ETV Bharat / city

Dilip Ghosh : মমতার সরকারের কাছে পেট্রোপণ্যে সেস কমানোর দাবি দিলীপের - Trinamool Congress

পেট্রোপণ্যের উপর আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পথে হেঁটেছে বেশ কয়েকটি রাজ্যও ৷ তাই বাংলার সরকারও একই সিদ্ধান্ত নিক, এমনটাই দাবি বিজেপির দিলীপ ঘোষের ৷

bjp leader dilip ghosh demand that mamata banerjee government should reduce tax on petrol diesel
Dilip Ghosh : মমতার সরকারের কাছে পেট্রোপণ্যে সেস কমানোর দাবি দিলীপের
author img

By

Published : Nov 4, 2021, 5:24 PM IST

নিউটাউন, 4 নভেম্বর : দীপাবলির উপহার হিসেবে পেট্রোপণ্যের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর পর রাজ্য সরকারেরও পেট্রোপণ্যের উপর নেওয়া কর কমানো উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাই বৃহস্পতিবার সকালে বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি রাজ্য সরকারের কাছে পেট্রোপণ্যের উপর কর কমানোর দাবি তুলেছেন ৷

গতকাল, বুধবার সন্ধ্যায় খবর মেলে যে, পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর ধার্য হওয়া আবগারি শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ পেট্রলে লিটার পিছু 5 টাকা ও ডিজেলে লিটার পিছু 10 টাকা করে কমানো হয়েছে ৷ কেন্দ্রের পথ অনুসরণ করে বেশ কয়েকটি রাজ্যও পেট্রল-ডিজেলে কর কমিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে এখনও পর্যন্ত তেমন কিছু ঘোষণা করা হয়নি ৷

আরও পড়ুন : Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য

সেই কারণে দিলীপ ঘোষের দাবি, দাম বাড়ছে বলে অনেকদিন ধরে সবাই বলছেন ৷ কেন্দ্রীয় সরকার কমিয়েছে ৷ রাজ্য সরকার বা অন্যান্য পার্টি যারা সমালোচনা করছে, তাদের ওই রাস্তায় হাঁটা উচিত মানুষের কষ্ট কমানোর জন্য ৷ শুধু কেন্দ্র কমালে হবে না ৷ রাজ্যের যে সেস আছে, সেটাও কমানো উচিত ৷

এছাড়া এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলিকে কম টাকা দেওয়া হচ্ছে ৷ প্রায় ছ’মাস ধরে কোনও টাকাই দেওয়া হয়নি ৷ একটা হাসপাতালে 67 কোটি টাকা বাকি আছে বলে তারা হাইকোর্টে যাবে বলছে । সরকারের কাছে যদি টাকা না থাকে, তাহলে কার্ড দিয়েছে কেন ?

আরও পড়ুন : Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর

করোনা নিয়ে কালীপুজোয় মানুষকে সতর্ক থাকতে বলেছেন তিনি ৷ তবে এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন দিলীপ ঘোষ ৷ প্রশাসন কড়া পদক্ষেপ না করলে পরিস্থিতি আগের মতো খারাপ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷

দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ জেএমবি সন্দেহে একজনকে গ্রেফতার করেছে ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গ জঙ্গি-গ্যাংস্টারদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ৷ পঞ্জাব থেকে এসে নিউটাউনে লুকিয়ে থাকছে গ্যাংস্টার ৷ বাংলাদেশের যত জঙ্গি আল-কায়দা, জেএমবি সবাই এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে ৷ কারণ, এখানকার সরকার এদের প্রতি নরম মনোভাব দেখায় ।’’

Dilip Ghosh : মমতার সরকারের কাছে পেট্রোপণ্যে সেস কমানোর দাবি দিলীপের

আরও পড়ুন : Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর

এই ধরনের অনুপ্রবেশ আটকাতেই বিএসএফের (BSF) এক্তিয়ারের সীমা সীমান্ত থেকে 50 কিলোমিটার করা হয়েছে বলে দিলীপ ঘোষের দাবি ৷ কিন্তু বাংলার তৃণমূল পরিচালিত সরকার তার বিরোধিতা করছে বলে তিনি অভিযোগ করেছেন ৷

