ETV Bharat / city

Saumitra Khan : শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর - শুভেন্দু অধিকারী

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হয় ৷ সেইদিনই বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ফেসবুক লাইভ করে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ৷ সেই নিয়েই রবিবার তিনি ভুল স্বীকার করেন ৷

bjp-mp-offers-public-apology-after-angry-outbursts-against-two-senior-leaders
Saumitra Khan : শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর
author img

By

Published : Jul 26, 2021, 12:19 PM IST

Updated : Jul 26, 2021, 1:55 PM IST

কলকাতা, 26 জুলাই : ভুল স্বীকার করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ রবিবার প্রকাশ্যেই তিনি এই ভুল স্বীকার করেছেন ৷ এমাসের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিন সোশ্যাল মিডিয়ায় তিনি আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ তিনি সেই মন্তব্যের জেরেই ভুল স্বীকার করেছেন ৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন ৷

সৌমিত্র খাঁ বঙ্গ-বিজেপির যুব সভাপতি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভায় জায়গা না পেয়ে তিনি ক্ষোভে সেই পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু পরে শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন ৷ তার পর থেকে একেবারে প্রকাশ্যে দেখা যায়নি সৌমিত্রকে ৷

আরও পড়ুন : Saumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

রবিবার দলের যুব শাখার কার্যকারিণী সভায় উপস্থিত হয়েছিলেন ৷ সেখানেই তিনি বলেন, ‘‘ফেসবুকে মন্তব্য করা ভুল হয়েছিল ৷ তাই আমি ক্ষমা চাইছি ৷ আপনি আমায় ক্ষমা করে দিন ৷ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য আর করব না ৷’’

bjp-mp-offers-public-apology-after-angry-outbursts-against-two-senior-leaders
রবিবার দলের সভায় সৌমিত্র খাঁ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এদিনের সভায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সৌমিত্র ৷ নির্বাচনের আগে ও পরে তৃণমূল কংগ্রেস (Trinamool Comgress) রাজ্যে সন্ত্রাস ছড়িয়েছে বলে অভিযোগ করেন ৷ গত অক্টোবরে টিটাগড়ে খুন হওয়া বিজেপি (BJP) নেতা মণীশ শুক্লর খুনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন ৷

আরও পড়ুন : দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

একই সঙ্গে তাঁর দাবি, ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে 250 আসনে জয় একেবারে অসম্ভব নয় ৷ তিনি বলেন, ‘‘যদি তৃণমূল 211টি আসনে জিততে পারে, তাহলে ভবিষ্যতে আমরা কেন 250 আসনে জিততে পারব না ? আমাদের এগিয়ে যেতে হবে ৷ যারা দলকে নেতৃত্ব দেবেন তাঁদের দায়িত্ব নিতে হবে ৷’’

কী বললেন সৌমিত্র

প্রসঙ্গত, ফেসবুকে সৌমিত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ দিল্লি গিয়ে নেতাদের শুভেন্দু ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন ৷ বিধানসভায় যতটুকু সাফল্য এসেছে, তার কৃতিত্ব শুভেন্দু নিজে নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ এমনকী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলেছিলেন যে রাজ্য সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷

আরও পড়ুন : সৌমিত্র জোকার ? যুব মোর্চার রাজ্য সভাপতিকে কী বললেন দিলীপ

সোমবার এই নিয়ে ইটিভি ভারতকে সৌমিত্র খাঁ বলেছেন, ‘‘পরিবর্তন তো কিছু নেই ৷ পরিবর্তন হচ্ছে একটাই যে বাংলার যুব সমাজ আজকে কোনও চাকরি পাচ্ছে না ৷ সেখানে তৃণমূল কংগ্রেস বলছে খেলা হবে ৷ বাংলার চাষিরা কোনওরকম ভাবে সহযোগিতা পাচ্ছে না ৷ এর জন্য তো চুপ করে বসে থাকা যায় না ৷ তাই নতুন করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে যুব মোর্চা আন্দোলনে নামবে ৷ পশ্চিমবঙ্গ বাঁচাও আমাদের অভিযান হবে ৷ এবং আমরা আবার লড়াই শুরু করছি ৷’’

