ETV Bharat / city

Corporation Election 2022 : রাত পোহালেই চার পৌরনিগমে ভোট, বিশেষ কন্ট্রোলরুম বিজেপির - Election of four Municipal Corporations

শনিবার ভোট হবে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরনিগমে (Municipal Corporations Election) ৷

Corporation Election 2022
রাত পোহালেই চার পৌরনিগমে ভোট, বিশেষ কন্ট্রোলরুম বিজেপির
author img

By

Published : Feb 11, 2022, 10:59 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : রাত পোহালেই শনিবার রাজ্যের 4 পৌরনিগমের নির্বাচন (Election of four Municipal Corporations) । বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর এই চার পৌরনিগমের ভোটের জন্য বিশেষ কন্টোল রুম খুলছে রাজ্য বিজেপি । জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই 4 পৌরনিগমে ভোটপর্ব চলাকালীন নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে ৷

ভোটে অশান্তির ঘটনা ঘটলে প্রয়োজনে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানাতেও যাবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ এরাজ্যের বিজেপির সাংসদরা । তৃণমূলের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের মাটি কামরে পড়ে থাকার নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তবে এই চার পৌরনিগমের ভোটে প্রতি বুথে পুলিং এজেন্ট দেওয়া বিজেপির কাছে এখন অগ্নিপরীক্ষা ।

ভোটে নজরদারী চালাতে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর এই চার পৌরনিগমের নির্বাচনের জন্য 4টি জেলাতেই বিশেষ কন্টোলরুম খোলা হয়েছে বিজেপির তরফে ৷ এখান থেকেই অভিযোগ যাবে রাজ্য নেতৃত্বের কাছে ৷ বিজেপি নেতা শিশির বাজরিয়াকে রাজ্যের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে । শিলিগুড়ি পৌরনিগম জন্য বিধায়ক শঙ্কর ঘোষ, আসনসোল পৌরনিগমের জন্য বিধায়ক অগ্নিমিত্রা পল ও জিতেন্দ্র তেওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে । বিধাননগর পৌরনিগমের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক বঙ্কিম ঘোষকে ৷ চন্দননগর পৌরনিগমের দায়িত্ব থাকবেন বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ ।

আরও পড়ুন : ভোট বৈতরণী পেরতে দাদা রথীনই ভরসা ভাই অরূপের

বিজেপির সূত্রে, শিলিগুড়ি ও আসানসোলে পৌরনিগমে বিজেপি কিছুটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে দিতে পারলেও বিধাননগর ও চন্দননগরে প্রতি বুথে পোলিং এজেন্ট বসানো নিয়ে তারা চিন্তায় ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের কারণে সব বুথে এজেন্ট বসানো সম্ভব হচ্ছে না । এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল । এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন করবে । কারণ তৃণমূলের বিরুদ্ধে ময়দানে আমরাই আছি । সিপিএম ও কংগ্রেসকে তো দেখাই যাচ্ছে না । 4টি পৌরনিগমে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা হলে বিজেপির ফল ভাল হবে ।"

কলকাতা, 11 ফেব্রুয়ারি : রাত পোহালেই শনিবার রাজ্যের 4 পৌরনিগমের নির্বাচন (Election of four Municipal Corporations) । বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর এই চার পৌরনিগমের ভোটের জন্য বিশেষ কন্টোল রুম খুলছে রাজ্য বিজেপি । জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই 4 পৌরনিগমে ভোটপর্ব চলাকালীন নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে ৷

ভোটে অশান্তির ঘটনা ঘটলে প্রয়োজনে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানাতেও যাবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ এরাজ্যের বিজেপির সাংসদরা । তৃণমূলের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের মাটি কামরে পড়ে থাকার নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তবে এই চার পৌরনিগমের ভোটে প্রতি বুথে পুলিং এজেন্ট দেওয়া বিজেপির কাছে এখন অগ্নিপরীক্ষা ।

ভোটে নজরদারী চালাতে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর এই চার পৌরনিগমের নির্বাচনের জন্য 4টি জেলাতেই বিশেষ কন্টোলরুম খোলা হয়েছে বিজেপির তরফে ৷ এখান থেকেই অভিযোগ যাবে রাজ্য নেতৃত্বের কাছে ৷ বিজেপি নেতা শিশির বাজরিয়াকে রাজ্যের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে । শিলিগুড়ি পৌরনিগম জন্য বিধায়ক শঙ্কর ঘোষ, আসনসোল পৌরনিগমের জন্য বিধায়ক অগ্নিমিত্রা পল ও জিতেন্দ্র তেওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে । বিধাননগর পৌরনিগমের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক বঙ্কিম ঘোষকে ৷ চন্দননগর পৌরনিগমের দায়িত্ব থাকবেন বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ ।

আরও পড়ুন : ভোট বৈতরণী পেরতে দাদা রথীনই ভরসা ভাই অরূপের

বিজেপির সূত্রে, শিলিগুড়ি ও আসানসোলে পৌরনিগমে বিজেপি কিছুটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে দিতে পারলেও বিধাননগর ও চন্দননগরে প্রতি বুথে পোলিং এজেন্ট বসানো নিয়ে তারা চিন্তায় ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের কারণে সব বুথে এজেন্ট বসানো সম্ভব হচ্ছে না । এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল । এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন করবে । কারণ তৃণমূলের বিরুদ্ধে ময়দানে আমরাই আছি । সিপিএম ও কংগ্রেসকে তো দেখাই যাচ্ছে না । 4টি পৌরনিগমে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা হলে বিজেপির ফল ভাল হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.