কলকাতা, 27 মে : সাংসদ তহবিল (MPLad) থেকে বরাদ্দ করা টাকা খরচে অনীহা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসন ৷ এমনই অভিযোগ তুলেছেন বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা ৷ তাই এই ইসুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির (BJP MPs to lodge Complaint against Mamata Govt to President about MPLad) ৷
বিজেপি সূত্রে খবর, এবার বিজেপির 16 জন সাংসদই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে লিখিত অভিযোগ জানাবেন । খুব শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলায় বিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও দেবেন তাঁরা ৷ তাছাড়া রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) কাছেও এই নিয়ে অভিযোগ জানানোর পরিকল্পনা করেছেন বিজেপি সাংসদরা ৷
2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে হাতে মাত্র দু’বছর সময় ৷ কিন্তু বিজেপি সাংসদদের সাংসদ তহবিলের টাকা গড়ে 45 শতাংশ এখনও খরচ হয়নি । বিজেপির অভিযোগ, বিরোধী সাংসদ হওয়ায় এই টাকা বরাদ্দ করা হলেও জেলাশাসক, মহকুমা শাসক, এমনকি বিডিও-দের অসযোগিতায় তা খরচ হচ্ছে না ৷ সেই টাকা দ্রুত খরচ করার দাবিও জানানো হয়েছে । কিন্তু তার পরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷
বিজেপির সূত্রে খবর, অনেক জায়গাতেই একাধিক উন্নয়নমূলক বড় বড় প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্ত সেই টাকা ইচ্ছা করে জেলাশাসকরা আটকে রেখেছে বলে অভিযোগ বিজেপির । উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র পরিস্থিতি একই রকম বলে গেরুয়া শিবিরের দাবি ৷ শুধু লোকসভা নয় রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ৷
গেরুয়া শিবিরের বক্তব্য, বরাদ্দ করা অর্থ খরচ হয় সাধারণ মানুষের জন্য ৷ আর কোন প্রকল্প, কার তহবিলের টাকা খরচ করে কাজ হল, তা একটি ফলক বসিয়ে উল্লেখ করতে হয় ৷ বিজেপি সাংসদের টাকা খরচ করে এলাকায় উন্নয়ন করতে চায় না সরকার ৷ এটা করে আসলে মানুষকে বিজেপির বিরুদ্ধে উস্কাচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার ৷
এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার এটা জেনে বুঝেই করছেন । বিরোধী সাংসদদের কোটা টাকায় এলাকায় উন্নয়ন হলে বিজেপি যদি সুবিধা পেয়ে যায় । তাই তৃণমূলের নির্দেশেই জেলা শাসকরা বিজেপি সাংসদদের সঙ্গে দেখা পর্যন্ত করেন না । এতটাই চাপে প্রশাসন । তাই আমরা এটার প্রতিবাদ জানাব ৷"
আরও পড়ুন : BJP Social Media : নেতাদের সোশ্যাল মিডিয়ায় সড়গড় করতে প্রশিক্ষণের পরিকল্পনা বঙ্গ বিজেপির