ETV Bharat / city

Dilip Ghosh : তৃণমূল নেতারা তালিবানের মতো ব্যবহার করছেন, কটাক্ষ দিলীপের - TMC

আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা দেখানো উচিত বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা তালিবানের মতো ব্যবহার করছেন ।

bjp-leader-dilip-ghosh-said-that-tmc-leaders-are-behaving-like-taliban
তৃণমূল নেতারা তালিবানের মতো ব্যবহার করছেন, কটাক্ষ দিলীপের
author img

By

Published : Aug 26, 2021, 4:31 PM IST

কলকাতা, 26 অগস্ট : শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা থেকে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ যে শিক্ষিকারা আত্মহত্যার চেষ্টা করলেন, তাঁদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা দেখানো উচিত বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা তালিবানের (Taliban) মতো ব্যবহার করছেন ।

দিলীপের দাবি, ‘‘কতটা হতাশ হলে মানুষ প্রকাশ্যে অফিসের সামনে এসে বিষ খায় । কমপক্ষে সহমর্মিতা দেখান । আপনারা দিতে পারবেন না আমারা জানি ।’’ আর এই নিয়ে অমানবিক কথা বলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর আরও বক্তব্য, ‘‘এরাজ্যে শিক্ষকদের কী অবস্থা ? বিষ খেতে হচ্ছে বেতন পাচ্ছেন না বলে । তাঁরা যেহেতু সরকারের বিরোধিতা করেছেন, তাঁদের বদলি করে দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন : Sayantan Basu : পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সায়ন্তন বসুর

এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ত্রিপুরার (Tripura) প্রসঙ্গ ৷ তাঁর দাবি, সিপিএমের ভুল নীতির জন্য ওই রাজ্যে অনেকের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ আদালতও এই নিয়ে নির্দেশ দিয়েছিল ৷ তার পর বিষয়টি মানবিক দিক দিয়ে দেখে সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) পুরো পরিস্থিতি সামলেছেন ৷

শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন সমর্থন না করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘সরকার যখন কথা শোনেন না তখন মানুষ আন্দোলন করে । কোর্টে যায় । আমার মনে হয়, সব রাস্তা পার হয়ে গিয়েছে । যখন তাঁরা বিষ খেয়ে প্রকাশ্যে আত্মহত্যা করতে যাচ্ছেন ।’’

আরও পড়ুন : BJP : তৃণমূল থেকে আসা কর্মীদের কতজন দল ছেড়েছেন, বৈঠকে হিসেব নিল বিজেপি

যে শিক্ষিকারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাঁদের বিজেপি বলে অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এই নিয়ে দিলীপের বক্তব্য, ‘‘তাঁদের বিজেপির ছাপ মেরে দেওয়া হচ্ছে । অন্যায়ের প্রতিবাদ করলেই বিজেপির তকমা দেবেন ? তাঁরা কী বলেছেন আমরা বিজেপির । আমি তো নিজেই জানি না তাঁরা বিজেপির লোক কি না ? ওই সংগঠনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ।’’

একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, রাজ্যের বেশ কিছু আসনে বকেয়া পড়ে থাকা উপনির্বাচন নিয়ে ৷ তাঁর বক্তব্য, উপনির্বাচন করতে হলে আগে স্কুল-কলেজ, লোকাল ট্রেন সব চালু করতে হবে ৷ মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য তাড়াহুড়ো করছেন বলে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমাদেরও একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন । আপনি না থাকলে বাংলাটা ডুবে যাবে নাকি ? গদি ছাড়ুন না, তা তো ছাড়বেন না ।’’

আরও পড়ুন : Dilip Ghosh : তৃণমূল শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও সুরক্ষিত নয়, বললেন দিলীপ

