ETV Bharat / city

BJP Door to Door Campaign: ভোট মরশুমের আগে সংগঠনে জোর, দরজায় দরজায় ঘুরে জনসংযোগ বাড়াচ্ছে বিজেপি - দরজায় দরজায় ঘুরে জনসংযোগ বাড়াচ্ছে বিজেপি

সামনেই ভোট মরশুম ৷ তার আগে পশ্চিমবঙ্গে মানুষের দরজায় দরজায় ঘুরে জনমত তৈরির (BJP Door to Door Campaign) কাজ শুরু করেছে বিজেপি ৷ আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

BJP Door to Door Campaign before Coming Election Season
BJP Door to Door Campaign: ভোট মরশুমের আগে সংগঠনে জোর, দরজায় দরজায় ঘুরে জনসংযোগ বাড়াচ্ছে বিজেপি
author img

By

Published : Jul 18, 2022, 7:35 PM IST

কলকাতা, 18 জুলাই: আসন্ন ভোট মরশুমের (পঞ্চায়েত নির্বাচন 2023 এবং লোকসভা নির্বাচন 2024) আগেই পশ্চিমবঙ্গে সংগঠনের ভিত যত দূর সম্ভব মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তাদের নির্দেশ, সোশ্য়াল মিডিয়ায় প্রচার এবং 'মিসড কল' দিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষের দরজায় দরজায় ঘুরে জনমত তৈরির (BJP Door to Door Campaign) কাজ করতে হবে ৷ সেই মতোই দলের নিচুতলার কর্মী ও নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷

প্রসঙ্গত, রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অন্য়ান্য দলের তুলনায় বরাবরই এগিয়ে থেকেছে বিজেপি ৷ কিন্তু, শুধুমাত্র ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে গ্রাম বাংলার তৃণমূলস্তরে পৌঁছনো সম্ভব নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ আর সেই কারণেই জনসংযোগের অন্যতম প্রাচীন পদ্ধতিতে জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷ আমজনতার দোরগোড়ায় পৌঁছে তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে চাইছে বিজেপি নেতৃত্ব ৷ এই পরিকল্পনা সফল হলে পঞ্চায়েত ভোটে দলের লাভ হবে বলেই মনে করছে তারা ৷

আরও পড়ুন: BJP Rally : টেট-এসএসসিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে বিজেপি

এই প্রসঙ্গে রাজ্যের অন্যতম বিজেপি নেতা তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের ব্যাপক প্রচার করা হচ্ছে ৷ একেবারে তৃণমূলস্তরে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো হচ্ছে ৷ আমজনতার বাড়ি বাড়ি যাচ্ছেন আমাদের কর্মীরা ৷ একইসঙ্গে 'মিসড কল'-এর মাধ্যমেও সদস্য সংগ্রহের কাজ চলছে ৷"

গতবারের লোকসভা নির্বাচনে কার্যত চোখ ধাঁধানো ফল করেছিল বিজেপি ৷ তাদের ঝুলিতে এসেছিল মোট 18টি আসন ৷ কিন্তু, পরবর্তীতে উপনির্বাচনে ভরাডুবি হয় তাদের ৷ এদিকে, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপি-র বেহাল দশা ৷ ক্রমশ ভাঙছে সংগঠন ৷ দলবদলু নেতা-কর্মীরা আবারও তৃণমূলে ফিরে যেতে শুরু করেছেন ৷ এই অবস্থায় আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি ৷ তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই সংগঠনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে তারা ৷

কলকাতা, 18 জুলাই: আসন্ন ভোট মরশুমের (পঞ্চায়েত নির্বাচন 2023 এবং লোকসভা নির্বাচন 2024) আগেই পশ্চিমবঙ্গে সংগঠনের ভিত যত দূর সম্ভব মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তাদের নির্দেশ, সোশ্য়াল মিডিয়ায় প্রচার এবং 'মিসড কল' দিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষের দরজায় দরজায় ঘুরে জনমত তৈরির (BJP Door to Door Campaign) কাজ করতে হবে ৷ সেই মতোই দলের নিচুতলার কর্মী ও নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷

প্রসঙ্গত, রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অন্য়ান্য দলের তুলনায় বরাবরই এগিয়ে থেকেছে বিজেপি ৷ কিন্তু, শুধুমাত্র ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে গ্রাম বাংলার তৃণমূলস্তরে পৌঁছনো সম্ভব নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ আর সেই কারণেই জনসংযোগের অন্যতম প্রাচীন পদ্ধতিতে জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷ আমজনতার দোরগোড়ায় পৌঁছে তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে চাইছে বিজেপি নেতৃত্ব ৷ এই পরিকল্পনা সফল হলে পঞ্চায়েত ভোটে দলের লাভ হবে বলেই মনে করছে তারা ৷

আরও পড়ুন: BJP Rally : টেট-এসএসসিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে বিজেপি

এই প্রসঙ্গে রাজ্যের অন্যতম বিজেপি নেতা তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের ব্যাপক প্রচার করা হচ্ছে ৷ একেবারে তৃণমূলস্তরে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো হচ্ছে ৷ আমজনতার বাড়ি বাড়ি যাচ্ছেন আমাদের কর্মীরা ৷ একইসঙ্গে 'মিসড কল'-এর মাধ্যমেও সদস্য সংগ্রহের কাজ চলছে ৷"

গতবারের লোকসভা নির্বাচনে কার্যত চোখ ধাঁধানো ফল করেছিল বিজেপি ৷ তাদের ঝুলিতে এসেছিল মোট 18টি আসন ৷ কিন্তু, পরবর্তীতে উপনির্বাচনে ভরাডুবি হয় তাদের ৷ এদিকে, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপি-র বেহাল দশা ৷ ক্রমশ ভাঙছে সংগঠন ৷ দলবদলু নেতা-কর্মীরা আবারও তৃণমূলে ফিরে যেতে শুরু করেছেন ৷ এই অবস্থায় আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি ৷ তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই সংগঠনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.