ETV Bharat / city

Firhad Hakim: তৃণমূলে যোগ দেবেন বিজেপির দীর্ঘ সময়ের নেতা, দাবি ফিরহাদের - গেরুয়া শিবির

বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবেন এক বড় নেতা ৷ এমনটাই জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ জানালেন বিজেপি থেকে তৃণমূলে ফেরার প্রক্রিয়া সবে শুরু হয়েছে ৷ বিজেপির অনেক বড় এবং দীর্ঘ সময়ের নেতারা তৃণমূলে যোগ দেবেন ৷

big-leader-from-bjp-will-join-tmc-in-a-few-days-says-firhad-hakim
তৃণমূলে যোগ দেবেন বিজেপির দীর্ঘ সময়ের নেতা, জানালেন ফিরহাদ
author img

By

Published : Sep 23, 2021, 7:35 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : কয়েকদিনের মধ্যে বিজেপির এক বড় নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে তাঁর দাবি, বাংলায় গেরুয়া শিবিরের কোনও অস্তিত্ব থাকবে না ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে ৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরের অলিতে গলিতে ঘুর ঘুরে প্রচার করছেন ফিরহাদ ৷ সেখানেই তিনি এ কথা জানিয়েছেন ৷ তবে, ফিরহাদ জানিয়েছেন, তৃণমূল নির্বিচারে বিজেপি ভাঙিয়ে লোক নিচ্ছে না ৷

ফিরহাদ এদিন জানান, যে সব বিজেপি নেতারা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের সবার পুরোনো সব রেকর্ড এবং ছবি সহ-সব তথ্য যাচাই করা হচ্ছে ৷ এর পর তাঁদের আবেদন নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে মে পর্যন্ত রাজ্যে ভোটের সময় তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে ফেরার পর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার

এদিন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়, তবে কি বিজেপি আরও বড় কোনও নেতা তৃণমূলে আসবেন ৷ যার সংক্ষিপ্ত জবাবে ফিরহাদ বলেন, ‘‘ফেরার প্রক্রিয়া সবে শুরু হয়েছে ৷’’ বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল রায় ৷ যার পর সম্প্রতি বিজেপির দু’বারের সাংসদ ও মন্ত্রী বাবুল সুপ্রিয় গত সপ্তাহে তৃণমূলে যোগ দেন ৷ বিজেপি নেতাদের যোগদান প্রসঙ্গে ধৈর্য ধরতে পরামর্শ দিয়েছেন ফিরহাদ ৷ তাঁর কথায়, ‘‘আর কয়েকটা দিন অপেক্ষা করুন ৷ বিজেপির দীর্ঘ সময়ের এক নেতা আমাদের দলে যোগ দিতে তৈরি রয়েছেন ৷ বিজেপি বাংলায় ভেঙে পড়বে ৷’’

আরও পড়ুন : Assam : বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অসম, চলল গুলি; মৃত 2

অন্যদিকে, ফিরহাদ হাকিমের এই বক্তব্যের জবাবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি নেতাদের ভাঙিয়ে নেওয়ার আগে তৃণমূলের নিজেদের নীতি এবং আদর্শ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘যাঁদের ক্ষমতা এবং পদের লোভ নেই ৷ কিন্তু, দলকে ভালবাসেন, তাঁরা বিজেপি ছেড়ে যাবেন না ৷’’

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

কলকাতা, 23 সেপ্টেম্বর : কয়েকদিনের মধ্যে বিজেপির এক বড় নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে তাঁর দাবি, বাংলায় গেরুয়া শিবিরের কোনও অস্তিত্ব থাকবে না ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে ৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরের অলিতে গলিতে ঘুর ঘুরে প্রচার করছেন ফিরহাদ ৷ সেখানেই তিনি এ কথা জানিয়েছেন ৷ তবে, ফিরহাদ জানিয়েছেন, তৃণমূল নির্বিচারে বিজেপি ভাঙিয়ে লোক নিচ্ছে না ৷

ফিরহাদ এদিন জানান, যে সব বিজেপি নেতারা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের সবার পুরোনো সব রেকর্ড এবং ছবি সহ-সব তথ্য যাচাই করা হচ্ছে ৷ এর পর তাঁদের আবেদন নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে মে পর্যন্ত রাজ্যে ভোটের সময় তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে ফেরার পর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার

এদিন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়, তবে কি বিজেপি আরও বড় কোনও নেতা তৃণমূলে আসবেন ৷ যার সংক্ষিপ্ত জবাবে ফিরহাদ বলেন, ‘‘ফেরার প্রক্রিয়া সবে শুরু হয়েছে ৷’’ বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল রায় ৷ যার পর সম্প্রতি বিজেপির দু’বারের সাংসদ ও মন্ত্রী বাবুল সুপ্রিয় গত সপ্তাহে তৃণমূলে যোগ দেন ৷ বিজেপি নেতাদের যোগদান প্রসঙ্গে ধৈর্য ধরতে পরামর্শ দিয়েছেন ফিরহাদ ৷ তাঁর কথায়, ‘‘আর কয়েকটা দিন অপেক্ষা করুন ৷ বিজেপির দীর্ঘ সময়ের এক নেতা আমাদের দলে যোগ দিতে তৈরি রয়েছেন ৷ বিজেপি বাংলায় ভেঙে পড়বে ৷’’

আরও পড়ুন : Assam : বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অসম, চলল গুলি; মৃত 2

অন্যদিকে, ফিরহাদ হাকিমের এই বক্তব্যের জবাবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি নেতাদের ভাঙিয়ে নেওয়ার আগে তৃণমূলের নিজেদের নীতি এবং আদর্শ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘যাঁদের ক্ষমতা এবং পদের লোভ নেই ৷ কিন্তু, দলকে ভালবাসেন, তাঁরা বিজেপি ছেড়ে যাবেন না ৷’’

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.