কলকাতা, 27 জানুয়ারি : রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিকাশ ভবনে যাওয়ার পথে পুলিশের বাধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ শুভেন্দুর ৷ তারই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মূর্খ বলে আক্রমণ শানালেন তিনি ৷
ফের পুলিশি বাধার মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে ৷ রাজ্যে দ্রুত স্কুল-কলেজ খুলতে হবে এই দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল ৷ অভিযোগ মাঝ পথে তাঁদের পথ আটকায় পুলিশ ৷ বচসা শুরু হয়ে যায় দু'পক্ষের ৷ এদিন শুভেন্দুর সঙ্গে আরও 10 জন বিধায়ক ছিলেন প্রিতিনিধি হলে, প্রতিবাদে তাঁরা প্রত্যেকেই রাস্তায় বসে পড়েন ৷ পরে রাজ্যকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন (Suvendu Adhikari Criticises WB Government), "15টি রাজ্য কোভিড বিধি মেনে স্কুল খুলেছে । তবে এরাজ্যে 200 লোক নিয়ে বিয়ে বাড়ি হতে পারে, 30 জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হতে পারে না । পাড়ায় শিক্ষালয় একজনের মস্তিষ্ক প্রসূত, তিনি নবান্নের 14 তলায় বসে এটা করতে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মূর্খ ৷"
আরও পড়ুন : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের
শুভেন্দু অধিকারি এদিন আরও বলেন, "স্কুলশিক্ষা সচিবের অনুমতি নিয়েই আমি এখানে এসেছিলাম । শিক্ষাতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে এখানে । তার জন্য প্রতিদিনই হাইকোর্টে এই সরকার কানমোলা খাচ্ছে । 2014 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরিক্ষা হয়নি । 80 লক্ষ পরীক্ষার্থীকে ধ্বংস করেছে এই সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে । কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের সব টাকা মেরে নেয়, এই সরকার 9 লক্ষ 26 হাজার কেজি মিড ডে মিল এর চাল চুরি করেছে । জেলাতে ইন্টারনেট নেই । গ্রাম বাংলায় বেশীরভাগ ছাত্র- ছাত্রীরা বলছে ট্যাব নেই, কম্পিউটার নেই । তাহলে কী ভাবে অন- লাইন ক্লাস হবে । কোথায় নিয়ে গিয়েছে রাজ্যটাকে । আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে এই সরকার । শুধু এটা বলতে এসেছিলাম শিক্ষা সচিবকে যে স্কুল-কলেজটা খুলে দিন ।"