ETV Bharat / city

Biman Slams Dhankhar : হাওড়া পৌরনিগম বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের - Bengal Governor Jagdeep Dhankhar

ফের প্রকাশ্যে রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাত ৷ এবার হাওড়া পৌরনিগম বিল নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Slams Dhankhar on Howrah Municipal Corporation Bill) ৷

biman-slams-dhankhar-on-howrah-municipal-corporation-bill
Biman Slams Dhankhar : হাওড়া পৌরনিগম বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের
author img

By

Published : May 26, 2022, 3:50 PM IST

কলকাতা, 26 মে : রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাত নতুন নয় । রাজ্যের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এই ক্ষেত্রে রাজ্যপাল এবং বিধানসভার অধ্যক্ষকে পরস্পরের বিরুদ্ধে বারবারই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ।

বৃহস্পতিবার আরও একবার সেই চিত্র প্রকাশ্যে এল । হাওড়া পৌরনিগম বিল (Howrah Municipal Corporation Bill) পাসে দীর্ঘসূত্রিতা নিয়ে আবারও রাজ্যপালকে একহাত নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Speaker Biman Banerjee) । এ দিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, ‘‘হাওড়া বিলটি রাজ্যপালের কাছে গিয়েছে দীর্ঘদিন । এখনও তা নিয়ে রাজভবনের তরফে কোনও জবাব আসেনি । এক্ষেত্রে তিনি নয় অনুমোদন দেবেন অথবা সেটি নিয়ে কোনও রেকমেন্ডেশন থাকলে সেই রেকমেন্ডেশন পাঠাবেন । না হলে তিনি সেটিকে আপহোল্ড করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন । উনি কী করেছেন, তা তিনি জানেন ।’’

এখানেই শেষ নয় বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘তিনি (রাজ্যপাল) বিধানসভায় আসেন । লবিতে দাঁড়িয়ে প্রেস মিট করে যান । আর বলেন কোনও বিল আমার কাছে পেন্ডিং নেই । কিন্তু আমাদের বিধানসভাতে এখনও পর্যন্ত ওই (হাওড়া পৌরনিগম বিল) বিলের সম্পর্কে কোনও জবাব আসেনি । আমরা জানি না এই বিলের ভবিষ্যৎ কী হল ! এক্ষেত্রে বিধানসভাই প্রথম জায়গা যেখানে জানাতে হয় । এখান থেকেই বিল রাজ্যপালের কাছে যায় । কাজেই বিলের ভাগ্য কী হল, সেটাও আমাদের কাছেই আসার কথা । এই বিষয়ে আমরা অন্ধকারে ।’’

প্রসঙ্গত, রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে 6টি পৌরনিগমেরও । অথচ রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) হাওড়া পৌরনিগম বিলে রাজ্যপাল মঞ্জুরি না দেওয়ায় হাওড়া এবং বালি 2 পৌরসভাতেই নির্বাচন করানো যাচ্ছে না । বৃহস্পতিবার তা নিয়ে সরব হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

রাজভবনের তরফ থেকে বারবার এই কথা বলা হয়েছে যে রাজ্যপালের কাছে কোনও বিল আটকে রাখা হয়নি । অথচ এই বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হয়নি বা এই বিল নিয়ে কোনও তথ্য রাজ্য বিধানসভাকেও জানানো হয়নি । 2018 সাল থেকে নির্বাচন হয়নি হাওড়া পৌরনিগমের । আর সেই কারণেই হাওড়া পৌরনিগমের থেকে বালি পৌরসভাকে আলাদা করার দাবি উঠেছিল ।

এই মুহূর্তে হাওড়ায় পৌর প্রশাসকের মাধ্যমে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে । গত শীতকালীন অধিবেশনে এই বিল পাস করলেও, তা এখনও রাজভবন থেকে ফেরত আসেনি । বৃহস্পতিবার মূলত সেই বিষয়টি নিয়ে সরব হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন অধ্যক্ষ রাজ্যপালকে আক্রমণ করলেও এখনও পর্যন্ত রাজ্যপাল এই নিয়ে কোনও মন্তব্য করেননি । এখন দেখার রাজ্যপাল আগামীতে এই নিয়ে কি প্রতিক্রিয়া দেন !

