হায়দরাবাদ, 3 অক্টোবর: মল্লিকবাড়িতে খুশির হাওয়া ৷ মা উমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ বৃহস্পতিবার সকালেই সোশাল মিডিয়ায় আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ৷ মাতৃপক্ষের সূচণায় কোয়েলের এই সংবাদে নেটপাড়ায় বইছে শুভেচ্ছা বন্যা ৷ জিৎ থেকে শুভশ্রী সকলেই হবু মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷
এদিন কোয়েল স্বামী নিসপাল সিং ও ছেলে কবীরের একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সকলকে জানাতে পেরে ভালো লাগছে যে আমাদের পরিবার বাড়ছে ৷ আর কবীর খুব তাড়াতাড়ি বড় দাদার ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ ভালোবাসা ও আশীর্বাদ আপনাদের সকলের কাছ থেকে চাই ৷"
কোয়েলের এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা জিৎ ৷ তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন ৷ মেয়ের পর তাঁর ঘরে এসেছে পুত্র সন্তান ৷ তিনি লেখেন, "পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ৷" অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও দ্বিতীয়বার মা হয়েছেন ৷ ইউভানের পর তাঁর কোলে এসেছে মিষ্টি কন্যা সন্তান ৷ তিনিও হবু মা কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি নেটপাড়ায় শুভেচ্ছা জানিয়েছেন অগণিত অনুরাগীরা ৷
কিছুদিন আগেই আরজি কর আবহে মল্লিক বাড়িতে পুজো হলেও সেখানে সর্বসাধারণের জন্য প্রবেশ থাকছে না বলে জানিয়েছিলেন রঞ্জিত মল্লিক ৷ তিনি জানিয়েছিলেন, পুজো হলেও সেখানে উৎসব উদযাপন হবে না ৷ ফলে প্রতিবছর মল্লিকবাড়ির পুজো দেখতে যে ভিড় করেন আমজনতা এবার তা সম্ভব হবে না ৷