ETV Bharat / city

4 দিনে চারবার পুলিশ কমিশনার বদল বিধাননগরে - nabanna

4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য । অথচ সেটাই হল বিধাননগরে ।

নবান্ন
author img

By

Published : May 30, 2019, 3:58 AM IST

কলকাতা, 30 মে : প্রায় বেনজির ঘটনা । 4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য । অথচ সেটাই হল বিধাননগরে । প্রথমে জ্ঞানবন্ত সিংকে ফিরিয়ে দেওয়া হয় আগের পদ । পরের দিনই পালটে যায় পুলিশ কমিশনারের নাম । নবান্ন জানিয়ে দেয়, জ্ঞানবন্ত হবেন ADG LO । সেদিন ঘোষণা করা হয় বিধাননগরের পুলিশ কমিশনার হবেন নিশাত পারভেজ । মঙ্গলবার জানানো হয় নিশাতকে ফেরানো হচ্ছে পুরোনো পদে । পুলিশ কমিশনার হবেন ভরতলাল মিনা । গতকাল আবারও পরিবর্তন । ভরতলালকে পাঠানো হচ্ছে পুরোনো জায়গাতেই । অর্থাৎ তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেই বহাল থাকবেন । আর বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন, লক্ষ্মীনারায়ণ মিনা ।

এদিকে, নির্বাচনী ফলপ্রকাশের পরদিনই ঘোষণা করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনারর সলিল চৌধুরির জায়গায় পুলিশ কমিশনার করা হচ্ছে দেবেন্দ্র প্রকাশ সিংকে । দেবেন্দ্র প্রকাশ মেদিনীপুর রেঞ্জের DIG হিসেবে কর্মরত ছিলেন । তিনদিনের মাথায় জানানো হল, তাঁকে বদলি করা হচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে । ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি । অর্থাৎ 4 দিনে দু'বার পুলিশ কমিশনার বদল হল ব্যারাকপুরে । এদিকে হাওড়ার পুলিশ কমিশনার হলেন, ওই জেলার রুরালের পুলিশ সুপারের দায়িত্বে থাকা গৌরব শর্মা । সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তথাগত বসু । তাঁকে জলপাইগুড়ির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল । গতকাল সেই নির্দেশ বাতিল করা হয়েছে। আগের পদেই থাকবেন তথাগত । জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি থাকছেন পুরোনো পদেই । সৌম্য রায়কে করা হচ্ছে হাওড়া রুরালের পুলিশ সুপার।

কিন্তু কেন বারবার সিদ্ধান্ত বদল ? তবে কি প্রবল চাপে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে । যদিও নবান্নের তরফে এবিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।

কলকাতা, 30 মে : প্রায় বেনজির ঘটনা । 4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য । অথচ সেটাই হল বিধাননগরে । প্রথমে জ্ঞানবন্ত সিংকে ফিরিয়ে দেওয়া হয় আগের পদ । পরের দিনই পালটে যায় পুলিশ কমিশনারের নাম । নবান্ন জানিয়ে দেয়, জ্ঞানবন্ত হবেন ADG LO । সেদিন ঘোষণা করা হয় বিধাননগরের পুলিশ কমিশনার হবেন নিশাত পারভেজ । মঙ্গলবার জানানো হয় নিশাতকে ফেরানো হচ্ছে পুরোনো পদে । পুলিশ কমিশনার হবেন ভরতলাল মিনা । গতকাল আবারও পরিবর্তন । ভরতলালকে পাঠানো হচ্ছে পুরোনো জায়গাতেই । অর্থাৎ তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেই বহাল থাকবেন । আর বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন, লক্ষ্মীনারায়ণ মিনা ।

এদিকে, নির্বাচনী ফলপ্রকাশের পরদিনই ঘোষণা করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনারর সলিল চৌধুরির জায়গায় পুলিশ কমিশনার করা হচ্ছে দেবেন্দ্র প্রকাশ সিংকে । দেবেন্দ্র প্রকাশ মেদিনীপুর রেঞ্জের DIG হিসেবে কর্মরত ছিলেন । তিনদিনের মাথায় জানানো হল, তাঁকে বদলি করা হচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে । ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি । অর্থাৎ 4 দিনে দু'বার পুলিশ কমিশনার বদল হল ব্যারাকপুরে । এদিকে হাওড়ার পুলিশ কমিশনার হলেন, ওই জেলার রুরালের পুলিশ সুপারের দায়িত্বে থাকা গৌরব শর্মা । সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তথাগত বসু । তাঁকে জলপাইগুড়ির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল । গতকাল সেই নির্দেশ বাতিল করা হয়েছে। আগের পদেই থাকবেন তথাগত । জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি থাকছেন পুরোনো পদেই । সৌম্য রায়কে করা হচ্ছে হাওড়া রুরালের পুলিশ সুপার।

কিন্তু কেন বারবার সিদ্ধান্ত বদল ? তবে কি প্রবল চাপে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে । যদিও নবান্নের তরফে এবিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।

Intro:কলকাতা, 29 মে: প্রায় বেনজির ঘটনা। 4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য। অথচ সেটাই হল বিধান নগরে। প্রথমে জ্ঞানবন্ত সিংকে ফিরিয়ে দেওয়া হয় আগের পদ। পরের দিনই পাল্টে যায় পুলিশ কমিশনারের নাম। নবান্ন জানিয়ে দেয়, জ্ঞানবন্ত হবেন ADG LO। সেদিন ঘোষণা করা হয় বিধান নগরের পুলিশ কমিশনার হবেন নিশাত পারভেজ। গতকাল জানানো হয় নিশাতকে ফেরানো হচ্ছে পুরোনো পদে। পুলিশ কমিশনার হবেন ভরত লাল মিনা। আজ আবারও পরিবর্তন। ভরত লালকে পাঠানো হচ্ছে পুরনো জায়গাতেই। অর্থাৎ তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেই বহাল থাকবেন। আর বিধান নগরের পুলিশ কমিশনার হচ্ছেন, লক্ষী নারায়ণ মিনা। Body:ফল প্রকাশ এর পরের দিনেই ঘোষণা করা হয় বারাকপুরের পুলিশ সুপার সলিল চৌধুরীর জায়গায় পুলিশ কমিশনার করা হচ্ছে ডি পি সিংকে। দেবেন্দ্র প্রকাশ মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিন দিনের মাথায় জানানো হলো তাঁকে বদলি করা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। অর্থাৎ 4 দিনে দুবার পুলিশ কমিশনার বদল হল ব্যারাকপুরে। এদিকে হাওড়ার পুলিশ কমিশনার হলেন, ওই জেলার রুরালের পুলিশ সুপারের দায়িত্বে থাকা গৌরভ শর্মা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তথাগত বসু। তাকে জলপাইগুড়ির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল। আজ জানিয়ে দেয়া হল, সেই নির্দেশ বাতিল করা হয়েছে। আগের পদেই থাকবেন তথাগত। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি থাকছেন পুরনো পদেই। সৌম্য রায়কে করা হচ্ছে হাওড়া রুরালের পুলিশ সুপার।
Conclusion:কিন্তু কেন এই বারবার সিদ্ধান্ত বদল? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে কি প্রবল চাপে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। যদিও নবান্নের তরফে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.