আরও পড়ুন : Jagdeep Dhankhar slams state govt: বিধানসভার অনুষ্ঠানে সরকারকে তোপ রাজ্যপালের, পাল্টা বিমানের

কলকাতা, 26 মে : রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাত নতুন নয় । রাজ্যের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এই ক্ষেত্রে রাজ্যপাল এবং বিধানসভার অধ্যক্ষকে পরস্পরের বিরুদ্ধে বারবারই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ।

বৃহস্পতিবার আরও একবার সেই চিত্র প্রকাশ্যে এল । হাওড়া পৌরনিগম বিল (Howrah Municipal Corporation Bill) পাসে দীর্ঘসূত্রিতা নিয়ে আবারও রাজ্যপালকে একহাত নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Speaker Biman Banerjee) । এ দিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, ‘‘হাওড়া বিলটি রাজ্যপালের কাছে গিয়েছে দীর্ঘদিন । এখনও তা নিয়ে রাজভবনের তরফে কোনও জবাব আসেনি । এক্ষেত্রে তিনি নয় অনুমোদন দেবেন অথবা সেটি নিয়ে কোনও রেকমেন্ডেশন থাকলে সেই রেকমেন্ডেশন পাঠাবেন । না হলে তিনি সেটিকে আপহোল্ড করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন । উনি কী করেছেন, তা তিনি জানেন ।’’

এখানেই শেষ নয় বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘তিনি (রাজ্যপাল) বিধানসভায় আসেন । লবিতে দাঁড়িয়ে প্রেস মিট করে যান । আর বলেন কোনও বিল আমার কাছে পেন্ডিং নেই । কিন্তু আমাদের বিধানসভাতে এখনও পর্যন্ত ওই (হাওড়া পৌরনিগম বিল) বিলের সম্পর্কে কোনও জবাব আসেনি । আমরা জানি না এই বিলের ভবিষ্যৎ কী হল ! এক্ষেত্রে বিধানসভাই প্রথম জায়গা যেখানে জানাতে হয় । এখান থেকেই বিল রাজ্যপালের কাছে যায় । কাজেই বিলের ভাগ্য কী হল, সেটাও আমাদের কাছেই আসার কথা । এই বিষয়ে আমরা অন্ধকারে ।’’

প্রসঙ্গত, রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে 6টি পৌরনিগমেরও । অথচ রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) হাওড়া পৌরনিগম বিলে রাজ্যপাল মঞ্জুরি না দেওয়ায় হাওড়া এবং বালি 2 পৌরসভাতেই নির্বাচন করানো যাচ্ছে না । বৃহস্পতিবার তা নিয়ে সরব হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

রাজভবনের তরফ থেকে বারবার এই কথা বলা হয়েছে যে রাজ্যপালের কাছে কোনও বিল আটকে রাখা হয়নি । অথচ এই বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হয়নি বা এই বিল নিয়ে কোনও তথ্য রাজ্য বিধানসভাকেও জানানো হয়নি । 2018 সাল থেকে নির্বাচন হয়নি হাওড়া পৌরনিগমের । আর সেই কারণেই হাওড়া পৌরনিগমের থেকে বালি পৌরসভাকে আলাদা করার দাবি উঠেছিল ।

এই মুহূর্তে হাওড়ায় পৌর প্রশাসকের মাধ্যমে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে । গত শীতকালীন অধিবেশনে এই বিল পাস করলেও, তা এখনও রাজভবন থেকে ফেরত আসেনি । বৃহস্পতিবার মূলত সেই বিষয়টি নিয়ে সরব হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন অধ্যক্ষ রাজ্যপালকে আক্রমণ করলেও এখনও পর্যন্ত রাজ্যপাল এই নিয়ে কোনও মন্তব্য করেননি । এখন দেখার রাজ্যপাল আগামীতে এই নিয়ে কি প্রতিক্রিয়া দেন !

আরও পড়ুন : Jagdeep Dhankhar slams state govt: বিধানসভার অনুষ্ঠানে সরকারকে তোপ রাজ্যপালের, পাল্টা বিমানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.