ETV Bharat / city

Biman Slams Dhankhar : বিধানসভাকে রাজনীতির হাতিয়ার করছেন রাজ্যপাল, অভিযোগ বিমানের - WBLA Speaker Biman Banerjee Slams Governor Jagdeep Dhankhar

ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee Slams Governor Jagdeep Dhankhar) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে (Biman Banerjee Alleges that Dhankhar using Bengal Assembly for Politics) ।

biman banerjee alleges that dhankhar using bengal assembly for politics
Biman Slams Dhankhar : বিধানসভাকে রাজনীতির হাতিয়ার করছেন রাজ্যপাল, অভিযোগ বিমানের
author img

By

Published : Apr 18, 2022, 2:53 PM IST

Updated : Apr 18, 2022, 4:52 PM IST

কলকাতা, 18 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে । সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee Alleges that Dhankhar using Bengal Assembly for Politics) ৷

তিনি বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’

এদিন সাংবাদিকদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) বলেছেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে । সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 14 এপ্রিল সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই রাজ্য়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন ৷ আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ সেই সময় রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Governor Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : Dhankhar Slams Mamata Govt : গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজ্য, বিমানকে পাশে নিয়ে মন্তব্য ধনকড়ের

কলকাতা, 18 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে । সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee Alleges that Dhankhar using Bengal Assembly for Politics) ৷

তিনি বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’

এদিন সাংবাদিকদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) বলেছেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে । সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 14 এপ্রিল সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই রাজ্য়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন ৷ আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ৷ সেই সময় রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Governor Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : Dhankhar Slams Mamata Govt : গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজ্য, বিমানকে পাশে নিয়ে মন্তব্য ধনকড়ের

Last Updated : Apr 18, 2022, 4:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.