হওয়া উচিত নয় ৷

তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিরে বিরোধী দলের দায়িত্ব দিয়েছে ৷ সেই দায়িত্ব পালন করে যাবে বিজেপি ৷ তাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি হলে, তাঁদের সঠিক পদক্ষেপ করা উচিত ৷

আরও পড়ুন : অধ্যক্ষের ঘরে তিন মিনিটে শেষ মুকুল-শুনানি, আদালতে যাচ্ছে বিজেপি

নয়াদিল্লি, 16 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলল ভারতীয় জনতা পার্টি ৷ এক্ষেত্রে তাদের হাতিয়ার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ৷ শুক্রবার বিজেপির (BJP) তরফে গৌরব ভাটিয়া সাংবাদিক বৈঠক করে অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ব্যবস্থার উপর বিশ্বাস করেন না ৷

গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফলাফল প্রকাশিত হয়েছে ৷ ডাবল সেঞ্চুরি করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু 2 মে-র রাত থেকেই রাজ্য জুড়ে শাসক দলের হাতে বিরোধী নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির অভিযোগ ৷ যদিও তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷

আরও পড়ুন : Post Poll Violence : কমিশনের রিপোর্টে 'কুখ্যাত অপরাধী'দের তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন-সুফিয়ান

ফলে জল গড়ায় আদালতে ৷ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ গতকাল, বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তোলা হয় ৷ এমনকি, বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রীর নামের আগে ‘দুষ্কৃতী’ শব্দটি বসানো হয় ৷

তাই এই নিয়ে গতকাল থেকে হইচই চলছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি তোপ দেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তৃণমূলের তরফেও পালটা অভিযোগ তোলা হয়েছে ৷ আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টিকে একেবারে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এনে ফেলল গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসে সাংবাদিক বৈঠক করেন গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) ৷ জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) রিপোর্টের প্রসঙ্গ টেনে এনে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর অভিযোগ, এমন একটি সরকার ও এমন একজন নেত্রী জনতাকে সুবিচার কীভাবে পাইয়ে দেবেন ? মমতা হয়তো বিজেপির শীর্ষ নেতৃত্বকে ঘৃণা করেন, জয় শ্রীরাম শুনতে ভাল লাগে না তাঁর ৷ কিন্তু সংবিধানের নামে শপথ নিয়েছেন ৷ সেটা তো মনে রাখা উচিত ৷ মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সকল নাগরিকের প্রতি আপনি দায়বদ্ধ ৷ তিনি কাকে ভোট দিয়েছেন, তা বিচার্য হওয়া উচিত নয় ৷

তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিরে বিরোধী দলের দায়িত্ব দিয়েছে ৷ সেই দায়িত্ব পালন করে যাবে বিজেপি ৷ তাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি হলে, তাঁদের সঠিক পদক্ষেপ করা উচিত ৷

আরও পড়ুন : অধ্যক্ষের ঘরে তিন মিনিটে শেষ মুকুল-শুনানি, আদালতে যাচ্ছে বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.