কলকাতা, 26 জুলাই : ভুল স্বীকার করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ রবিবার প্রকাশ্যেই তিনি এই ভুল স্বীকার করেছেন ৷ এমাসের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিন সোশ্যাল মিডিয়ায় তিনি আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ তিনি সেই মন্তব্যের জেরেই ভুল স্বীকার করেছেন ৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন ৷

সৌমিত্র খাঁ বঙ্গ-বিজেপির যুব সভাপতি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভায় জায়গা না পেয়ে তিনি ক্ষোভে সেই পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু পরে শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন ৷ তার পর থেকে একেবারে প্রকাশ্যে দেখা যায়নি সৌমিত্রকে ৷

আরও পড়ুন : Saumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

রবিবার দলের যুব শাখার কার্যকারিণী সভায় উপস্থিত হয়েছিলেন ৷ সেখানেই তিনি বলেন, ‘‘ফেসবুকে মন্তব্য করা ভুল হয়েছিল ৷ তাই আমি ক্ষমা চাইছি ৷ আপনি আমায় ক্ষমা করে দিন ৷ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য আর করব না ৷’’

bjp-mp-offers-public-apology-after-angry-outbursts-against-two-senior-leaders
রবিবার দলের সভায় সৌমিত্র খাঁ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এদিনের সভায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সৌমিত্র ৷ নির্বাচনের আগে ও পরে তৃণমূল কংগ্রেস (Trinamool Comgress) রাজ্যে সন্ত্রাস ছড়িয়েছে বলে অভিযোগ করেন ৷ গত অক্টোবরে টিটাগড়ে খুন হওয়া বিজেপি (BJP) নেতা মণীশ শুক্লর খুনের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন ৷

আরও পড়ুন : দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

একই সঙ্গে তাঁর দাবি, ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে 250 আসনে জয় একেবারে অসম্ভব নয় ৷ তিনি বলেন, ‘‘যদি তৃণমূল 211টি আসনে জিততে পারে, তাহলে ভবিষ্যতে আমরা কেন 250 আসনে জিততে পারব না ? আমাদের এগিয়ে যেতে হবে ৷ যারা দলকে নেতৃত্ব দেবেন তাঁদের দায়িত্ব নিতে হবে ৷’’

কী বললেন সৌমিত্র

প্রসঙ্গত, ফেসবুকে সৌমিত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ দিল্লি গিয়ে নেতাদের শুভেন্দু ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন ৷ বিধানসভায় যতটুকু সাফল্য এসেছে, তার কৃতিত্ব শুভেন্দু নিজে নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ এমনকী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলেছিলেন যে রাজ্য সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷

আরও পড়ুন : সৌমিত্র জোকার ? যুব মোর্চার রাজ্য সভাপতিকে কী বললেন দিলীপ

সোমবার এই নিয়ে ইটিভি ভারতকে সৌমিত্র খাঁ বলেছেন, ‘‘পরিবর্তন তো কিছু নেই ৷ পরিবর্তন হচ্ছে একটাই যে বাংলার যুব সমাজ আজকে কোনও চাকরি পাচ্ছে না ৷ সেখানে তৃণমূল কংগ্রেস বলছে খেলা হবে ৷ বাংলার চাষিরা কোনওরকম ভাবে সহযোগিতা পাচ্ছে না ৷ এর জন্য তো চুপ করে বসে থাকা যায় না ৷ তাই নতুন করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে যুব মোর্চা আন্দোলনে নামবে ৷ পশ্চিমবঙ্গ বাঁচাও আমাদের অভিযান হবে ৷ এবং আমরা আবার লড়াই শুরু করছি ৷’’

Last Updated : Jul 26, 2021, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.