ETV Bharat / city

Speaker on TMC Factionalism: কটূ কথার প্রতিযোগিতা ভালো হচ্ছে না, নাম না করে তাপস-সুদীপ দ্বন্দ্ব নিয়ে সরব বিমান - bad words

কটূ কথার প্রতিযোগিতা আদৌও ভালো হচ্ছে না (Speaker on TMC Factionalism)৷ তাপস রায় (Tapas Roy) ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের (Sudip Bandyopadhyay) নাম না করলেও সাংসদ-বিধায়কদের কটূ কথা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)৷

Biman Banerjee criticises bad words being used without naming Sudip and Tapas
কটূ কথার প্রতিযোগিতা ভালো হচ্ছে না, নাম না করে তাপস-সুদীপ দ্বন্দ্ব নিয়ে সরব বিমান
author img

By

Published : Oct 19, 2022, 3:45 PM IST

কলকাতা, 19 অক্টোবর: সাংসদ-বিধায়কদের কটূ কথার প্রতিযোগিতা নিয়ে অসন্তুষ্ট রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সরাসরি নাম না করলেও এই বিষয়টিকে যে তিনি ভালো ভাবে দেখছেন না, তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি । বিশেষ করে দলের গুরুদায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তিনি । বুধবার রাজ্য বিধানসভায় এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker on TMC Factionalism)। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের বাক-সংযমের আর্জি জানালেন তিনি ।

সম্প্রতি নানা বিষয়ে একে-অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূলের দুই শীর্ষ নেতা তাপস রায় (Tapas Roy) ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে (Sudip Bandyopadhyay)৷ বিপক্ষকে বিদ্ধ করতে 'ডোবারম্যান', 'সাদা হাতি' - উঠে এসেছে এমন নানা তকমা ৷ তাপস বা সুদীপের নাম উল্লেখ না করলেও বুধবার বিধানসভার অধ্যক্ষ বিধায়ক-সাংসদদের কটূ কথা নিয়ে সরব হয়েছেন ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে যেভাবে কটূ কথার প্রতিযোগিতা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । যদিও এমন বক্তব্য প্রকাশের পর এটাকে তাঁর ব্যক্তিগত অভিমত বলে জানিয়েছেন তিনি । বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে, দলের বিধায়ক ও সাংসদদের মধ্যে এ ধরনের আক্রমণ প্রতি-আক্রমণের ঘটনা ভালো হচ্ছে না । মনে হচ্ছে কটূ কথার উত্তর কটূ কথা দিয়েই দিতে হবে ! সকলেই যেন একটা প্রতিদ্বন্দিতায় নেমে গিয়েছেন । দলের ওই নেতাদের প্রতি তাঁর অনুরোধ, এগুলি থেকে বিরত থাকলেই ভালো হয় ।

বিধানসভার অধ্যক্ষ বলেন, "আমি কারও নাম ধরে কিছু বলব না । বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতানেত্রীরা একে-অপরের বিরুদ্ধে কটূ কথা বলছেন । আমার মনে হয় এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত ।"

আরও পড়ুন: তাপসের 'আমরা ডোবারম্যানে'র জবাবে সুদীপ বললেন, 'সেটাও কুকুরই'

এ দিন এই ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি । বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, কটূ কথার প্রতিযোগিতায় সংবাদমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে । তিনি বলেন, সংবাদমাধ্যম এ ধরনের ঘটনা বেশি প্রচার করে বলে সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে । এক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমকে তাঁর নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন । বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, "সংবাদমাধ্যমের একটা নৈতিক দায়িত্ব রয়েছে সেটা সকলকেই বুঝতে হবে । এক্ষেত্রে সংবাদমাধ্যমগুলি টিআরপির খেলায় নামছে কিন্তু এই ঘটনা খুব একটা ভালো কিছু হচ্ছে না ।"

এর পরেই তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে কারওকে কিছু বলব না, কেউই নাবালক নন । রাজনীতি সম্পর্কে তাঁরা প্রত্যেকেই সচেতন এবং বহু ক্ষেত্রে তাঁরা অভিজ্ঞও । তাঁদের বোঝা উচিত এর থেকে জনগণের কাছে কী বার্তা যাচ্ছে ।"

কলকাতা, 19 অক্টোবর: সাংসদ-বিধায়কদের কটূ কথার প্রতিযোগিতা নিয়ে অসন্তুষ্ট রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সরাসরি নাম না করলেও এই বিষয়টিকে যে তিনি ভালো ভাবে দেখছেন না, তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি । বিশেষ করে দলের গুরুদায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তিনি । বুধবার রাজ্য বিধানসভায় এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker on TMC Factionalism)। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের বাক-সংযমের আর্জি জানালেন তিনি ।

সম্প্রতি নানা বিষয়ে একে-অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূলের দুই শীর্ষ নেতা তাপস রায় (Tapas Roy) ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে (Sudip Bandyopadhyay)৷ বিপক্ষকে বিদ্ধ করতে 'ডোবারম্যান', 'সাদা হাতি' - উঠে এসেছে এমন নানা তকমা ৷ তাপস বা সুদীপের নাম উল্লেখ না করলেও বুধবার বিধানসভার অধ্যক্ষ বিধায়ক-সাংসদদের কটূ কথা নিয়ে সরব হয়েছেন ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে যেভাবে কটূ কথার প্রতিযোগিতা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । যদিও এমন বক্তব্য প্রকাশের পর এটাকে তাঁর ব্যক্তিগত অভিমত বলে জানিয়েছেন তিনি । বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে, দলের বিধায়ক ও সাংসদদের মধ্যে এ ধরনের আক্রমণ প্রতি-আক্রমণের ঘটনা ভালো হচ্ছে না । মনে হচ্ছে কটূ কথার উত্তর কটূ কথা দিয়েই দিতে হবে ! সকলেই যেন একটা প্রতিদ্বন্দিতায় নেমে গিয়েছেন । দলের ওই নেতাদের প্রতি তাঁর অনুরোধ, এগুলি থেকে বিরত থাকলেই ভালো হয় ।

বিধানসভার অধ্যক্ষ বলেন, "আমি কারও নাম ধরে কিছু বলব না । বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতানেত্রীরা একে-অপরের বিরুদ্ধে কটূ কথা বলছেন । আমার মনে হয় এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত ।"

আরও পড়ুন: তাপসের 'আমরা ডোবারম্যানে'র জবাবে সুদীপ বললেন, 'সেটাও কুকুরই'

এ দিন এই ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি । বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, কটূ কথার প্রতিযোগিতায় সংবাদমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে । তিনি বলেন, সংবাদমাধ্যম এ ধরনের ঘটনা বেশি প্রচার করে বলে সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে । এক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমকে তাঁর নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন । বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, "সংবাদমাধ্যমের একটা নৈতিক দায়িত্ব রয়েছে সেটা সকলকেই বুঝতে হবে । এক্ষেত্রে সংবাদমাধ্যমগুলি টিআরপির খেলায় নামছে কিন্তু এই ঘটনা খুব একটা ভালো কিছু হচ্ছে না ।"

এর পরেই তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে কারওকে কিছু বলব না, কেউই নাবালক নন । রাজনীতি সম্পর্কে তাঁরা প্রত্যেকেই সচেতন এবং বহু ক্ষেত্রে তাঁরা অভিজ্ঞও । তাঁদের বোঝা উচিত এর থেকে জনগণের কাছে কী বার্তা যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.