ETV Bharat / city

BJP-ruled States Follow Bengal: ঝড় ঠেকাতে বাংলার কৌশল অনুসরণ বিজেপি শাসিত গুজরাত-মহারাষ্ট্র-কর্নাটকের - বিজেপি শাসিত রাজ্য

ঝড় ঠেকাতে (Heavy storm) বাংলার কৌশলকে মডেল করছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত, মহারাষ্ট্র ও কর্নাটক ৷ এ ছাড়াও ওড়িশা, তামিলনাড়ু, কেরলও সেই পথে হাঁটছে (BJP-ruled States Follow Bengal)৷

BJP ruled Gujarat Maharashtra Karnataka follow Bengal strategy to prevent heavy storm
ঝড় ঠেকাতে বাংলার কৌশল অনুসরণ বিজেপি শাসিত গুজরাত-মহারাষ্ট্র-কর্নাটকের
author img

By

Published : Sep 21, 2022, 8:05 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: ঝড় ঠেকাতে (Heavy storm) বাংলার দ্বারস্থ 6 উপকূলবর্তী রাজ্য (BJP-ruled States Follow Bengal)। এখানেও এগিয়ে বাংলা । তাই এক্ষেত্র দেশের মডেল রাজ্য । ঘূর্ণিঝড় থেকে বাঁচতে রাজ্যের মডেলকেই এ বার অনুসরণ করতে চায় বিজেপি শাসিত গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য । তালিকায় রয়েছে ওড়িশা, তামিলনাড়ু, কেরলও ।

সাম্প্রতিক সময়ে বাংলার উপর আছড়ে পড়েছে একের পর এক ভয়ানক ঘূর্ণিঝড় । তবে সেগুলি বাংলায় বিশেষ ক্ষয়ক্ষতি করতে পারেনি ৷ কারণ বাংলার দক্ষিণ উপকূলে রয়েছে ম্যানগ্রোভের সারি । বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এই ম্যানগ্রোভ প্রাচীর হয়ে দাঁড়ায় ৷ যার ফলে অনেকাংশই রক্ষা পান বাংলার উপকূলের বাসিন্দারা ।

তবে বাংলার মতো ভাগ্যবান অন্য রাজ্য নয় । কারণ তাদের উপকূলবর্তী এলাকায় বাংলার মতো ম্যানগ্রোভের প্রাচীর নেই । তবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বাংলার এই কৌশলকে আয়ত্ত করতে চায় অন্য রাজ্য । আর সেই রাজ্যের তালিকায় রয়েছে বিজেপি শাসিত গুজরাত ৷ আছে বিজেপি শাসিত মহারাষ্ট্র ৷ আছে বিজেপি শাসিত কর্নাটক ।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এই রাজ্যগুলিকে ম্যানগ্রোভ প্রযুক্তি দিচ্ছে রাজ্য । ইতিমধ্যেই দফতরের প্রধান সচিব রাজীব কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি গিয়ে এই রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এসেছেন । কীভাবে তাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় তা থেকে মুক্তি পেতে পারেন তার উপায় বাতলেছেন । খুব শীঘ্রই আরও এক দফায় যাবেন রাজ্যের বিশেষজ্ঞরা । ম্যানগ্রোভের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয়, কীভাবে সেগুলিকে বড় করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেবেন তাঁরা ।

আরও পড়ুন: অশনি আগমনে কলকাতায় শুরু ভারী বর্ষণ ! আগামী দুদিন কোথায় কোথায় বৃষ্টি ?

মন্ত্রীর কথায়, "এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় নয় প্রকার ম্যানগ্রোভ রয়েছে । সবগুলি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই কার্যকরী ।" তিনি বলেন, "ইতিমধ্যেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে ৷ তা সত্ত্বেও আমরা 15 কোটি 54 লক্ষ 90 হাজার ম্যানগ্রোভ লাগিয়েছি । আগামী দিনে এই ম্যানগ্রোভই পারে একমাত্র প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে । আর সে কারণেই এর প্রয়োজনীয়তা বুঝে বাংলার শরণাপন্ন হচ্ছে অন্য রাজ্যগুলি ।"

কলকাতা, 21 সেপ্টেম্বর: ঝড় ঠেকাতে (Heavy storm) বাংলার দ্বারস্থ 6 উপকূলবর্তী রাজ্য (BJP-ruled States Follow Bengal)। এখানেও এগিয়ে বাংলা । তাই এক্ষেত্র দেশের মডেল রাজ্য । ঘূর্ণিঝড় থেকে বাঁচতে রাজ্যের মডেলকেই এ বার অনুসরণ করতে চায় বিজেপি শাসিত গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য । তালিকায় রয়েছে ওড়িশা, তামিলনাড়ু, কেরলও ।

সাম্প্রতিক সময়ে বাংলার উপর আছড়ে পড়েছে একের পর এক ভয়ানক ঘূর্ণিঝড় । তবে সেগুলি বাংলায় বিশেষ ক্ষয়ক্ষতি করতে পারেনি ৷ কারণ বাংলার দক্ষিণ উপকূলে রয়েছে ম্যানগ্রোভের সারি । বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এই ম্যানগ্রোভ প্রাচীর হয়ে দাঁড়ায় ৷ যার ফলে অনেকাংশই রক্ষা পান বাংলার উপকূলের বাসিন্দারা ।

তবে বাংলার মতো ভাগ্যবান অন্য রাজ্য নয় । কারণ তাদের উপকূলবর্তী এলাকায় বাংলার মতো ম্যানগ্রোভের প্রাচীর নেই । তবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বাংলার এই কৌশলকে আয়ত্ত করতে চায় অন্য রাজ্য । আর সেই রাজ্যের তালিকায় রয়েছে বিজেপি শাসিত গুজরাত ৷ আছে বিজেপি শাসিত মহারাষ্ট্র ৷ আছে বিজেপি শাসিত কর্নাটক ।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এই রাজ্যগুলিকে ম্যানগ্রোভ প্রযুক্তি দিচ্ছে রাজ্য । ইতিমধ্যেই দফতরের প্রধান সচিব রাজীব কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি গিয়ে এই রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এসেছেন । কীভাবে তাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় তা থেকে মুক্তি পেতে পারেন তার উপায় বাতলেছেন । খুব শীঘ্রই আরও এক দফায় যাবেন রাজ্যের বিশেষজ্ঞরা । ম্যানগ্রোভের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয়, কীভাবে সেগুলিকে বড় করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেবেন তাঁরা ।

আরও পড়ুন: অশনি আগমনে কলকাতায় শুরু ভারী বর্ষণ ! আগামী দুদিন কোথায় কোথায় বৃষ্টি ?

মন্ত্রীর কথায়, "এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় নয় প্রকার ম্যানগ্রোভ রয়েছে । সবগুলি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই কার্যকরী ।" তিনি বলেন, "ইতিমধ্যেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে ৷ তা সত্ত্বেও আমরা 15 কোটি 54 লক্ষ 90 হাজার ম্যানগ্রোভ লাগিয়েছি । আগামী দিনে এই ম্যানগ্রোভই পারে একমাত্র প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে । আর সে কারণেই এর প্রয়োজনীয়তা বুঝে বাংলার শরণাপন্ন হচ্ছে অন্য রাজ্যগুলি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.