বারাসত, 12 জানুয়ারি : CAA ও NRC -র প্রতিবাদে 9 জানুয়ারি মধ্যমগ্রামে মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঠিক 10 দিনের ব্যবধানে CAA-এর সমর্থনে বারাসত সদরে অভিনন্দন যাত্রার আয়োজন করতে চলেছে BJP । 19 জানুয়ারি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অভিনন্দন যাত্রা হবে ।
BJP-র এই অভিনন্দন যাত্রা মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু হবে । শেষ হবে বারাসতের চাঁপাডালি মোড় কিংবা কলোনি মোড়ে । বৃহস্পতিবার (9 জানুয়ারি) মধ্যমগ্রামের চৌমাথা থেকেই মিছিল শুর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিল শেষ হয় বারাসতের টেলিফোন এক্সচেঞ্জের অফিসে । একে মমতার পালটা কর্মসূচি হিসেবে মনে করছে রাজনৈতিক মহল । এই অভিনন্দন যাত্রায় রাজ্য BJP-র প্রথম সারির নেতারা থাকবেন বলে খবর ।
এই অভিনন্দন যাত্রাকে তৃণমূলের পালটা কর্মসূচি বলতে নারাজ BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় । তিনি বলেন, "BJP সর্বভারতীয় দল । তৃণমূলের মতো আঞ্চলিক দলকে দেখে আমরা কর্মসূচি গ্রহণ করি না । এটা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ।" পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে শংকর বাবু বলেন, "তৃণমূলের ঘোষিত নীতিই হল, BJP যেখানে মিছিল-সভা করবে সেখানেই তারা পালটা কর্মসূচি করবে । কিন্তু, আমাদের কাউকে দেখে মিছিল করতে হয়না । এটাই ওদের সঙ্গে আমাদের দলের পার্থক্য ।"
মিছিলের প্রশাসনিক অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, "অভিনন্দন যাত্রার কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই আমরা পুলিশের অনুমতি চেয়েছি । আশা করছি পুলিশ অনুমতি দেবে । পুলিশ অনুমতি না দিলেও ওই দিন দিলীপ ঘোষের নেতৃত্বে কর্মসূচি পালন করা হবে ।"
CAA-এর সমর্থনে দিলীপ ঘোষের এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে তৃণমূল । বারাসতের তৃণমূল সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, "9 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল হয়েছিল তাতে যেভাবে জনসমুদ্র আছড়ে পড়েছিল, এটা দেখেও কি দিলীপবাবুরা বুঝতে পারছেন না, রাজ্যের মানুষ NRC ও CAA চান না । এসব কর্মসূচির নামে গুন্ডামি বরদাস্ত করা হবেনা ।"
BJP-র অভিনন্দন যাত্রার আগেই বারাসতে আপাতত তৃণমূল-BJP তরজা শুরু হয়েছে । এই প্রেক্ষিতে 2019 সালের অভিনন্দন যাত্রা কতটা সাফল্য পায় তা দেখার পালা ।