ETV Bharat / city

BJP : তৃণমূল থেকে আসা কর্মীদের কতজন দল ছেড়েছেন, বৈঠকে হিসেব নিল বিজেপি - BJP Meeting

গত তিনদিন ধরে বিজেপির সাংগঠনিক বৈঠক চলছে ৷ আজ ছিল শেষ দিনে বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট, এই চারটি সাংগঠনিক জেলাকে নিয়ে আলোচনা হয় ।

bjp leaders making calculation on how many worker rejoin tmc from bjp
BJP : তৃণমূল থেকে আসা কর্মীদের কতজন দল ছেড়েছেন, বৈঠকে হিসেব নিল বঙ্গ-বিজেপি
author img

By

Published : Aug 25, 2021, 7:47 PM IST

কলকাতা, 25 অগস্ট : প্রতিটি সাংগঠনিক জেলায় কত জন বিজেপি কর্মী তৃণমূলে চলে গিয়েছেন ? আর কত জন আদি বিজেপি কর্মী বসে গিয়েছেন ? তার তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ । আজ, বুধবার বিজেপির হেস্টিংস অফিসে সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে দ্রুত রিপোর্ট তৈরি করে রাজ্য নেতৃত্বকে জমা দেওয়ার কথা বলা হয়েছে ।

বিজেপি সূত্রে খবর, ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের অধিকাংশই আবার ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন । আর আদি বিজেপি কর্মীরা বাড়িতে বসে গিয়েছেন । ব্যারাকপুর সংগঠনিক জেলায়, বীজপুর ও বসিরহাটে সব থেকে বেশি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক শুরু হয়েছে ।

আরও পড়ুন : Central Team in Bengal: কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল, ফের সংঘাতের শঙ্কা

বিজেপির হেস্টিংস অফিসে গত তিনদিন ধরে সাংগঠনিক বৈঠক চলছে ৷ আজ ছিল শেষ দিন । আজ বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট, এই চারটি সাংগঠনিক জেলাকে নিয়ে প্রথমার্ধে আলোচনা হয় । এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘এটা আমাদের সাংগঠনিক বৈঠক । দলের বিস্তারিত রিপোর্ট নেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে ।’’

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে ওই সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে সমন্বয় আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে । দলের কাজে বেশি করে সময় দেওয়ার নির্দেশও দেন শিবপ্রকাশ । তেমনই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সেখানকার সংগঠনের কাজে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ।

আরও পড়ুন : Kulti Bomb: কুলটিতে বাস থেকে উদ্ধার 30টি বোমা

বিজেপি সূত্রে খবর, বিজেপির মূল লক্ষ্য বসে যাওয়া বিজেপি কর্মীদের কীভাবে বুথমুখী করা যায় । সেই বিষয়ে দ্রুত ভাবনাচিন্তা করতে চাইছে দল । এই বিষয়ে বৈঠকে শিবপ্রকাশ সাংগঠনিক জেলা সভাপতিদের সর্তক করে দেন ।

2021-এর বিধানসভা নির্বাচন নিয়ে ডাকা এই পর্যালোচনা বৈঠকে আগামী পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভার উপ নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য এখন থেকে কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির ৷

আরও পড়ুন : Anubrata Mondal : বিশ্বভারতীর উপাচার্যকে বাড়িতে ঘেরাওয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি অনুব্রতর

সূত্রের খবর, নেতা-কর্মীদের আবার নতুনভাবে দলীয় কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব । শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, অমিতভ চক্রবর্তী সাংগঠনিক জেলা সভাপতিদের সব সমস্যা দূরে রেখে আবার নতুন করে সংগঠনকে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ।

কলকাতা, 25 অগস্ট : প্রতিটি সাংগঠনিক জেলায় কত জন বিজেপি কর্মী তৃণমূলে চলে গিয়েছেন ? আর কত জন আদি বিজেপি কর্মী বসে গিয়েছেন ? তার তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ । আজ, বুধবার বিজেপির হেস্টিংস অফিসে সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে দ্রুত রিপোর্ট তৈরি করে রাজ্য নেতৃত্বকে জমা দেওয়ার কথা বলা হয়েছে ।

বিজেপি সূত্রে খবর, ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের অধিকাংশই আবার ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন । আর আদি বিজেপি কর্মীরা বাড়িতে বসে গিয়েছেন । ব্যারাকপুর সংগঠনিক জেলায়, বীজপুর ও বসিরহাটে সব থেকে বেশি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক শুরু হয়েছে ।

আরও পড়ুন : Central Team in Bengal: কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল, ফের সংঘাতের শঙ্কা

বিজেপির হেস্টিংস অফিসে গত তিনদিন ধরে সাংগঠনিক বৈঠক চলছে ৷ আজ ছিল শেষ দিন । আজ বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট, এই চারটি সাংগঠনিক জেলাকে নিয়ে প্রথমার্ধে আলোচনা হয় । এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘এটা আমাদের সাংগঠনিক বৈঠক । দলের বিস্তারিত রিপোর্ট নেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে ।’’

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে ওই সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে সমন্বয় আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে । দলের কাজে বেশি করে সময় দেওয়ার নির্দেশও দেন শিবপ্রকাশ । তেমনই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সেখানকার সংগঠনের কাজে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ।

আরও পড়ুন : Kulti Bomb: কুলটিতে বাস থেকে উদ্ধার 30টি বোমা

বিজেপি সূত্রে খবর, বিজেপির মূল লক্ষ্য বসে যাওয়া বিজেপি কর্মীদের কীভাবে বুথমুখী করা যায় । সেই বিষয়ে দ্রুত ভাবনাচিন্তা করতে চাইছে দল । এই বিষয়ে বৈঠকে শিবপ্রকাশ সাংগঠনিক জেলা সভাপতিদের সর্তক করে দেন ।

2021-এর বিধানসভা নির্বাচন নিয়ে ডাকা এই পর্যালোচনা বৈঠকে আগামী পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভার উপ নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য এখন থেকে কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির ৷

আরও পড়ুন : Anubrata Mondal : বিশ্বভারতীর উপাচার্যকে বাড়িতে ঘেরাওয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি অনুব্রতর

সূত্রের খবর, নেতা-কর্মীদের আবার নতুনভাবে দলীয় কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব । শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, অমিতভ চক্রবর্তী সাংগঠনিক জেলা সভাপতিদের সব সমস্যা দূরে রেখে আবার নতুন করে সংগঠনকে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.