ETV Bharat / city

"বাংলার উচ্চশিক্ষা"-য় মিলবে কলেজে ভরতি সংক্রান্ত সব তথ্য

author img

By

Published : Aug 20, 2020, 10:32 PM IST

কলেজগুলিতে ভরতির জন্য প্রয়োজনীয় কী কী মানদণ্ড থাকছে, কাট অফ মার্কস কত থাকছে, সবই জানা যাবে এই পোর্টাল থেকে ।

Banglar Uchhosiksha
পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 20 অগাস্ট : কলেজগুলিতে ভরতি সংক্রান্ত তথ্যের জন্য নতুন পোর্টাল চালু করল রাজ্য প্রশাসন । "বাংলার উচ্চশিক্ষা" নামে এই পোর্টাল থেকে কলেজে ভরতি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে পড়ুয়ারা । রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে একটি টুইটও করেছেন ।

টুইটবার্তায় শিক্ষামন্ত্রী লেখেন, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ''বাংলার উচ্চশিক্ষা'' পোর্টাল তৈরি করা হল । এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভরতি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে । আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে ।" নিজের টুইটার পোস্টে নতুন এই পোর্টালের লিঙ্কও শেয়ার করেন তিনি ।

  • এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।
    বিশদে জানতে ক্লিক করুন:https://t.co/Mi6n1brFQx

    — Partha Chatterjee (@itspcofficial) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 10 অগাস্ট থেকে শুরু স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া

রাজ্যের আওতাধীন কলেজগুলিতে ভরতির জন্য প্রয়োজনীয় কী কী মানদণ্ড থাকছে, কাট অফ মার্কস কত থাকছে, সবই জানা যাবে এই পোর্টাল থেকে । চলতি মাসের 10 তারিখ থেকে কলেজগুলিতে শুরু হয়েছে অনলাইন ভরতি প্রক্রিয়া । এই প্রক্রিয়ায় পড়ুয়াদের থেকে কোনও টাকা নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ।

কলকাতা, 20 অগাস্ট : কলেজগুলিতে ভরতি সংক্রান্ত তথ্যের জন্য নতুন পোর্টাল চালু করল রাজ্য প্রশাসন । "বাংলার উচ্চশিক্ষা" নামে এই পোর্টাল থেকে কলেজে ভরতি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে পড়ুয়ারা । রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে একটি টুইটও করেছেন ।

টুইটবার্তায় শিক্ষামন্ত্রী লেখেন, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ''বাংলার উচ্চশিক্ষা'' পোর্টাল তৈরি করা হল । এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভরতি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে । আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে ।" নিজের টুইটার পোস্টে নতুন এই পোর্টালের লিঙ্কও শেয়ার করেন তিনি ।

  • এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।
    বিশদে জানতে ক্লিক করুন:https://t.co/Mi6n1brFQx

    — Partha Chatterjee (@itspcofficial) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 10 অগাস্ট থেকে শুরু স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া

রাজ্যের আওতাধীন কলেজগুলিতে ভরতির জন্য প্রয়োজনীয় কী কী মানদণ্ড থাকছে, কাট অফ মার্কস কত থাকছে, সবই জানা যাবে এই পোর্টাল থেকে । চলতি মাসের 10 তারিখ থেকে কলেজগুলিতে শুরু হয়েছে অনলাইন ভরতি প্রক্রিয়া । এই প্রক্রিয়ায় পড়ুয়াদের থেকে কোনও টাকা নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.