তাঁর দাবি, এখানকার সরকার চায় না যে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আসা বন্ধ হোক ৷ কেন্দ্রের চেষ্টায় দেশের অন্য অংশে সীমান্ত সুরক্ষিত হয়েছে ৷ কিন্তু বাংলায় হচ্ছে না ৷ কারণ, এখানে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

নিউটাউন, 4 নভেম্বর : দীপাবলির উপহার হিসেবে পেট্রোপণ্যের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর পর রাজ্য সরকারেরও পেট্রোপণ্যের উপর নেওয়া কর কমানো উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাই বৃহস্পতিবার সকালে বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি রাজ্য সরকারের কাছে পেট্রোপণ্যের উপর কর কমানোর দাবি তুলেছেন ৷

গতকাল, বুধবার সন্ধ্যায় খবর মেলে যে, পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর ধার্য হওয়া আবগারি শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ পেট্রলে লিটার পিছু 5 টাকা ও ডিজেলে লিটার পিছু 10 টাকা করে কমানো হয়েছে ৷ কেন্দ্রের পথ অনুসরণ করে বেশ কয়েকটি রাজ্যও পেট্রল-ডিজেলে কর কমিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে এখনও পর্যন্ত তেমন কিছু ঘোষণা করা হয়নি ৷

আরও পড়ুন : Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য

সেই কারণে দিলীপ ঘোষের দাবি, দাম বাড়ছে বলে অনেকদিন ধরে সবাই বলছেন ৷ কেন্দ্রীয় সরকার কমিয়েছে ৷ রাজ্য সরকার বা অন্যান্য পার্টি যারা সমালোচনা করছে, তাদের ওই রাস্তায় হাঁটা উচিত মানুষের কষ্ট কমানোর জন্য ৷ শুধু কেন্দ্র কমালে হবে না ৷ রাজ্যের যে সেস আছে, সেটাও কমানো উচিত ৷

এছাড়া এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলিকে কম টাকা দেওয়া হচ্ছে ৷ প্রায় ছ’মাস ধরে কোনও টাকাই দেওয়া হয়নি ৷ একটা হাসপাতালে 67 কোটি টাকা বাকি আছে বলে তারা হাইকোর্টে যাবে বলছে । সরকারের কাছে যদি টাকা না থাকে, তাহলে কার্ড দিয়েছে কেন ?

আরও পড়ুন : Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর

করোনা নিয়ে কালীপুজোয় মানুষকে সতর্ক থাকতে বলেছেন তিনি ৷ তবে এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন দিলীপ ঘোষ ৷ প্রশাসন কড়া পদক্ষেপ না করলে পরিস্থিতি আগের মতো খারাপ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷

দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ জেএমবি সন্দেহে একজনকে গ্রেফতার করেছে ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গ জঙ্গি-গ্যাংস্টারদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ৷ পঞ্জাব থেকে এসে নিউটাউনে লুকিয়ে থাকছে গ্যাংস্টার ৷ বাংলাদেশের যত জঙ্গি আল-কায়দা, জেএমবি সবাই এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে ৷ কারণ, এখানকার সরকার এদের প্রতি নরম মনোভাব দেখায় ।’’

Dilip Ghosh : মমতার সরকারের কাছে পেট্রোপণ্যে সেস কমানোর দাবি দিলীপের

আরও পড়ুন : Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর

এই ধরনের অনুপ্রবেশ আটকাতেই বিএসএফের (BSF) এক্তিয়ারের সীমা সীমান্ত থেকে 50 কিলোমিটার করা হয়েছে বলে দিলীপ ঘোষের দাবি ৷ কিন্তু বাংলার তৃণমূল পরিচালিত সরকার তার বিরোধিতা করছে বলে তিনি অভিযোগ করেছেন ৷

তাঁর দাবি, এখানকার সরকার চায় না যে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আসা বন্ধ হোক ৷ কেন্দ্রের চেষ্টায় দেশের অন্য অংশে সীমান্ত সুরক্ষিত হয়েছে ৷ কিন্তু বাংলায় হচ্ছে না ৷ কারণ, এখানে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.