এদিকে মেদিনীপুরে আম আদমি পোস্টারে ছেয়ে যাচ্ছে । বিজেপির কায়দায় চলছে সদস্য সংগ্রহের কাজ ৷ এই নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘আমার মনে হয় তৃণমূলের কিছু লোকজন মনে করছেন আমরা কমজোর হচ্ছি । বিজেপিকেও কমজোর করতে হবে । তাই কোথাও মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছে, কোথাও আম আদমি পার্টি পাওয়া যাচ্ছে । পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন ।’’

কলকাতা, 26 অগস্ট : শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা থেকে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ যে শিক্ষিকারা আত্মহত্যার চেষ্টা করলেন, তাঁদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা দেখানো উচিত বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতারা তালিবানের (Taliban) মতো ব্যবহার করছেন ।

দিলীপের দাবি, ‘‘কতটা হতাশ হলে মানুষ প্রকাশ্যে অফিসের সামনে এসে বিষ খায় । কমপক্ষে সহমর্মিতা দেখান । আপনারা দিতে পারবেন না আমারা জানি ।’’ আর এই নিয়ে অমানবিক কথা বলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর আরও বক্তব্য, ‘‘এরাজ্যে শিক্ষকদের কী অবস্থা ? বিষ খেতে হচ্ছে বেতন পাচ্ছেন না বলে । তাঁরা যেহেতু সরকারের বিরোধিতা করেছেন, তাঁদের বদলি করে দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন : Sayantan Basu : পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সায়ন্তন বসুর

এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ত্রিপুরার (Tripura) প্রসঙ্গ ৷ তাঁর দাবি, সিপিএমের ভুল নীতির জন্য ওই রাজ্যে অনেকের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ আদালতও এই নিয়ে নির্দেশ দিয়েছিল ৷ তার পর বিষয়টি মানবিক দিক দিয়ে দেখে সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) পুরো পরিস্থিতি সামলেছেন ৷

শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন সমর্থন না করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘সরকার যখন কথা শোনেন না তখন মানুষ আন্দোলন করে । কোর্টে যায় । আমার মনে হয়, সব রাস্তা পার হয়ে গিয়েছে । যখন তাঁরা বিষ খেয়ে প্রকাশ্যে আত্মহত্যা করতে যাচ্ছেন ।’’

আরও পড়ুন : BJP : তৃণমূল থেকে আসা কর্মীদের কতজন দল ছেড়েছেন, বৈঠকে হিসেব নিল বিজেপি

যে শিক্ষিকারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাঁদের বিজেপি বলে অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এই নিয়ে দিলীপের বক্তব্য, ‘‘তাঁদের বিজেপির ছাপ মেরে দেওয়া হচ্ছে । অন্যায়ের প্রতিবাদ করলেই বিজেপির তকমা দেবেন ? তাঁরা কী বলেছেন আমরা বিজেপির । আমি তো নিজেই জানি না তাঁরা বিজেপির লোক কি না ? ওই সংগঠনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ।’’

একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, রাজ্যের বেশ কিছু আসনে বকেয়া পড়ে থাকা উপনির্বাচন নিয়ে ৷ তাঁর বক্তব্য, উপনির্বাচন করতে হলে আগে স্কুল-কলেজ, লোকাল ট্রেন সব চালু করতে হবে ৷ মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য তাড়াহুড়ো করছেন বলে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমাদেরও একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন । আপনি না থাকলে বাংলাটা ডুবে যাবে নাকি ? গদি ছাড়ুন না, তা তো ছাড়বেন না ।’’

আরও পড়ুন : Dilip Ghosh : তৃণমূল শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও সুরক্ষিত নয়, বললেন দিলীপ

এদিকে মেদিনীপুরে আম আদমি পোস্টারে ছেয়ে যাচ্ছে । বিজেপির কায়দায় চলছে সদস্য সংগ্রহের কাজ ৷ এই নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘আমার মনে হয় তৃণমূলের কিছু লোকজন মনে করছেন আমরা কমজোর হচ্ছি । বিজেপিকেও কমজোর করতে হবে । তাই কোথাও মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছে, কোথাও আম আদমি পার্টি পাওয়া যাচ্ছে । পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.