ETV Bharat / city

Kolkata Durga Puja: ইউনেসকো'র স্বীকৃতির কৃতিত্ব পেতে মরিয়া বিজেপিও, আসরে অমিত-দিলীপ-শুভেন্দু

ইউনেসকো (UNESCO)-এর কাছ থেকে হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো (Kolkata Durga Puja) ৷ এবার সেই স্বীকৃতির কৃতিত্ব মোদি সরকারকে (Modi Government) দিতে আসরে নামলেন বিজেপি নেতারা ৷

BJP Leaders praise Modi Government for UNESCO Acknowledgement of Kolkata Durga Puja
Kolkata Dugra Puja: ইউনেস্কোর স্বীকৃতির কৃতিত্ব পেতে মরিয়া বিজেপি-ও, আসরে অমিত-দিলীপ-শুভেন্দু
author img

By

Published : Sep 1, 2022, 8:49 PM IST

Updated : Oct 21, 2022, 8:58 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতার দুর্গাপুজোকে (Kolkata Durga Puja) হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির পিছনে কৃতিত্ব কার ? এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা ৷ রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি-র এত দিন অভিযোগ ছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্বীকৃতির কৃতিত্ব নিজে নিতে চাইছেন ৷ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শহরে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ বুধবারই নবান্ন থেকে মমতা ঘোষণা করেন, ইউনেসকোকে ধন্যবাদ জানাতে এই শোভাযাত্রা করা হবে ৷ যার বিরোধিতায় বৃহস্পতিবার সকালেই সরব হয়েছিলেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এবার ইউনেসকোর স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা আরও স্পষ্ট করে মোদি সরকারকেই (Modi Government) দেওয়ার চেষ্টা করলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷

  • 1.1 Today the Mamata Govt. is marching for the UNESCO recognition of Durga Puja. The same government made various arguments to stop Durga Puja Visarjan and we had to go to the High Court for permission. pic.twitter.com/BFpafmbNwV

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন অমিত মালব্য একটি টুইট করেছেন ৷ সেখানে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি সংক্রান্ত একটি নথি পোস্ট করেছেন তিনি ৷ সেইসঙ্গে লিখেছেন, "শোভাযাত্রা আয়োজন করে এই সম্মানের পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন ৷ যদিও আসল ঘটনা হল, এই সম্মান পাওয়ার পিছনে তাঁর কোনও অবদান নেই ৷ এর নেপথ্য়ে রয়েছে সঙ্গীত নাট্য অ্য়াকাডেমি ৷ যা আদতে মোদি সরকারের অধীনস্ত একটি সংস্থা ৷" পরবর্তীতে অমিত মালব্যর এই টুইটটি রিটুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা ৷ এখানে বার্তা খুব স্পষ্ট ৷ মমতা নন, ইউনেসকোর কাছ থেকে এই স্বীকৃতি লাভের আসল কৃতিত্বের অধিকারী মোদি সরকার !

  • This procession is @mamataofficial's desperate attempt to divert attention from the corruption & scandals.
    Bengalis are smart people & realise that due to Sangeet Natak Akademi's efforts (Central Govt Institution) Durga Puja received UNESCO Intangible Cultural Heritage status. https://t.co/pjB1NQdXTL

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'সরকারি টাকায় ফূর্তি' হচ্ছে ! মাস পয়লার শোভাযাত্রা নিয়ে তোপ দিলীপের

তথ্য়াভিজ্ঞ মহলের দাবি অবশ্য অন্য ৷ তারা বলছে, এই স্বীকৃতি আদায়ের পিছনে রয়েছেন তপতী গুহঠাকুরতা নামে একজন বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক এবং তাঁর সহ-গবেষকরা ৷ তাঁকে যে কেন্দ্রীয় সরকারের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও সঠিক ৷ তবে, সেই দায়িত্ব মোদি সরকার তাঁকে দেয়নি ৷ বস্তুত, তপতী গত প্রায় 10 বছর ধরে কলকাতার দুর্গাপুজো নিয়ে কাজ করছেন ৷ কিন্তু, রাজনীতির কারবারিরা আপাতত ব্যস্ত স্বীকৃতি আদায়ের লড়াইয়ে পরস্পরকে কাৎ করতে ৷

দিলীপ ঘোষ যেমন অমিত মালব্যর টুইটটি রিটুইট করে সঙ্গে লিখেছেন, "আজ যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে 2 কোটিরও বেশি টাকা খরচ করে এই শোভাযাত্রা করা হচ্ছে, সেই তিনিই একবার দুর্গাপুজোর ভাসান বন্ধ করার চেষ্টা করেছিলেন ৷ তখন আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছিল ৷"

