ETV Bharat / sports

ইডি'র হাজিরা এড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক, নতুন সমন জারি কেন্দ্রীয় সংস্থার - ED Summons Former Cricketer

ED Summons Former Indian Captain: স্টেডিয়ামের জন্য বরাদ্দ জেনারেটর, ক্যানোপি কেনার জন্য বরাদ্দ টাকা সরানোর অভিযোগ ৷ প্রাক্তন ভারত অধিনায়ককে বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি ৷ কিন্তু, এদিন হাজিরা এড়িয়ে যান টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার ৷ নতুন সমনে তাঁকে 8 অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে ৷

ED Summons Former Indian Captain
প্রাক্তন ভারত অধিনায়ককে সমন ইডির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 11:55 AM IST

Updated : Oct 3, 2024, 12:37 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে বৃহস্পতিবার হাজিরার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু এদিন হাজিরা এড়ান টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার ৷ নতুন করে সমন জারি করে তাঁকে 8 অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে ইডি-র তরফে ৷

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 20 কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে আজহারের । সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । হায়দরাবাদের ইডি দফতরে বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু আজ তিনি হাজিরা দিতে পারেনি ৷ পরিবর্তে আরও একটু সময় চেয়ে নেন ৷ তারপরই ইডি নতুন সমন জারি করে ৷

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন আজহারউদ্দিন ৷ সে সময়েই হায়দরাবাদের উপলে রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জেনারেটর, ফায়ার ফাইটিং সিস্টেম এবং অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে 20 কোটি টাকার বেনিয়মের অভিযোগ রয়েছে । সেই অভিযোগেই প্রাক্তন ভারত অধিনায়ককে তলব করেছে ইডি ৷

ED Summons Former Indian Captain  MOHAMMAD AZHARUDDIN
প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (ইটিভি ভারত)

ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে হায়দরাবাদের উপলে রাজীব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজি সেট, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ক্যানোপির জন্য় বরাদ্দ টাকায় অনিয়ম হয়েছে । চার্জশিট অনুযায়ী, সময় থাকা সত্ত্বেও, বেশ কয়েকটি কাজ অত্যধিকভাবে দেরি করে শেষ হয়েছিল ৷ ফলে ব্যয় বৃদ্ধি হয়েছে এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কয়েক কোটি টাকার লোকসান হয়েছে ।

তদন্তে আরও জানা গিয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৎকালীন সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীদের সঙ্গে যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্কের দরুণ নির্বিচারে টেন্ডার বিলি হয়েছিল ৷ তাঁদের পছন্দের ঠিকাদারদের কাছে বাজারের হারের চেয়ে অনেক বেশি দামে কাজ দেওয়া হয় । সঠিক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি ৷ বহু ক্ষেত্রে কোটেশন প্রাপ্তির আগেই অনেক ঠিকাদারকে অগ্রিম অর্থ দিয়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁরা কোনও কাজই করেনি ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 3 অক্টোবর: প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে বৃহস্পতিবার হাজিরার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু এদিন হাজিরা এড়ান টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার ৷ নতুন করে সমন জারি করে তাঁকে 8 অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে ইডি-র তরফে ৷

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 20 কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে আজহারের । সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । হায়দরাবাদের ইডি দফতরে বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু আজ তিনি হাজিরা দিতে পারেনি ৷ পরিবর্তে আরও একটু সময় চেয়ে নেন ৷ তারপরই ইডি নতুন সমন জারি করে ৷

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন আজহারউদ্দিন ৷ সে সময়েই হায়দরাবাদের উপলে রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জেনারেটর, ফায়ার ফাইটিং সিস্টেম এবং অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে 20 কোটি টাকার বেনিয়মের অভিযোগ রয়েছে । সেই অভিযোগেই প্রাক্তন ভারত অধিনায়ককে তলব করেছে ইডি ৷

ED Summons Former Indian Captain  MOHAMMAD AZHARUDDIN
প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (ইটিভি ভারত)

ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে হায়দরাবাদের উপলে রাজীব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজি সেট, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ক্যানোপির জন্য় বরাদ্দ টাকায় অনিয়ম হয়েছে । চার্জশিট অনুযায়ী, সময় থাকা সত্ত্বেও, বেশ কয়েকটি কাজ অত্যধিকভাবে দেরি করে শেষ হয়েছিল ৷ ফলে ব্যয় বৃদ্ধি হয়েছে এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কয়েক কোটি টাকার লোকসান হয়েছে ।

তদন্তে আরও জানা গিয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৎকালীন সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীদের সঙ্গে যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্কের দরুণ নির্বিচারে টেন্ডার বিলি হয়েছিল ৷ তাঁদের পছন্দের ঠিকাদারদের কাছে বাজারের হারের চেয়ে অনেক বেশি দামে কাজ দেওয়া হয় । সঠিক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি ৷ বহু ক্ষেত্রে কোটেশন প্রাপ্তির আগেই অনেক ঠিকাদারকে অগ্রিম অর্থ দিয়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁরা কোনও কাজই করেনি ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 3, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.