ETV Bharat / city

পুলকার নিয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন, মত অ্যাসোসিয়েশনের সম্পাদকের

কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতে পুলকার নিয়ে চালকদের সচেতন হওয়া প্রয়োজন ৷ মনে করছেন, বেঙ্গল পুলকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷ তাঁর মতে, প্রশাসন ও পরিবহনের তরফে এর জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা দরকার ৷

bengal pull car association
অঞ্জন মুখোপাধ্যায়
author img

By

Published : Feb 18, 2020, 12:38 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : শহরে পুলকার নিয়ে কিছুটা সচেতনতা থাকলেও জেলাস্তরে এই নিয়ে প্রশাসনের কোনও সচেতনতা নেই ৷ বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করলেন অঞ্জন মুখোপাধ্যায় ৷ তাঁর মতে, সচেতনতার অভাবেই জেলাগুলিতে পুলকারের দৌরাত্ম্য বেড়েছে ৷

হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর রাজ্যের পুলকারগুলি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন, ‘‘জেলাস্তরে পুলকার নিয়ে কোনও সচেতনতা নেই ৷ প্রশাসন বা পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনও সচেতনতা শিবিরও করা হয় না ৷ পোলবায় দুর্ঘটনাগ্রস্ত পুলকারটির সার্টিফিকেট অফ ফিটনেস দু’বছর আগেই শেষ হয়ে গিয়েছে ৷ নতুন করে তারা ফিটনেস সার্টিফিকেটও করায়নি ৷ পুলিশ ও প্রশাসনকে ফাঁকি দিয়েই রমরমিয়ে ব্যবসা চলছে ৷’’ DC ট্রাফিক সন্তোষ পাণ্ডে অবশ্য দাবি করেন, ‘‘আমরা সবসময়ই বিভিন্ন জায়গায় পুলকার অভিযান চালাই ৷ পরিবহণ দপ্তরের পক্ষ থেকেই স্কুলে অভিযান চালানো হয় ৷’’

পুলকার নিয়ে কী বলছেন পুলকার অ্যাসোসিয়েশনের সম্পাদক ? দেখুন ভিডিয়ো

গতকাল কলকাতা স্টেশনের কাছে আরেকটি পুলকার দুর্ঘটনার মুখে পড়ে ৷ আহত হয় দুই পড়ুয়া ৷ এই পুলকারটি প্রাইভেট গাড়ি ছিল ৷ এ প্রসঙ্গে অঞ্জনবাবু বলেন, ‘‘প্রাইভেট গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা যায় না ৷ কলকাতায় বহু প্রাইভেট গাড়ি পুলকার হিসেবে চলে ৷ পুলিশ সঠিকভাবে নজরদারি চালালে সেসবই ধরা পড়বে ৷’’ তাঁর মতে, প্রয়োজনীয় কাগজ বা পুলকার চালানোর পারমিট থাকলেই শুধু হবে না ৷ চালকদেরও সচেতন হতে হবে ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি : শহরে পুলকার নিয়ে কিছুটা সচেতনতা থাকলেও জেলাস্তরে এই নিয়ে প্রশাসনের কোনও সচেতনতা নেই ৷ বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করলেন অঞ্জন মুখোপাধ্যায় ৷ তাঁর মতে, সচেতনতার অভাবেই জেলাগুলিতে পুলকারের দৌরাত্ম্য বেড়েছে ৷

হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর রাজ্যের পুলকারগুলি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন, ‘‘জেলাস্তরে পুলকার নিয়ে কোনও সচেতনতা নেই ৷ প্রশাসন বা পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনও সচেতনতা শিবিরও করা হয় না ৷ পোলবায় দুর্ঘটনাগ্রস্ত পুলকারটির সার্টিফিকেট অফ ফিটনেস দু’বছর আগেই শেষ হয়ে গিয়েছে ৷ নতুন করে তারা ফিটনেস সার্টিফিকেটও করায়নি ৷ পুলিশ ও প্রশাসনকে ফাঁকি দিয়েই রমরমিয়ে ব্যবসা চলছে ৷’’ DC ট্রাফিক সন্তোষ পাণ্ডে অবশ্য দাবি করেন, ‘‘আমরা সবসময়ই বিভিন্ন জায়গায় পুলকার অভিযান চালাই ৷ পরিবহণ দপ্তরের পক্ষ থেকেই স্কুলে অভিযান চালানো হয় ৷’’

পুলকার নিয়ে কী বলছেন পুলকার অ্যাসোসিয়েশনের সম্পাদক ? দেখুন ভিডিয়ো

গতকাল কলকাতা স্টেশনের কাছে আরেকটি পুলকার দুর্ঘটনার মুখে পড়ে ৷ আহত হয় দুই পড়ুয়া ৷ এই পুলকারটি প্রাইভেট গাড়ি ছিল ৷ এ প্রসঙ্গে অঞ্জনবাবু বলেন, ‘‘প্রাইভেট গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা যায় না ৷ কলকাতায় বহু প্রাইভেট গাড়ি পুলকার হিসেবে চলে ৷ পুলিশ সঠিকভাবে নজরদারি চালালে সেসবই ধরা পড়বে ৷’’ তাঁর মতে, প্রয়োজনীয় কাগজ বা পুলকার চালানোর পারমিট থাকলেই শুধু হবে না ৷ চালকদেরও সচেতন হতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.