অন্যদিকে, শুভেন্দু অধিকারী অমিত মালব্য টুইটটি রিটুইট করে লিখেছেন, আসলে পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, রাজ্যবাসী অত বোকা নন ৷ তাঁরা সব বোঝেন ৷ তাঁরা জানেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সঙ্গীত নাট্য অ্য়াকাডেমির উদ্যোগেই কলকাতার দুর্গাপুজো এই স্বীকৃতি পেয়েছে ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতার দুর্গাপুজোকে (Kolkata Durga Puja) হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির পিছনে কৃতিত্ব কার ? এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা ৷ রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি-র এত দিন অভিযোগ ছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্বীকৃতির কৃতিত্ব নিজে নিতে চাইছেন ৷ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শহরে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ বুধবারই নবান্ন থেকে মমতা ঘোষণা করেন, ইউনেসকোকে ধন্যবাদ জানাতে এই শোভাযাত্রা করা হবে ৷ যার বিরোধিতায় বৃহস্পতিবার সকালেই সরব হয়েছিলেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এবার ইউনেসকোর স্বীকৃতির কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা আরও স্পষ্ট করে মোদি সরকারকেই (Modi Government) দেওয়ার চেষ্টা করলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷

  • 1.1 Today the Mamata Govt. is marching for the UNESCO recognition of Durga Puja. The same government made various arguments to stop Durga Puja Visarjan and we had to go to the High Court for permission. pic.twitter.com/BFpafmbNwV

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন অমিত মালব্য একটি টুইট করেছেন ৷ সেখানে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি সংক্রান্ত একটি নথি পোস্ট করেছেন তিনি ৷ সেইসঙ্গে লিখেছেন, "শোভাযাত্রা আয়োজন করে এই সম্মানের পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন ৷ যদিও আসল ঘটনা হল, এই সম্মান পাওয়ার পিছনে তাঁর কোনও অবদান নেই ৷ এর নেপথ্য়ে রয়েছে সঙ্গীত নাট্য অ্য়াকাডেমি ৷ যা আদতে মোদি সরকারের অধীনস্ত একটি সংস্থা ৷" পরবর্তীতে অমিত মালব্যর এই টুইটটি রিটুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা ৷ এখানে বার্তা খুব স্পষ্ট ৷ মমতা নন, ইউনেসকোর কাছ থেকে এই স্বীকৃতি লাভের আসল কৃতিত্বের অধিকারী মোদি সরকার !

  • This procession is @mamataofficial's desperate attempt to divert attention from the corruption & scandals.
    Bengalis are smart people & realise that due to Sangeet Natak Akademi's efforts (Central Govt Institution) Durga Puja received UNESCO Intangible Cultural Heritage status. https://t.co/pjB1NQdXTL

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'সরকারি টাকায় ফূর্তি' হচ্ছে ! মাস পয়লার শোভাযাত্রা নিয়ে তোপ দিলীপের

তথ্য়াভিজ্ঞ মহলের দাবি অবশ্য অন্য ৷ তারা বলছে, এই স্বীকৃতি আদায়ের পিছনে রয়েছেন তপতী গুহঠাকুরতা নামে একজন বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক এবং তাঁর সহ-গবেষকরা ৷ তাঁকে যে কেন্দ্রীয় সরকারের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও সঠিক ৷ তবে, সেই দায়িত্ব মোদি সরকার তাঁকে দেয়নি ৷ বস্তুত, তপতী গত প্রায় 10 বছর ধরে কলকাতার দুর্গাপুজো নিয়ে কাজ করছেন ৷ কিন্তু, রাজনীতির কারবারিরা আপাতত ব্যস্ত স্বীকৃতি আদায়ের লড়াইয়ে পরস্পরকে কাৎ করতে ৷

দিলীপ ঘোষ যেমন অমিত মালব্যর টুইটটি রিটুইট করে সঙ্গে লিখেছেন, "আজ যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে 2 কোটিরও বেশি টাকা খরচ করে এই শোভাযাত্রা করা হচ্ছে, সেই তিনিই একবার দুর্গাপুজোর ভাসান বন্ধ করার চেষ্টা করেছিলেন ৷ তখন আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছিল ৷"

অন্যদিকে, শুভেন্দু অধিকারী অমিত মালব্য টুইটটি রিটুইট করে লিখেছেন, আসলে পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, রাজ্যবাসী অত বোকা নন ৷ তাঁরা সব বোঝেন ৷ তাঁরা জানেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সঙ্গীত নাট্য অ্য়াকাডেমির উদ্যোগেই কলকাতার দুর্গাপুজো এই স্বীকৃতি পেয়েছে ৷

Last Updated : Oct 21, 2022, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.