ETV Bharat / city

CBI arrests Anubrata Mondal: 'অনুব্রত দুষ্কৃতী, এবার মাথায় অক্সিজেন ভালো পৌঁছবে', কেষ্টর গ্রেফতারিতে মমতাকে বিঁধে আক্রমণ বিজেপির

author img

By

Published : Aug 11, 2022, 12:20 PM IST

Updated : Aug 11, 2022, 1:59 PM IST

গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI Arrests Anubrata Mandal in Cattle Smuggling Case) ৷ তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে কেষ্টর বিরুদ্ধে ৷

bjp leaders tweet
অনুব্রতর গ্রেফতারিতে মমতাকে একযোগে আক্রমণ বিজেপি নেতৃত্বের

কলকাতা, 11 অগস্ট: গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI Arrests Anubrata Mandal in Cattle Smuggling Case) ৷ তাঁর এই গ্রেফতারির সঙ্গে সঙ্গেই ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব ৷ অনুব্রতকে প্রশ্রয় দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করেছেন অমিত মালব্য, সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা ৷

এদিন টুইটে অনুব্রত মণ্ডলকে সরাসরি 'দুষ্কৃতী' বলে আক্রমণ করেছেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ৷ তিনি লিখেছেন, "অনুব্রত মণ্ডলের মতো দুষ্কৃতীদের পৃষ্ঠপোষকতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যাঁরা অপরাধ করে তাদের নিরাপত্তা দেন ৷ পার্থ চট্টোপাধ্যায় হোন বা অনুব্রত মণ্ডল, এর দায় বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷"

আরও পড়ুন: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

অনুব্রতর গ্রেফতারিতে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তাঁর কটাক্ষ, "বন্যরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে সুন্দর ৷ তৃণমূলের সবাই চোর ৷ অনেক লুকোচুরি খেলেছেন অনুব্রত, এবার জেলা তাঁর মাথায় অক্সিজেন ভালো পৌঁছোবে ৷" টুইটে সুকান্ত লিখেছেন, "গরু পাচারের সময় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে ছিলেন ৷ ধীরে ধীরে এই পাচারকাণ্ডের মাথারা গ্রেফতার হচ্ছেন ৷"

অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

অনুব্রতর গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, "বীরভূমের মতো গরিব জেলাকে শোষণ করেছেন অনুব্রত ৷ সেই হাহাকারের ফল ভুগতে হবে তাঁকে ৷ অক্সিজেন কম থাকতেই এতকিছু করেছেন, ঠিক থাকলে কী কী করত ! অনেক নাটক দেখেছি আমরা ৷ দুর্জনের ছলের অভাব হয় না ৷"

  • Mamata Banerjee patronises criminals like Anubroto Mondal. As Chief Minister and Home Minister of West Bengal, she gives state protection to those who operate crime and extortion syndicates under her watch. Partha Chaterjee or Anubroto Mondal, the buck stops at Mamata Banerjee. https://t.co/fNRKSwV4fh

    — Amit Malviya (@amitmalviya) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "বীরভূম আজ পাপমুক্ত হল ৷ গরু, কয়লা, বালি পাচারের টাকা যার পকেটে গিয়েছে এবং যে সমস্ত পাপের সঙ্গে জড়িত সেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বীরভূমবাসী খুশি ।"

আরেক বিজেপি নেতা রাহুল সিনহার কথায়, "সিবিআই যা করেছে ঠিক করেছে ৷ বীরভূমে ত্রাসের সৃষ্টি করেছিলেন অনুব্রত ৷ চোরের মতো পালিয়েও বাঁচতে পারলেন না ৷ বঙ্গবাসী চান অনুব্রত মণ্ডলের সাজা হোক ৷"

কলকাতা, 11 অগস্ট: গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI Arrests Anubrata Mandal in Cattle Smuggling Case) ৷ তাঁর এই গ্রেফতারির সঙ্গে সঙ্গেই ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব ৷ অনুব্রতকে প্রশ্রয় দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করেছেন অমিত মালব্য, সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা ৷

এদিন টুইটে অনুব্রত মণ্ডলকে সরাসরি 'দুষ্কৃতী' বলে আক্রমণ করেছেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ৷ তিনি লিখেছেন, "অনুব্রত মণ্ডলের মতো দুষ্কৃতীদের পৃষ্ঠপোষকতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যাঁরা অপরাধ করে তাদের নিরাপত্তা দেন ৷ পার্থ চট্টোপাধ্যায় হোন বা অনুব্রত মণ্ডল, এর দায় বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷"

আরও পড়ুন: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

অনুব্রতর গ্রেফতারিতে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তাঁর কটাক্ষ, "বন্যরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে সুন্দর ৷ তৃণমূলের সবাই চোর ৷ অনেক লুকোচুরি খেলেছেন অনুব্রত, এবার জেলা তাঁর মাথায় অক্সিজেন ভালো পৌঁছোবে ৷" টুইটে সুকান্ত লিখেছেন, "গরু পাচারের সময় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে ছিলেন ৷ ধীরে ধীরে এই পাচারকাণ্ডের মাথারা গ্রেফতার হচ্ছেন ৷"

অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

অনুব্রতর গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, "বীরভূমের মতো গরিব জেলাকে শোষণ করেছেন অনুব্রত ৷ সেই হাহাকারের ফল ভুগতে হবে তাঁকে ৷ অক্সিজেন কম থাকতেই এতকিছু করেছেন, ঠিক থাকলে কী কী করত ! অনেক নাটক দেখেছি আমরা ৷ দুর্জনের ছলের অভাব হয় না ৷"

  • Mamata Banerjee patronises criminals like Anubroto Mondal. As Chief Minister and Home Minister of West Bengal, she gives state protection to those who operate crime and extortion syndicates under her watch. Partha Chaterjee or Anubroto Mondal, the buck stops at Mamata Banerjee. https://t.co/fNRKSwV4fh

    — Amit Malviya (@amitmalviya) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "বীরভূম আজ পাপমুক্ত হল ৷ গরু, কয়লা, বালি পাচারের টাকা যার পকেটে গিয়েছে এবং যে সমস্ত পাপের সঙ্গে জড়িত সেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বীরভূমবাসী খুশি ।"

আরেক বিজেপি নেতা রাহুল সিনহার কথায়, "সিবিআই যা করেছে ঠিক করেছে ৷ বীরভূমে ত্রাসের সৃষ্টি করেছিলেন অনুব্রত ৷ চোরের মতো পালিয়েও বাঁচতে পারলেন না ৷ বঙ্গবাসী চান অনুব্রত মণ্ডলের সাজা হোক ৷"

Last Updated : Aug 11, 2022, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.